গানঃ ৭০১-৭০৮-আসাদ বিন হাফিজ

 


আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭০১

ওগো ও দয়াময়

ওগো ও দয়াময়, ওগো ও দয়াময়

তোমাকেই ভালবাসি, তোমাকেই ভয়

তোমার কাছেই আমি করি অনুনয়

আমার মরণ যেনো শহীদী মরণ হয়।

ওগো, শহীদী মরণ হয়।।

সকলেই আসে ভবে, সকলেই যায়

কেউ তো থাকে না এ মিছে দুনিয়ায়।

আমার প্রতি একটু হওগো সদয়

আমার মৃত্যু যেনো শহীদী মরণ হয়।

তারা পায় শাহাদাত, পায় হেদায়াত

যাদের নসীবে রাখো তুমি নাজাত।

মরতেই হবে যখন দাও শাহাদাত

তোমার কাছেই এই করি অনুনয়

আমার প্রতি একটু হওগো সদয়।

কত ওলি দরবেশ কেঁদে কেঁদে চায়

আর কিছু নয় যেনো শাহাদাত পায়।

তারাতো আমার মত কেউ পাপী নয়

আমি পাপী তাই প্রভু চাই শাহাদাত

আমার প্রতি একটু হওগো সদয়।

১৮/১১/২০। ২ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭০২

হামদ

এ্যায়- আল্লাহর নেয়ামতের কুল কিনারা নাই

সবজি আনাজ ফল ফলাদি কত কিছু খাই।

শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই।

শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই।

শীতের দিনের মিঠে রোদ কত ভালো লাগে

হাজার রকম পুষ্প ফোটে গভীর অনুরাগে।

সবুজ ফসল ভরা মাঠে তারও সুঘ্রাণ পাই।

ভরা বর্ষা বৃষ্টি দিলে, সাগর ডোবায় পানি

সবই তব কুদরত মাবুদ, তব মেহেরবানী।

নয়ন দিলে যেনো তব জগত দেখতে পাই।

আকাশ বাতাস সবই দিলে, দিলে কালো রাত

কুসুম কোমল সুরুজ দিলে জাগাতে প্রভাত।

তোমার অতুল দয়ার দানে জীবন খুঁজে পাই।

১২/১/২১। রাত ১০ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭০৩

যিনি দিলেন দানাপানি

যিনি দিলেন দানাপানি

এ জীবন যাঁর মেহেরবানী

কয়জনে এ জিন্দেগানী তাঁর হুকুমে চালাই

অ ভোলা মন

কই যাবি তুই অন্যত্র তাঁর হাত থেকে পালাই।

যাইতে হবে তাঁরই কাছে

হয়তো দুদিন আগে পাছে

এ জীবনটা দেখ খতিয়ে কর না একটু ঝালাই।

মিষ্টি মাখলে হাতে পায়ে

কিম্বা মাখলে সারা গায়ে

জিহ্বা ছাড়া কোন কালে স্বাদ কি কভু পাই

এই রহমের কথা আমরা কেমনে ভুলে যাই।

আয় না সবে মিলেমিশে রহীমের গুণ গাই।

১৪/১/২১। ৬ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭০৪

হামদ

যাঁর গড়া এ জগত দুনিয়া জাহান

যাঁর গড়া সৃষ্টির এ রূপ অফুরান

যাঁর গড়া পশুপাখি আর ইনসান

যাঁর কাছে সকলের বাঁধা মনপ্রাণ।

এসো গাই সকলেই তাঁর গুণগান

আল্লাহ মহান তিনি রহীম রহমান।

তাঁর ডাকে প্রতিদিন মেঘেরা ভাসে

তাঁর ডাকে দখিনা এ বাতাস হাসে

তাঁর ডাকে প্রতিদিন পাখিরা আসে

শেষ করা যায়না তাঁর গুণ অফুরান।

এসো গাই সকলেই তাঁর গুণগান

আল্লাহ মহান তিনি রহীম রহমান।

তিনিই আমাদের দেহে দেন জান

তিনিই আমাদের বাঁচান এ প্রাণ।

সবারই জানা তিনি প্রভু সোবহান

মেহেরবান প্রভু তিনি মহামহীয়ান।

এসো গাই সকলেই তাঁর গুণগান

আল্লাহ মহান তিনি রহীম রহমান।

১৮/১/২১। ৭ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭০৫

এসো আল্লাহর পথে চলি

এসো আল্লাহর পথে চলি

এসো রাসূলের কথা বলি

মানুষেরে ডেকে যাই আয় ওরে আয়

কোরানের ছায়াতলে আয় ওরে আয়

আয় সবে মুক্তির প্রিয় ঠিকানায়।

যেই পথে ডেকেছেন আল্লাহর নবী

শত শত শহীদ আর গাজী অগনন

যে পথে চলেছেন নায়েবে রসুল আর

যারা ছিল আল্লাহর অতি প্রিয়জন।

আয় সবে ছুটে যাই সেই মোহনায়।

সেই পথে চলে করি এ জীবন ধন্য

আমরা তো এসেছি শুধু তাঁর জন্য।

যারা তাঁর সৃষ্টিকে ভালোবেসে যায়

নিজ বুক ভরে রাখে মোহন মায়ায়।

এসো আল্লাহর পথে চলি

এসো রাসূলের কথা বলি

মানুষেরে ডেকে যাই আয় ওরে আয়

কোরানের ছায়াতলে আয় ওরে আয়

আয় সবে মুক্তির প্রিয় ঠিকানায়।

২০/১/২১। ৪ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭০৭

মজুরি দাও

 

শরীরের ঘাম শুকোবার আগে শ্রমের মজুরি দাও

খোদার বিধান ধনী ও গরীব সকলেই মেনে নাও।

ঘরে ঘরে চাই হক ইনসাফ

কোরানের নূরে হোক দীল সাফ

এ ধরনী যার, আইন হবে তাঁর, যার দান সবে খাও।

এক সুরে সেই আল্লাহর সবাই তাকবীর ধ্বনি দাও।

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার

তিনিই মালিক, তিনিই মুনীব, আর কেউ নেই মাথা নোয়াবার।

শোষণের দিন শেষ হয়ে গেছে,দিতে হবে অধিকার

শ্রম চুরি করা শোষক প্রাসাদ ভেঙে করো চুরমার।

মানুষের আইন চলবে না আর

শ্রম চুরি করা থামাও এবার

ঘাম শুকোবার আগে শ্রমিকের পাওনাটা দিয়ে দাও।

ধর্ম, বর্ণ, সমাজ, দেশ, ছোট বড়ো ভেদ নাই

সকল দেশ, সমাজ, রাষ্ট্রে ইনসাফ শুধু চাই।

এ পৃথিবীর সব সম্পদ যার

যাঁর হাতে প্রাণ রুজি রোজগার

তার আইন ছাড়া অন্য সব আইন ছুঁড়ে ফেলে দাও।

 

৮ই এপ্রিল ২০২১; সকাল ৮টা

 

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭০৮

আমরা শ্রমিক

 

আমরা শ্রমিক, আমরা কৃষক, আমরা সাধারণ

আমাদেরকে করছে শোষণ শোষক মহাজন।

ইসলাম বলে, আজাব থেকে বাঁচতে যারা চাও

ঘাম শুকাবার আগেই শ্রমের মূল্য দিয়ে দাও।

শ্রমের মূল্য দেয় না যারা, দেয় না শ্রমের দাম

তার বিরুদ্ধে লড়াই করতে ডাকে রে ইসলাম।

ইসলাম বলে, ইনসাফ করো ন্যায্য হিস্যা দাও

নয় আসবে খোদার গযব, তাই কি তুমি চাও?

না না না চলবে না আর জুলুম শোষণ অন্যায়

জুলুম শোষণ হারিয়ে যাবে সাম্যশান্তির বন্যায়।

বজ্রকন্ঠে আওয়াজ তুলে কোরানী আইন চাও

জাকাত দিয়ে ধনী গরীবের বিভেদ মুছে দাও।

সবাই মিলে আওয়াজ তোল, আল্লাহু আকবার

শ্রমের মূল্য তার আগে দাও, ঘামটা শুকোবার।

 

৯ই এপ্রিল ২০২১; দুপুর ২টা

No comments

Powered by Blogger.