আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৫৪০-৩৫৪৫

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৪০

তেলমারা ছাড়ো

সব লেখাতে চমৎকার

তেলমারাতে অমৎকার

দোষ বললে কেউ সয়না

তাই কেউ দোষ কয় না।

পাঞ্জাবীটা সাদা

লেগেছিল কাদা

কয়নি সেটা কেউ

সেই ছবিটা দেখে দাদা

উঠলো কেঁদে 'ভেউ'

তোমরা যারা ভুল ধরলে

সাপের মতো ফোঁস করো

তারাই দেখি যখন তখন

মন্দ বলার দোষ করো।

তেলমারা আর দোষ ধরা

এবার দাদা বাদ দাও

হক কথাটা বলার জন্য

নাও, এবারে হাত দাও।

১৬/৭/২২। বাদ জোহর।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৪১

পশুও পায় ভয়

ভেবেছিলাম মানুষ আমি পরে দেখি ভুল

আমার মত গাধার মাথায় আছে বহু চুল।

আমার আছে দুটো পা, মুরগীরও পা দুটো

আমার মত হাঁসেরও নাকটা দেখি ফুটো।

গায়ে কাপড় কেউ পরেনা, কুত্তা বিলাই কেউ

আমারও গায় লেগে গেছে কাপড় ছাড়ার ঢেউ।

পশু যেমন খাবার সময় হালাল হারাম দেখে না

মানুষরাও যা পায় খায়, হালাল খেতে শেখে না।

কাক মরলে দুঃখে করে কাকেরা সব কান্না

মানুষ পায়না দুঃখ মোটে চড়ায় ওরা রান্না।

দয়া মায়া, ভালবাসা, সবাই গেছে বনে

মানুষ আজ সময় দেয় যুদ্ধ এবং রণে।

মানবতা ভোটে হারে পাশবতা পায় জয়

তাইত এখন মানুষ হতে পশুও পায় ভয়।

১৬/৭/২২। বাদ মাগরিব।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৪২

ভাল হতে ইচ্ছে লাগে

ভাল হতে ইচ্ছে লাগে

আর তো কিছু লাগে না

কিন্তু মামা ভাল হওয়ার

ইচ্ছেটাই যে জাগে না।

আমায় বলো ভাল হতে

তুমি হবে কবে?

একলা আমি ভাল হবো

নাকি হবে সবে?

ভাল হতে কপাল লাগে

সব কপালে লাগে না

কতেক মানুষ ভাল হয়

তবে মরার আগে না।

মরার পরে ভাল হলে

তাতে কোন লাভ নাই

মরার পরে রাজা উজির

কারো কোন ভাব নাই।

১৭/৭/২২। বাদ ফজর।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৪৩

মন্দ থামাও আগে

ভাল কথা শুনতে ভালো

মানতে ভাল লাগে না

ভাল কথা মানার ইচ্ছা

মনের ভেতর জাগে না।

কি লাভ রেখে এমন মন

দাও না তারে নির্বাসন

মন্দ কাজটা দেখে এ মন

কেনো বলো রাগে না।

মন্দটারে জব্দ করতে

বিবেকটারে ডাকো

সারা জীবন মন্দের সাথে

যুদ্ধ করতে থাকো।

লড়াই তুমি থামাও তবে

মন্দ হারার আগে না।

ভাল কাজে মন লাগাও

মন্দটা দাও থামিয়ে

মন গাড়িতে মন্দ থাকলে

দাও না তারে নামিয়ে।

মন্দটারে কেউ নিও না

আস্ত কিম্বা ভাগে না।

১৭/৭/২২। বাদ জোহর।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৪৪

পর্দা ও জর্দা

পর্দা মানা ফরজ।

জানি, এটা সবাই জানেন

বলেন দেখি কজন মানেন

কজনের হয় এটা মানার,

আমল করার গরজ?

পর্দা মানা ফরজ।

জানেন তবে বলেন দেখি

ক্যান করেন না গরজ?

আমল ছাড়া ঈমানের দাম

বলেন তো তার কি আছে কাম?

আগে সবাই ফরজ ধরেন

পারলে পরে নফল পড়েন।

কোরান বলে পর্দা ফরজ

আপনে বলেন জর্দা ফরজ

জর্দা খাওয়া বাদ দেন

পর্দা করায় হাত দেন।

১৭/৭/২২। বাদ মাগরিব।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৪৫

কেয়ামত ও খেলাফত

আকাশটা টলছিল

এ হৃদয় জ্বলছিল

পাহাড়টা গলছিল

সাগরটা চলছিল

পৃথিবীটা কাঁপছিল

বাতাসেও তাপ ছিল

উড়ছিল বাড়িঘর থরথর

মরছিল পাখি ফুল তরতর।

কেয়ামত কেয়ামত কেয়ামত

আসবেই ভুলে গেলে নেয়ামত।

নদীগুলো উড়ছিল

গদীগুলো ঘুরছিল

গাছপালা পুড়ছিল

সিঙ্গার সুর ছিল

আওয়াজটা দূর ছিল

ছেলে কোহেতুর ছিল

তাতে নেই ভ্রুক্ষেপ

তবু আসে কেয়ামত।

কেয়ামত কেয়ামত কেয়ামত

তারা পায় যারা সয় জুলুমত।

মমতারা তাল গাছে

ভালবাসা তার পাছে

স্নেহ খায় শোল মাছে

শ্রদ্ধারা আলগোছে

চলে যায় শূন্যে

পাপ করে লাফালাফি

কাঁদে বসে পূণ্যে।

কেয়ামত কেয়ামত কেয়ামত

উঠে গেছে আল্লাহর রহমত।

সেইদিন আসছে

চোখে সব ভাসছে

শয়তান হাসছে

অট্টহাসি

আমরাতো দুনিয়াকে

তবু ভালবাসি।

কেয়ামত কেয়ামত কেয়ামত

আসবেই যদি ভুলো নেয়ামত

ডিউটিটা করো যদি খেয়ানত

মেনে নাও চুপ করে জুলুমত।

কেয়ামত কেয়ামত কেয়ামত

আজ চাই শুধু তাই খেলাফত।

তবে যদি পাও মামা রক্ষে

কে কে আছো খেলাফত পক্ষে

সাহসের জোশ নাও বক্ষে।

জালিমকে করে দাও উৎখাত

ভেঙে দাও শয়তানি বিষদাঁত।

১৯/৭/২২। বাদ ফজর।

No comments

Powered by Blogger.