আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩১ রানীর দুপা চাটে

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩১

রানীর দুপা চাটে

 কবিতা তো গুলি না ভাই,

ব্যারেল বাঁধা তুলি না ভাই

খাকির মাথার ঠুলি না ভাই

জমিদারের কুলি না ভাই

মোসাহেবের ঝুলি না ভাই

কাঁটাতারের ফুলি না ভাই

কবিতা নয় স্বৈরাচারের আধা পাকা কেশ

কবিতা নয় কালো আইন, ক্লাউনের কালো বেশ

তাই নড়ে না স্বৈরাচারের কাঁচা পাকা কেশ।

কবিতা তো গুলি না ভাই, কারো গায়ে লাগে না

কবিতা নয় ঢোলের বাড়ি পাড়া পড়শি জাগে না।

কবি নজরুল আজো যদি সত্যি বেঁচে থাকতেন

জেলের তালা ভাঙতে সব যুবক তরুণ ডাকতেন।

লাথি মার ভাঙরে তালা, যতসব বন্দীশালা

এসব বলে গানের সুরে মুক্তির ছবি আঁকতেন।

গদী ছাড় তুই জান্তা শালা

বাঁচতে চাইলে জলদি পালা

নইলে দেবো জুতার মালা

এসব কথা বলতেন

কবি যদি থাকতেন দেশে বীরের মতো চলতেন।

বিরোধীদের কবি নাই

বীরের জেতা ছবি নাই

মাইয়া আছে পতি নাই

এ জাতির তাই গতি নাই

কালুরঘাটের মেজর যদি

ঘোষণা না কইতো।

নয় মাসে এ দেশটা তবে কেমনে স্বাধীন হইতো?

হয়না জালিম ফারদাফাই

সুয়োরানী বাসন মাজে

দুয়োরানী খাটে

কুত্তাগুলো লেজ নাড়ে আর

রানীর দুপা চাটে।

২৩শে মার্চ ২০২১; ২টা

No comments

Powered by Blogger.