আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২৪৯০ এই ধরাতে নানান প্রাণী

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-২৪৯০

এই ধরাতে নানান প্রাণী

এই ধরাতে নানান প্রাণী, পশু পাখি সব

থাকবে বলে মানব শিশুর থামবে কলরব?

মানুষ যদি না থাকে তো শুধুই পশুর জন্য

কী দরকার এ ফুলের শোভা, জগত অনন্য।

চাঁদ মামাটা সিষ্টি হেসে বাসবে ভালো কারে?

মানুষ যদি না থাকে তো জগত এ সংসারে?

একে অন্যে বাসবে ভালো, জড়িয়ে ধরবে গলা

কে খাবে এই ফলফলাদি, আম্র, আপেল, কলা?

এ পৃথিবীর রূপ-মাধুরী, সব মানুষের জন্য

এ শিশুরই কলকাকলির জন্য জগত ধন্য।

তবে কেনো মানুষ তুমি, পশুর খোলস পরো

ধর্ম বর্ণের দোহাই দিয়ে মানুষ মারো, মরো?

এসো এসো মানুষ হই, মানুষ ভালোবাসি।

এই মানুষের দুখে কাঁদি, সুখে সবে হাসি।


২৭শে ফেব্রুয়ারী ২০২০; ৮টা

No comments

Powered by Blogger.