আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩০২৩-৩০২৪

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩০২৩

পেঁয়াজ কাটা

রান্না ঘরে পান্নালালে যেই দিয়েছে উঁকি

দেখে সেথা কান্না করে পান্নালালের খুকি।

আদর করে যাকে ডাকে রঙিলা টুকটুকি

সে কেন নেয় শখ করে পেঁয়াজ কাটার ঝুঁকি?

তাইতো খুকি কেঁদে সারা, পাড়াপড়শি জানে না

কান্না চাপতে গেলে খুকির চক্ষু সেটা মানে না।

দর দর দর পড়ছে পানি পেঁয়াজ কাটার ঝাঁজে

কে জানত পেঁয়াজকাটার কাজটা এমন বাজে।

পান্নালালে চান না মোটে খুকি বসে কাঁদুক

মা ঘরে নেই, তাই বলে এ মেয়ে বসে রাঁধুক।

বাবা বলে, আয় মা কাছে, রান্না করা থাক

বাদ দে ওসব রান্নাবান্না, সবই চুলায় যাক।

২৩শে ডিসেম্বর ২০২০; ৮টা 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩০২৪

বাড়তি জামা বিলাও

শীত এসে গীত গায়-- কন কন কন

কই গেলা আমলা ও সুদী মহাজন।

আমলারা ঘুষ খায়, মহাজনে জুস

বড়লোক চাল পায় গরীবেরা তুষ।

তুমি পরো দাস্তানা, ক্যাপ, মাফলার

গায়ে দাও কোট,শাল, নীল জাম্পার।

তারপর ঢুকে যাও -- কম্বল ও লেপে

তবু শীত তোমাকেই ধরে নাকি চেপে।

গরীবেরা পাটি পেতে কাঁথা গায়ে শোয়

জলে নেমে মাছ ধরে,ক্ষেতে ধান রোয়।

নেই তার কোট টাই, জাম্পার ও দাস্তানা

দালানের দ-ও নাই, কুঁড়েঘরই আস্তানা।

শীতে খাও তাজা তাজা কত কি সবজি

কুয়াশায় ভিজে শুধু গরীবের কবজি।

ভাবোনা ওরাও মানুষ, কাপড়ের দরকার

ওদেরকে দেখেনা কেউ,না তুমি, সরকার।

ঘরে ঘরে পড়ে আছে কত জামা তোমাদের

আলমারি ভরা জামা সীমা আর সোমাদের

ওদের তো জামা নেই, খালি গায়েই থাকে

নিরূপায় হয়ে শুধু আল্লাহ আল্লাহ ডাকে।

বাড়তি জামাটা সোনা দাও না তাদের

এ শীতে গা ঢাকার জামা নেই যাদের।

২৪শে ডিসেম্বর ২০২০; ৫টা

No comments

Powered by Blogger.