আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৬১৩ আমাদের গ্রাম


দেহ থাকে ঢাকা আর আমি বড়গাঁও

বনে বেড় দিয়ে ধরি ফইট্টার ছাও।

ধানক্ষেতে বাসা করে সজারুর দল

বর্ষায় গাঁয়ে নামে শ্রাবণের ঢল।


ধলি বিল ভরে পানি উঠে আসে টেকে

উজানের কৈ হাঁটে টেকে এঁকেবেঁকে।

চাঁই দিয়ে মাছ ধরি, ঠেলা জাল বাই

ইচা, পুটি, টেংরা, টাকি মাছও পাই।


জ্যৈষ্ঠ গাছে গাছে পাকে আম, জাম

বেড়ে যায় ব্যস্ততা বাড়ে গায়ে ঘাম।

অঘ্রাণে খলা ভরা পাকা পাকা ধান

বাড়ি বাড়ি বয়ে যায় নবান্নের ঘ্রাণ।


হীম হীম শীতবুড়ি পৌষ মাঘে আসে

কুয়াশা ফোটা হয়ে লেগে থাকে ঘাসে।

সূর্যের আলো তাতে করে ঝিলমিল

তাই দেখে খোকাখুকু হাসে খিলখিল।


এই নিয়ে আমাদের সবুজ এক গ্রাম

গাজীপুরে বাড়ি যার বড়গাঁও নাম।

No comments

Powered by Blogger.