ভিডিও - ব্যস্ত জীবন - আসাদ বিন হাফিজ


 

কবিতাঃ ব্যস্ত জীবন

কবিঃ আসাদ বিন হাফিজ

আবৃত্তিকারঃ জারিফ মাহমুদ নুসাইব

অ্যালবামঃ স্বাধীন চড়ুই

আবৃত্তি পরিচালনাঃ রাআদ ইজামা।

------------------------------------

 তোমার সাথে গল্প করবো

সময় আমার কই

এখনো তো হয়নি পড়া

কোরান, হাদিস, বই।

 

খেতে বসবো সে সময়টাও

আমার এখন নাই

নেটে আছি ব্যস্ত

ভীষণ কখন খেতে যাই?

 

হয়নি আমার নামাজ পড়া

গোসলটাও বাকি

বেয়াড়া সময় বড়ো জ্বালায়

আমারে দেয় ফাঁকি।

 

আরো জ্বালায় চক্ষু দুটো

চশমা পরা লাগে

সুঁইয়ের ভেতর সুতো ঢুকায়

দাদী আমার আগে।

 

ফুলের সুবাস, পাখির গান

শোনার সময় কই

জোস্না দেখার মানুষ আমি

এখন তো আর নই।

 

হায় রে আমার ব্যস্ত জীবন

মানুষ হবি, আয়

ইট পাথরের শহর ছেড়ে

সোনার গাঁয়ে আয়।

No comments

Powered by Blogger.