আসাদ বিন হাফিজ এর ১০০ ছড়াঃ ৯০১-১০০০

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৯০১

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯০২

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯০৩

আমেলা গো আমেলা

আর করিস না ঝামেলা।

ঝামেলার ফল ভালো নয়

সাদ্দাম হলে মরতে হয়।

মুরসি হলে জেলে যায়

ফাঁসির দড়ি দেখতে পায়।

নামে মুসলিম কামে নাই

খুনের লিস্টি খামে নাই।

ভাইয়ে ভাইয়ে ঝগড়া কর

অস্ত্র লাগলে অস্ত্র ধর।

বার্মাতে সব পুড়ে মর

নিজের গুলি নিজে কর।

লিস্টি ঘুরে হাতে হাতে

মুসলিম মরে অধপাতে।

ইসলাম ইসলাম জিকির কর

শহীদ হওয়ার ফিকির কর।

আমেলা গো আমেলা

মুসলিম মানে ঝামেলা।

মুসলিম মানে মিরজাফর

সবাই যেন সবার পর।

২০/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯০৪

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯০৫

সালাম দিলে সালাম পাবে

গালি দিলে গালি

যেমন দেবে তেমন পাবে

তালির বদল তালি।

হিংসা দিলে হিংসা পাবে

হাত বাড়ালে হাত

এটা হলো ঋণ পরিশোধ

রাতের বদল রাত।

তুই মুছবি আমার নাম

আমি মুছবো তোর

তুই আর আমি দুজন মিলে

খুঁড়বো নিজের গোর।

ভালবাসা দিলে পাবি

ভালবাসাবাসি

তুই হাসলে দেখবি আমি

তোরই মত হাসি।

২২/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯০৬

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯০৭

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯০৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯০৯

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯১০

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯১১

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯১২

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯১৩

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯১৪

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯১৫

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯১৬

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯১৭

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯১৯

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯২০

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯২১

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯২২

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯২৩

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯২৪

আমার কথা দামী নয় তোমার কথা দামী

এমন কথা কইলে খুশি হইবো না কেন মামী।

কথা যদি সত্য হয়

আমিও গাবো তারই জয়

অসংকোচে মেনে নেবো তোমার কথা আমি।

আমার কথা সত্য হলে মানবে কী না তুমি?

সত্যটাকে মানবে কী না তোমার মনোভূমি?

বুকে যদি খোদার ভয়

পাপে মন কেন রয়

পাপ ছেড়ে কি খোদার পথে আসবে ফিরে তুমি?

তুমিও চাও ভালোটা আর আমিও তা চাই

তবে এসো দুজন মিলে মন্দ যা সব তাড়াই

তুমি যদি ভালোবাসো

তবে আসো কাছে আসো

সত্য ন্যায়ের স্বপক্ষে আজ সমাই মিলে দাঁড়াই।

২৫/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯২৫

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯২৬

ভালো ভালো কথা বলো নামাজ তুমি পড়ো না

এতীমখানায় পয়সা দাও রোজা তুমি করো না।

ওয়াজ মাহফিলে টাকা দিয়ে সাজো দানবীর

শয়তান নাকি খোদার কাছে রাখো বন্ধক শির।

সত্য রেখে মিথ্যা বলো মিথ্যা বলা ছাড়ো না

এতীমের মাল দখল ছাড়া চলতে তুমি পারো না।

দুর্নীতি ও ঘুষের টাকা দুহাতে করো দান

ভাবটা করো তুমি একজন পাক্কা মুসলমান।

দাড়ি রাখো পাগড়ি পরো জুব্বা আলীশান

দরকার হলে সবই করো পড়ো না কোরআন।

নিজকে নিজে জিজ্ঞেস করো কেমন মুসলমান

সত্যিটা কি, তুমি ভালো নাকি ভালো নাফরমান।

এসব বললে আমায় বলো লোকটা আমি গোঁড়া

আমি বলি, তুমি একটা আস্ত কপাল পোড়া।

২৬/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯২৭

যখন তখন লেখা আসে

টেকা আসে না

লেখা পড়ে সবাই হাসে

গিন্নি হাসে না।

ভালবাসার কথা যাদের

তারা বাসে না

টেকা আসে চাকরী করলে

লেখা চাষে না।

পিয়ন চাকর টেকা পায়

লিখন দাসে না

রাজা হাসে প্রজা হাসে

খাতা হাসে না।

কবিতাকে ভালবাসে

কবি বাসে না।

নিরাপদে দূরে থাকে

কাছে আসে না।

২৬/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯২৮

আকাশ থেকে টুপ করে

নামলো রাসেল ঝুপ করে।

মা হেসে কয় এমন লাফ

শিখলি তুই কই মানিক

ছেলে বলে জানো না মা

আমি এখন বৈমানিক।

কেমনে ধরে প্যারাসুট

কেমনে পরে আর্মি বুট।

কেমনে গুলি ছোটে হুট

এসব মাগো জানতে হয়।

তোমার যেমন সকাল বিকাল

ঢেকিতে ধান ভানতে হয়।

আরো মাগো জানতে হয়

কেমনে পেরেক ঠোকে মরার

কফিনে

মা হেসে কন, রাখতো ওসব

এবার একটু কফি নে।

২৬/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯২৯

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৩০

এই যে আমার সুবোধ সোনা

আমার মুখে ফের তাকাও।

উন্নয়নের কথা শুনে

মুখটা তুমি ক্যান বাঁকাও।

এখনও তো ঠিকই তুমি

পথে পথে ভ্যান হাকাও।

তাকাও সোনা ফের তাকাও

মুখটা তুমি ক্যান বাঁকাও।

প্রশ্নপত্র ফাঁস হবে

যুবক ছেলে লাশ হবে

কারো স্বর্গবাস হবে

ঘরের ভেতর ঘাস হবে।

শীত গরমে কাশ হবে

কেউ খুশিতে দাস হবে

মুক্তিযুদ্ধ চাষ হবে

কারো সর্বনাশ হবে।

কারো জেলে বাস হবে

কারো গলায় ফাঁস হবে

ষোল দিনে মাস হবে

চলতি পথে রাশ হবে।

মুরগীর পেটে হাঁস হবে

পড়ার বইও তাস হবে

গরমভাতে আঁশ হবে

উড়োজাহাজ বাস হবে।

এই যে সোনা চাও

উন্নয়ন আজ খাও

বোকার মত বলো কেন

গণতন্ত্র চাও।

গণতন্ত্র দেখতে সোজা

যেমন সাপের ছাও।

২৬/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৩১

মতির মা অতি চালাক

পতিটা তার বোকা

মায়ের মত চালাক হইছে

মায়ের প্রিয় খোকা।

ক্ষতি মায়ের পছন্দ না

চায় না খেতে ধোকা

মতি বলে পঁচা কাঁঠাল

কোষে দেখো পোকা।

সইবো তবে ক্ষতি কি

কস না মতি গতি কি?

পঁচা কাঁঠাল মতি খায়

পেটে গোলমাল বেঁধে যায়

ডাক্তারখানা যেতে হয়

তবু অবনতি হয়।

হাজার টাকা লেগে যায়

অসুখ ভয়ে ভেগে যায়।

লোভের বড়ি খাইও না

পঁচা জলে নাইও না।

২৬/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৩২

চিতলমারীর ছেলেরা কি চিতল মেরেই খাও?

বোয়ালখালির ছেলেরা কও কয়টা বোয়াল চাও।

একটা নদীর দুইটা তীর, দুইটা নদীর তিন

চাঁদপুরে যাও দেখতে পাবে এমন আজব চিন।

ময়নামতি মতি খুঁজলাম, পাইনি দেখা তার

রাঙামাটির লাল মাটি কয় এসো আরেকবার।

নীলগিরিতে গিয়ে দেখি আকাশ ভরা নীল

জলের নিচে নীল দেখতে চাও যাও না চলনবিল।

সাগর আছে, পাহাড় আছে, আছে সুন্দরবন

ভেজা মাটির মানুষগুলোর আছে প্রেমিক মন।

একের জন্য অন্য লোকের এই যে প্রেমের টান

এই প্রেমতো আল্লাহতালার অপার অসীম দান।

২৬/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৩৩

আয় না ঘুরি পাহাড় বনে

কথা বলি নদীর সনে

পাখপাখালির গান

শুনে জুড়াই প্রাণ।

আকাশে মেঘ ভাসে

রাতে তারা হাসে

জোনাকিরা আসে

জোসনা ভাসে ম্লান

ঝিঁ ঝিঁ শোনায় গান।

মাঠে সবুজ তরকারী

ফল ফসল সব দরকারী

ক্ষেতে সোনার ধান

দিনে আলোর বান।

বাগানে ফুল ফোটে

ফুলপরীরা জোটে।

সুবাস অফুরান

মিষ্টি মধুর ঘ্রাণ।

বলো, এসব কাহার দান

বলো, এসব কাহার দান।

২৬/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৩৪

আপনার লেখা ভাল লাগে করতে আমিও চাই

সত্যি বলছি, মামা আমার হাতে সময় নাই।

ফেবুতেইতো পড়ে থাকি রোজ

অন্য কাজের কখন নেবো খোঁজ

মোবাইলে চোখ রেখেই মামা কোন ফাঁকে যে খাই।

নাওয়ার সময় পাই না আমি, গাওয়ার সময় নাই

মসজিদে যে কেমনে যাবো সময় কোথায় পাই।

যখন আমি পড়তে যাবো সূরা

মনে ভাসে লম্বা পাহাড় চূড়া

ওখান থেকে লাফ দিলে যে মরবে মেয়েটাই।

সবাই বলে ফেবু ছেড়ে পড়তে বসো না

এইতো আসছি সবুর করো একটু রসো না।

মনে ভাবি ফেবু ছাড়বো

ইচ্ছেটাকে চেপে মারবো

এই যে ফেবু আমার থেকে একটু খসো না।

আনতে আনতে আনোয়ার হয়

ছানতে ছানতে ছানোয়ার হয়

জানতে জানতে আমি কি হায় জানোয়ারই হবো?

নাকি জানার পরও আমি মানুষ ঠিকই রবো?

আমি বলি ফেবু আমার মম

বাবা বলেন, ফেবুই তোর যম

ফেবুতেই তুই ডুবে মরবি, পানির দরকার নাই।

আমি বলি, ফেবু রেখে মরবো আমি সময় কোথা পাই।

২৬/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৩৫

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৩৬

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৩৭

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৩৮

রাজা আসে রাজা যায়

জনগণ কিবা পায়।

পায় নয়া মুখ

কেউ দেয় সুখ

কেউ দেয় দুখ।

ঠিক মুখ যদি দাও গদীতে

ভাসবে তুমিও সুখ নদীতে।

করো যদি ভুল

ছিঁড়ো নিজ চুল

পারবে না সেই ভুল শোধিতে।

ভুলগুলো হুল হয়

কখনোবা শূল হয়

স্বাধীনতা চলে যায়

শিকলে পা ধরা খায়

ঘাড়ে চড়ে দেও দানো

দত্যি

সত্যি।

লোকজন লাশ হয়

শাসকের দাস হয়

কাটে যুগ যুগ

কী যে দুর্ভোগ!

২৭/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৩৯

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৪০

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৪১

লীগের ছেলে লীগে মারে

খবর আসে পেপারে

এটা কোন খবর হলো?

প্রাকটিস করছে কে পারে।

এইডা কোন খবর নি?

কইছি দিতে কবর নি?

মইরা গেছে পুইড়া লা

নইলে মগজ খুইড়া লা।

কি কও তুমি মজির বাপ

ছোবল দিল এ কোন সাপ

কবর মানে গাইরালা

মরা মানুষ মাইরালা।

খেলা শুরু হইলে বুঝবি

এই প্রাকটিসের দরকার ছিল

মারামারি লাগলে বুঝবি

এই দেশে এক সরকার ছিল।

হাটের মার শুরু হইলে

এমন বাপের পোলা নাই

কাইন্দা না কয় ছাইড়া দে বাপ

ঢাকা ছাইড়া ভোলা যাই।

দেখিস সে মাইর হাটের দিন

কেমনে পাবলিক শোধে ঋণ।

২৭/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৪২

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৪৩

ঘরে ঘরে পরকিয়া

দেশটা যেন নরকিয়া।

দেবর পালায় ভাবী নিয়া

ধর্ষক পালায় চাবি নিয়া।

এ জঘন্য সমাজ জুড়ে

গজব আসে উড়ে উড়ে।

আসে গজব আসবে আরো

এ ভাবনা আছে কারো?

মিতু মরে, নিতু মরে

কারা এদের ধর্ষণ করে?

এরা কি নয় বাঙালি?

মাইরা কেন টাঙালি?

প্রশ্ন করার মানুষ নাই

ধর্ষণ খুনের বিচার নাই।

এ জাতি দেয় ধর্ষণ লাই

গজব ধেয়ে আসছে তাই।

পাপে পাপে ডুবছে দেশ

ডুবছে সোনার বাংলাদেশ।

তাকিয়ে দেখ হাজার ছবি

এই গজবেই মরবি কবি।

ধর্ষক খুনীর ফাঁসি চাই

নইলে বাঁচার উপায় নাই।

২৮/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৪৪

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৪৫

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৪৬

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৪৭

খাটের থেকে নামার জন্য

যেই মেলেছি পা

খাটের নিচে ডেকে উঠলো

কোলাব্যাঙের ছা।

মা হেসে কয়, বাইরে যাবি?

যা মিছিলে যা।

মিছিলে যদি গুলি হয়

বুকে গুলি খা।

সালাম রফিক জব্বার নাই

আসাদ মতিউর

স্বাধীনতার শহীদ স্মৃতি

তাওতো বহু দূর।

তোদের কারো শহীদ হতে

ইচ্ছে করে না?

সবাই মরে শহীদ শুধু

কভু মরে না।

ইতিহাসে তারা বাঁচে

প্রভুর মেহমান

আল্লাহ নবীর পরেই তাদের

অনন্য সম্মান।

শহীদ সেনার আমি হবো

গর্বিত এক মা

যা রে সোনা মানিক আমার

যা মিছিলে যা।

২৯/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৪৮

ছড়ায় মিলে মিল দিতে হয়

প্রেমে দীলে দীল দিতে হয়

গুলির বদল ঢিল দিতে হয়

পারলে ধরে কিল দিতে হয়।

রাতে দরজায় খিল দিতে হয়

ভোটে নিজে সিল দিতে জয়

কাপড় ধুয়ে নীল দিতে হয়

তিল নাড়ুতে তিল দিতে হয়।

বউয়ের প্রিয় গয়না

দুঃখ কারো সয় না

ওসব বলতে হয় না

কথা বলুক ময়না।

আমি কথা কই না

আপনপরও হই না

দধি মানে দই না

স্বৈরাচারও সই না।

২৯/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৪৯

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৫০

একটা সোনার দেশ ছিল

দেশে সুখের রেশ ছিল।

শান্তির পরিবেশ ছিল

মাথায় কালো কেশ ছিল।

একটা সোনার দেশ ছিল

মানুষগুলো বেশ ছিল

একে অন্যের খেশ ছিল

মাটির তলে গ্যাস ছিল।

কাগজ দিয়ে তাস হয়

সেই দেশটা লাশ হয়

মাইনকা চিপা বাঁশ হয়

গরু খাওয়ার ঘাস হয়।

শীত সকালে কাশ হয়

কারো সর্বনাশ হয়

কারো গলার ফাঁস হয়

মিরজাফরী চাষ হয়।

পাবলিকগুলো দাস হয়

দালালগুলো পাশ হয়

কিছু পাবলিক লাশ হয়

নেতার বনবাস হয়।

গরুগুলো ঘাস খায়

শকুনগুলো লাশ খায়।

২৯/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৫১

স্বাধীন দেশ ও স্বাধীন জাতি

করতে পারি হাতাহাতি

দেখতে পারি রাতারাতি

উন্নয়নের তারা বাতি।

তিন টাকাতে তিনশো হাতি

দেখবে চলো ঝিনাইগাতি।

আমার বাবা তোমার নাতি

খেলতে পারে তেলেসমাতি।

স্বাধীন দেশ ও স্বাধীন জাতি

আসো খেলি চড়ুইভাতি

সঙ্গে রাখো অস্ত্রপাতি

নিদেনপক্ষে শক্ত ছাতি।

কামার কুমার জেলে তাঁতী

আমরা সবাই আলোর বাতি

স্বাধীন জাতি, স্বাধীন জাতি

গরু কিনবা আড়াই দাঁতি।

স্বাধীন দেশ ও স্বাধীন জাতি

ছেড়ে দে কাজ আত্মঘাতি

কোথায় যাবি গুলি খাতি

ফুটা করবি বুকের ছাতি।

স্বাধীন দেশ ও স্বাধীন জাতি

আয়রে নানা, আয়রে নাতি

আর খাবো না আনাজপাতি

স্বাধীন দেশ আয় জঙ্গে মাতি।

৩০/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৫২

জনগণ যে কি চায়

নিজ মুখে তা কইছে

সেই জনতা গোপালগঞ্জের

কোটালিপাড়া রইছে।

কোটালিপাড়ার বীর জনতা

কইছে নাও আর চাই না

উন্নয়নের বস্তা পঁচা

ভাষণ আমরা খাই না।

খালুর বাড়ির আলু খাওয়া

কবেই তারা ছাড়ছে

ডরে মরার ভয়কে তারা

জয় করতেও পারছে।

দেশবাসী তাই স্যালুট জানায়

কোটালিপাড়া বাসীকে।

সারাদেশে দাও ছড়িয়ে

এই বিজয়ী হাসি কে।

৩০/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৪৩

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৫৪

পৃথিবীতে শোন সবে গণতন্ত্র থাকবে না

দেশ চালাতে অস্ত্র লাগবে, জনগণতো লাগবে না।

সমাজতন্ত্র গণতন্ত্র দুই মতইতো ফেইল

দেশে দেশে ছুটবে এখন স্বৈরতন্ত্রের মেইল।

নইলে ট্রাম জিততো না আব হিলারীও হারতো না

সিসি এসে মুরসীকে নাকাল করতে পারতো না।

আরব ভূমে রাজার কুমার জেলে বন্দী হইতো না

চীনের রাজা দেশের ভার আজীবনও লইতো না।

ব্যাক্তি মতই দেশের মত, ক্ষমতা মূল মন্ত্র

যখন যেটা লাগে রাজা ধরবে সে মত তন্ত্র।

গণতন্ত্রের মরণ বাতাস বিশ্ব জুড়ে বইতো না

নোবেলজয়ী সুচির এমন অধপতন হইতো না।

গণতন্ত্রের লাশের ওপর স্বৈরতন্ত্র হাসবে

আর কটা দিন সবুর করো, সেই সুদিনই আসবে।

জিয়ার মত রাজা হইলে থাকবে সে জন হিয়া তে

বদ রাজারা চাইবে তোমায় মদের বোতল পিয়াতে।

৩০/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৫৫

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৫৬

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৫৭

মতলববাজরা আজো ভাঙার গান গায়

ত্রাহি ত্রাহি জনগণের শত শত প্রাণ যায়।

ঐক্যের নাকি দাম নাই

ষড়যন্ত্রে তো ঘাম নাই

তাই দেশে বিচারপতিও জনগণের ত্রাণ খায়।

জা ননদের ঝগড়া নাকি কোন কালে থামে না

চাপাবাজরা কথায় আছে, কোন কাজে কামে না।

দলের ভেতর দল করে

কত রকম ছল করে

আন্দোলনে ডাক দিলে মিছিলে সে নামে না।

নিল নিল সব নিলরে জামাতে

আন্দোলনটা দেয় না ওরা থামাতে

ওরা শুধু ডাইনেই চলে, আসে নাতো বামে না।

৩১/৩/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৫৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৫৯

পরিমল ঘুমে ঘুমে পার করে বেলা সে

ইস্কুলে গিয়ে মল, পায় পরী কেলাশে।

যেই দিন লাল পানি খায় নিজ গেলাসে

চারপাশে নিজ চোখে দেখে পরী মেলা সে।

পরিমল শুরু করে নয়া এক খেলা সে

মনে মনে ছবি তোলে হাইভোল্ট ফেলাশে।

পড়াবার নাম করে শুরু করে গেলা সে

কোন ফাঁকে হয়ে যায় ইবলিস চেলা সে।

পরিমল আছে সুখে পরী নিয়ে হরষে

সারাদিন কেটে যায় পরীদের পরশে।

পরিমল রোজ রোজ খায় নাকি বড়ি সে

পরীগুলো ফাঁস নেয়, কিনে দেয় দড়ি সে।

একদিন ধরা খেয়ে দিতে চায় কড়ি সে

তবু কেন হয়ে যায় শ্মশানের খড়ি সে?

মরার আগে বার বার বলেছিল হরিবল

তবু কারো সিমপ্যাথি পায়নি রে পরিমল।

১/৪/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৬০

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৬১

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৬২

বাঁশ দিয়েছি বাঁশ

এবার একটু হাস।

এখানেইতো আগে ছিল

সবুজ বরণ ঘাস।

লাশ দেখতে কই যাবি তুই

পথেই পাবি লাশ

সামনে আছে শুভ দিন

দারুণ সর্বনাশ।

এবার বল সামনের ভোটে

করবো কি না পাশ?

পাবলিক দেশে রাখবো না আর

সব বানাবো দাস।

সংসদে আইন পাশ করাবো

দশদিনে এক মাস।

হাস না সোনা হাস

এবার একটু হাস।

১/৪/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৬৩

বোশেখ মাসে মাটি ভেজে

কালবোশেখী বর্ষণে

নারী হৃদয় আতকে ওঠে

লীগের নেতা দর্শনে।

কুমারী মন কান্দে নাকি ওদের অট্ট হর্ষণে।

বাজারপোড়া আগুন জ্বলে বারুদ কাঠির ঘর্ষণে।

শুকনো মাটি চৌচির হয়

লাঙল ফালের কর্ষণে

দেশের মাটি লাল হয়ে যায়

মাতা ভগ্নি ধর্ষণে।

দেশের মানুষ নির্বিকার, কয়না ভাব নেই তর সনে।

ভাবখানা এই মানুষ নয়, কইছি কথা জড় সনে।

কালবোশেখী ভেঙে ফেল তুই

সকল পাপের আস্তানা

বুঝুক মানুষ বাঁচার পথ

মিথ্যা পাপের রাস্তা না।

১/৪/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৬৪

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৬৫

এই দেশটা প্রজাতন্ত্রের

আমরা সবাই প্রজা

প্রজা থাকলে রাজা থাকবে

হিসাব বড়ই সোজা।

রাজার থাকবে রাজকোষ

সেখান থেকে খাবে

এই ঘটনায় এফবিআই

কুৎসা কেন গাবে।

বিদেশীদের টাকাতো আর

মহারাজা খাননি

নিজেই ব্যাংকের ভোল্ট ভেঙ্গেছেন

কারো কাছে চাননি।

রাজা খাইছে ভাল করছে

আমাদের কি সম্মান নাই

বিদেশীরা এসব নিয়ে

বললে কথা দুঃখ পাই।

এফবিআইটা কেডা আবার

ইজ্জত ধইরা টানছে

রাজা করছে চুরি শুইনা

তেলাপোকা কানছে।

২/৪/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৬৬

জাগো জাগো আবার জাগো শিল্পী কবি ছড়াকার

দাও তাড়িয়ে এদেশ থেকে হাজার রকম অনাচার।

দাও জাগিয়ে বীর জনতা

গড়তে বলো ফের একতা

জনগণতো সবই পারে, রুখতে পারে স্বৈরাচার।

জনগণকে দাও জাগিয়ে, বলো দরকার লড়া তার।

নইলে জুলুম বাড়বে আরো, পোক্ত হবে স্বৈরাচার।

দাও ছড়িয়ে এই বারতা

আকড়ে ধরো ফের সততা

নয় হারাবে স্বাধীনতা এবং নিজের অধিকার।

৩/৪/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৬৭

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৬৮

জেলে আনা দরকার ছিল

জেলে এনেছি

ফাঁসি দেয়া দরকার ছিল

অনেক ভেবেছি।

এই মুহূর্তে ফাঁসি দিলে

মানবে না তা জনতা

যেতে পারে সাধের গদী

এতো মজার ক্ষমতা।

দেশে থাকলে ভয় আছে

জ্বলতে পারে আগুনও

বিদেশ থাকলে টিকতে পারি

এই বসন্ত ফাগুনও।

ছেলের মত বিদেশ যাও

দরকার হলে মায়না নাও

দেশে ফেরার কাম নাই

গদীর কোন দাম নাই।

জান বাঁচানো আগে ফরজ

তুমি করো বাঁচার গরজ।

৩/৪/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৬৯

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৭০

যা লিখি তাই ছড়া হয়

কিছু ছড়া পড়া হয়

কিছূ ছড়া কড়া হয়

কিছু ছড়া মরা হয়।

কিছু ছড়া তাজা হয়

কিছু ছড়া রাজা হয়

কিছু চাল ভাজা হয়

কিছু ছড়ার সাজা হয়।

কিছু ছড়া জেলে যায়

কিছু ছড়া গুলি খায়

কিছু ছড়া বাসি হয়

কিছু ছড়ার ফাঁসি হয়।

কিছু ছড়া জিতে যায়

ইতিহাসে নাম পায়।

কিছু ছড়া শহীদ হয়

আল্লাহর প্রিয় হয়।

কিছু ছড়া আনে জয়

কিছু ছড়া গাজী হয়।

৪/৪/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৭১

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯২

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৭৩

জামাত শিবির জঙ্গী এখন

মাদরাসাতে হয় না

জঙ্গীতো নয় আলাউদ্দিন

মোল্লাবাড়ির ময় না।

জঙ্গী হয়ে স্বামী মারে

স্নিগ্ধা রানী সরকার

রথীশ বাবু মারা তার

খুবই ছিল দরকার।

ভেবেছিল পরকিয়ায়

থাকবে মহা সুখে

কে জানতো নরকিয়া

ভাসবে চোখে চোখে।

রথীশ বাবু খুন হয়েছে

জঙ্গী জামাত হাতে

জনগণ এই প্রচারণা

তোলেনিতো পাতে।

নিজের ঘরেই খুন হলো

বউয়ের হাতে বাবু

হিন্দু মেয়েও জঙ্গী হয়

বুঝলি কিনা হাবু।

যে করে ভাই পরকিয়া

সে হয়ে যায় নরকিয়া।

আগলে রাখো নিজের হিয়া

সমাধান তো শুধুই বিয়া।

রথিশ বাবু মরবে না

জঙ্গী ভূতে ধরবে না।

৫/৪/২০১৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৭৪

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৭৫

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৭৬

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৭৭

কবি তো আর নবী না

আকাশের গোল রবি না

দেয়াল ভরা ছবি না

ঢাবি রাবি চবি না।

তার কথার কও দাম কি

সে কও সীতার রাম কি?

তার কথায় কেন কান দাও

তাইরে নাইরে গান গাও।

আমের গাছে আম নাই

আন্দোলনের কাম নাই।

মায়ের পোলার দাম নাই?

তোর হাতে কি খাম নাই?

এই নে খাম তা ধিন ধিন

মোটা দেখে গদী কিন

সোনা ময়না ঘুম যাও

ঘুমের আগে কলা খাও।

৬/৪/২০১৮। ৭:৩০মি।

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৭৮

যাদের জন্য লিখি ছড়া

তারা কি তা পড়ে না

গাছের পাতা নড়েচড়ে

তারা কেন নড়ে না।

নাকি ভাবে নূহু নবীর

প্লাবন আবার আসবে

সর্বনাশা বন্যায় আবার

সব নাফরমান ভাসবে?

তাও যদি হয় নূহু নব্রীর

নৌকা আবার লাগবে

তা না হলে মরার দলে

আতর টুপিও থাকবে।

৬/৪/২০১৮। রাত ৮:০০মি

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৭৯

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৮০

কবির চোখে ছবির মতো দেখছি ভবিষ্যৎ

কারা যেনো দাসখতে হায় দিচ্ছে দস্তখত।

ভগীরথির জলগুলো আজ বুড়িগঙ্গায় ভাসে

আবার শুনি কারা যেনো আঁধার রাতে হাসে।

ঢাকা যেনো মুূশিদাবাদ, বেলকনিতে দাঁড়িয়ে

অবাক হয়ে দেখে হায়রে স্বাধীনতা যায় হারিয়ে।

ওদের গায়ে ঢালতো যদি শুধুই গরম জল

স্বাধীনতা এমনি করে হয়না সেদিন রসাতল।

ফেলানীর ওই লাশের ওপর উড়ছে শকুন আজ

স্বাধীনতা খুবলে খাওয়াই এই শকুনের কাজ।

এর ফলে যে দুশো বছর গোলাম হয়ে থাকতে হয়

এই কথাটা তুমিই বলো, কে সবারে বুঝিয়ে কয়।

৭/৪/২০১৮। ০. ৮ মিঃ।

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৮১

আমার দেশে আমি করি চুরি

তুই কওয়ার কে ডজন নাকি কুড়ি।

চুরি করলেই বলে আমি

করছি নাকি দুর্নীতি

আমি চলবো তোর কথায়

মানবো নাকি তোর নীতি?

তাই দিয়েছি রাজাকারকে

জেল জুলুম ও ফাঁসি

স্বাধীনভাবে করবো চুরি

এবার রাশি রাশি।

ব্যাংক বীমা সব করবো উজাড়

রাষ্ট্রীয় ব্যাংক হোক না লুজার

নিজের লাগবো, দাদার পূজার।

খুশি আমি মাসী

যে যা বলার বলুক লোকে

দেশী বিদেশবাসী।

সব অভিযোগ উড়িয়ে দেবো

একটু মুচকি হাসি।

হাসি দেখে বুঝবি কি তুই

আমিই সর্বনাশী?

রাজাকারের পুত

চোরের সাথে লাগতে আসার

তাড়াও মাথার ভূত।

৭/৪/২০১৮। রাত ২:৫০ মিঃ।

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৮২

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৮৩

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৮৪

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৮৫

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৮৬

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৮৭

কোটা সংস্কার লোটায় ভর

কোটা খাবে দুধের স্বর।

কোটার মধু ফোটায় ফোটায়

ঝুলবে সকল ফলের বোটায়।

উপজাতি কোটা লাগবে

মুক্তিযোদ্ধা কোটা লাগবে।

কোটা লাগবে লীগের

তারাই প্রিয় বিগের।

কোটা শুধু লাগবে না

কোটা আরো বাড়বে।

জনগণের ভাগ্য সবই

আপন লোকে কাড়বে।

ব্রিলিয়ানরা বুদ্ধিমান

চলতে ওরা পারবে

আমার নাতি হাবাগোবা

কেন তাকে মারবে।

কোটা আছে বলেই আমরা

আজো দুটো খাই

কোটার মত মজার খানা

আরতো কোথাও নাই।

৭/৪/২০১৮। রাত ১০ টা।

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৮৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৮৯

বাংলাদেশের মানুষ আমি

বাংলাদেশে বাড়ি

নানা সময় আমার স্বদেশ

পরে নানান শাড়ি।

সর্ষে ফুলের হলুদ শাড়ি

পরে কিশোরীরা

চোখ ধাঁধাঁনো সে রূপ মানুষ

দেখে ফিরা ফিরা।

ধানের ক্ষেতে সবুজ শাড়ি

হালকা বায়ে দোলে

ছোট্ট শিশু দুধ খায় যেনো

বসে মায়ের কোলে।

সোনার ফসল পাকে যখন

ঝুমকো লতা হয়

খুশির গোপন কথা যেনো

কানে কানে কয়।

পলাশ শিমুল মাথায় পরে

রক্তবরণ ফিতা

বেত ফলেরা ঝুলে যেনো

ট্রফি পেলো জিতা।

রূপের গেরাম রূপের শহর

ভাসে মেঘের ভেলা

ফেরেশতারা নীল আকাশে

করছে যেনো খেলা।

আমার স্বপ্ন আশাগুলো

উড়তে সদা চায়

মিষ্টি মনের মানুষগুলোর

শিকল কে দেয় পায়।

৮/৪/২০১৮। রাত ১:৩৩ মিঃ।

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৯০

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৯১

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৯২

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৯৩

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৯৪

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৯৫

মধ্যরাতে হঠাৎ হীরা ছুটে এলো কোত্থেকে

বললো এসে, ছুটে এলাম মামা টানা রোদ থেকে।

বললাম হীরা, গভীর রাতে রোদ পেলি তুই কই?

হীরা বললো, পড়ে দেখো দিন বদলের বই।

বুঝলাম, হীরার মাথা এবার পুরোপুরিই গেছে

কোথায় ছিলি এ কটা দিন,বলতেই বলল, মেছে।

বললাম হীরা, উল্টাপাল্টা কথা এবার ছাড়

নইলে এবার খাবি ঠিকই আচ্ছা রকম মার।

আগে দেশের খবর জানো, পরে বলো ভুল

আমি কিছু বললেই বলো আর মারিস না গুল।

স্বাধীনতার পক্ষে গেলে আলীগ তাকে ছাড়ে না

তাদের সাথে অত্যাচারে রাজাকারও পারে না।

স্বাধীনতার পরে প্রথম বন্দী কে হয় জানো?

রাজাকার না, আল বদর না, মুক্তিযোদ্ধা মানো?

মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশ করেছে স্বাধীন

তারা সবাই যুক্ত ছিল নয় সেক্টরের অধীন।

এক সেক্টরের সেনাপতি ছিলেন মেজর জলীলে

তারেই প্রথম বন্দী করলো লেখা আছে দলীলে।

মুক্তিযোদ্ধা নিরাপদ নয় আওয়ামী লীগের হাতে

মুক্তিযোদ্ধা ফারুক রশীদ তাই ফাঁসি পায় রাতে।

লড়াই মোটে করেন নাই, মুক্তিযোদ্ধা সাজেন

মুক্তিযোদ্ধা ফাঁসি দিয়ে আরামে দাঁত মাজেন।

লড়াই করা দূরের কথা মুক্তিযুদ্ধ দেখেন নাই

তার মেয়ে কয় আমিও মুক্তিযোদ্ধার সনদ চাই।

বললাম হীরা, থামবি এবার পাগলের এ দেশ না

হীরালাল কয় হেসে মামা, এখানেই তো শেষ না।

৯/৪/২০১৮। দুপুর ১২ টা।

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৯৬

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৯৭

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৯৮

আসাদ বিন হাফিজ এর ছড়া-৯৯৯

আসাদ বিন হাফিজ এর ছড়া-১০০০

 

 

No comments

Powered by Blogger.