আসাদ বিন হাফিজ এর ১০০ গানঃ ০১-১০০

 


আসাদ বিন হাফিজ এর গানঃ ০০১

ওরে আমার যাদুমনি

ওরে আমার যাদুমনি, আমার সোনার চান

তুই যে আমার চোখের মনি, আমার জানের জান।

 

মধুর চেয়ে মিষ্টি যে তোর আধো আধো বোল

তোর হাসিতে উপচে পড়ে বিশ্ব জয়ী রোল

তুই যে আমার মানিক রতন পরাণের পরাণ।

 

যখন তোরে বুকে ধরি, চুম আঁকি অই মুখে

(আমার) বুক ভরে যায় অপার হে, ভালবাসার সুখে

কঁচি হাতের মুঠোয় কি তোর সোহাগ অফুরান।

 

এত আদর, এত সোহাগ, ভালবাসার বান

কোথা থেকে আনলি রে তুই পিউ পাপিয়ার গান

(আজ) তোর ছোঁয়াতেই আমার এ ঘর বেহেশতী বাগান।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০০২

আজকে যদি থাকতো কায়েম

আজকে যদি থাকতো কায়েম

খোদা তোমার দ্বীন

থাকতো না আর জুলুম শোষণ,

মিথ্যা পাপের চিন ॥

 

ঘুষ ছাড়া আজ হয় না কোন কাজ

ঘুষ নিতে তো তারাই পেতো লাজ

ভাবতো খাদেম জনগণের

তারা নিশিদিন ॥

 

দেশের শাসক যারা তাদের

মনে তোমার ভয়

থাকলে পুকুর চুরির চিন্তা

ছাড়তো সুনিশ্চয় ॥

 

উন্নয়নের সিংহ বাজেট তার

করতো নাতো পকেট ভারী আর

কালো টাকা, অস্ত্রবাজি

সবই হতো লীন ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০০৩

আমার দেশের মানুষ খোদা

আমার দেশের মানুষ খোদা

বড়ই সরল সোজা

এদের তুমি দিওনা খোদা

কঠিন কোন বোঝা ॥

 

মনের খবর তুমিই জানো সব

ডাকে তোমায় মাওলা, মাবুদ, রব

পার করে দেয় জীবন তরী,

ডেকে বদরুদ্দোজা ॥

 

এক বেলা খায় আর বেলা তার

আহার জুটেনা

কচি কচি শিশুর মুখে

হাসি ফুটে না।

 

তবু তোমায় মানে মালিক, প্রভু

বেশী কিছু চায় না এরা কভু

কঠিন শ্রমে, রৌদ্রে, ঘামে

তবু রাখে রোযা ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০০৪

দ্বীন কায়েমের পন্থা নবীর

দ্বীন কায়েমের পন্থা নবীর

শোন দ্বীনের ভাই

দ্বীন বিজয়ের সঠিক পথের

খবর বলে যাই ॥

 

পেটে যদি বাঁধতে পারো পাথর

খেতে পারো বৃক্ষ পাতা, কাঁকর

দ্বীনের বিজয় আটকে রাখে শক্তি এমন নাই ॥

 

ভর সভাতে দাঁড়িয়ে তুমি

বলতে যদি পারো

উপাস্য নেই আল্লা ছাড়া

দিন দুনিয়ায় কারো।

ঈমান আনো, নয় জিজিয়া দাও

বাঁচার জন্য নয় হাতিয়ার নাও

এ তিন ভিন্ন ফয়সালার আর অন্য পন্থা নাই ॥

 

হোক না হাজার শত্রু, তুমি

হওনা তিনশো তেরো

অস্ত্র ওদের অঢেল, তবু

পেছন নাহি ফেরো

তোমার অস্ত্র অটল ঈমান

ভরসা আল্লা রহীম রহমান

সে পথ ছাড়া দ্বীন বিজয়ের অন্য পন্থা নাই ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০০৫

নানান পাপে মগ্ন থাকি

নানান পাপে মগ্ন থাকি

আমরা রিপুর রোগী

বার মাইস্যা রোগে আমরা

সারা বছর ভোগী ॥

 

দেহ মনে হাজারো রোগ

সারাতে সে মনের অসুখ

এলেন ধরায় দয়াল নবী

সঙ্গে সহযোগী ॥

 

প্রেসক্রিপশন দিলেন এনে

তোমার কোরানখানি

তোতাপাখীর মত পড়লাম,

মানে নাহি জানি ॥

 

কাজ হলো না কোন তাতে

আজো রইলাম হাড়-হাভাতে

রোগের মলম কেউ দিলনা,

কোন সাধক যোগী ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০০৬

নামাজ পড়ো, রোজা করো

নামাজ পড়ো, রোজা করো,

করো দ্বীনের কাজ

খোদার হুকুম কায়েম করো,

ধরায় খোদার রাজ ॥

 

শাসক বানাও এমন যেন,

হয় সে খাদেম রোজ

কোথায় কষ্ট, দুঃখ কোথায়,

করে নিজেই খোঁজ

হাত গুটিয়ে পালায় যেনো,

সকল জুলুমবাজ ॥

 

নিজকে যারা দাবী করো

নবীর উম্মত বলে

ভেবে দেখো তোমার পা কি,

নবীর পথে চলে

 

রোজ কি তুমি সঠিকভাবে

কোরান হাদীস পড়ো

খোদার বান্দা তুমি কি আজ

গোলামী তার করো

খোদার পথে রয় কি অটুট

তোমার ঈমান আজ ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০০৭

বিষ্টি আসে ঝুমুর ঝুমুর

বিষ্টি আসে ঝুমুর ঝুমুর বাজিয়ে নূপুর পায়

বিষ্টি আসে হাওয়ায় ভেসে ময়ূরপ´খী নায়।

তাল সুপারি গাছের ডালে

বাঁশবাগানে ক্ষেতের আলে

বিষ্টি আসে মিষ্টি হেসে সবুজ বরণ গাঁয়।

 

বিষ্টি আসে জাগে আবার মাঠের মরা ঘাস

বিষ্টি আসে কিষাণ বধুর মনে জাগে আশ।

ধানের ক্ষেতে খেলার মাঠে

শান বাঁধানো পুকুর ঘাটে

বিষ্টি পড়ে হাটুরিয়ার আদুল করা গায়।

 

বিষ্টি আসে মিষ্টি মধুর আবেশ ছড়িয়ে

বিষ্টি আসে রাখাল ছেলের হৃদয় ভরিয়ে।

টিপটিপাটিপ টিনের চালে

বিষ্টি পড়ে তালে তালে

পথের পানে উদাস চোখে গাঁয়ের বধু চায়।

 

বিষ্টি আসে তাইতো হাসে গাঁয়ের সবুজ বন

বিষ্টি আসে পল্লী বধুর রাঙে অবুঝ মন

বিষ্টি পড়ে ছন্দ তালে

মেঠো পথে ডোবা খালে

বিষ্টি পড়ে আলতো ছোঁয়ায় আলতা রাঙা পায়।

 

বিষ্টি আসে দৃষ্টি কাড়া আউল বাউল বায়

বিষ্টি আসে হাটে মাঠে ঘাটে বাঁধা নায়।

লাউয়ের ডগায় কুসুমবাগে

মরা গাছে জীবন জাগে

খোদার রহম ছড়িয়ে পড়ে বাংলাদেশের গাঁয়।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০০৮

বিসমিল্লাহ বলো

বিসমিল্লাহ। বলো, বিসমিল্লাহ।

তব নামে কাজ শুরু করি আল্লাহ ॥

 

হোকনা সে কাজ যত ছোট আর বড়

আল্লার নাম নিয়ে কাজ শুরু কর

কাজে কামে বরকত দেবেন আল্লাহ ॥

 

ঘুম থেকে উঠে যখন করবে অজু

বিসমিল্লাহ বলে মন করবে রুজু

যখন পড়বে কোরান বল বিসমিল্লাহ ॥

 

তারপর পড়া শুরু করবে যখন

বিসমিল্লা বলে শুরু করবে তখন

খাওয়া  শুরুর আগে বল বিসমিল্লাহ ॥

 

ইস্কুলে যেতে বলো বিসমিল্লাহ

খেলা শুরু করো বলে বিসমিল্লাহ

সারাদিন সব কাজে বিসমিল্লাহ ॥

 

বিসমিল্লাহ। বলো, বিসমিল্লাহ

তব নামে কাজ শুরু করি আল্লাহ ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০০৯

সত্যি যদি মনের থেকে

সত্যি যদি মনের থেকে

চাও বিজয়ী দ্বীন

অনড় থেকো দ্বীনের পথে

চির আপোষহীন ॥

 

নীতির সাথে করলে আপোষ

নীতিহীনের কি বলো দোষ

তোমার বিজয় এই তো জানি,

হওনি নীতিহীন ॥

 

যতই তুমি শান্তনা চাও

নানান বাহানায়

বিবেক তোমায় করবে তাড়া

মনের কারখানায়।

 

স্বার্থ চিন্তা, লোভের জাল

আনবে কুমীর কাটলে খাল

দ্বীনের বাতি থাকবে না আর

আলোয় অমলিন ॥

 

ভয় ভীতি আর মোহ মায়া

সরায় খোদার রহম ছায়া

কেমনে তুমি করো আশা

কায়েম হবে দ্বীন

অনড় থেকো দ্বীনের পথে,

চির আপোষহীন ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০১০

হালাল কামাই খাওরে সবে

হালাল কামাই খাওরে সবে,

হালাল রুজি খাও

নইলে তোমার নামাজ রোযা

সবই যাবে ফাও ॥

 

এবাদত বন্দেগী যত

কর তুমি অবিরত

কবুল হবে না আল্লা

বলে দিলেন তাও ॥

 

কোরান হাদীস বলছে কামাই

করো হালাল রুজি

পরকালে এটাই হবে

তোমার বড় পুঁজি।

 

নাপাক দেহে হয় না এবাদত

হারাম পথে রয় না শরিয়ত

ইহ পরকালের ভালাই

নাওরে বেছে নাও ॥

হালাল কামাই খাওরে সবে,

হালাল রুজি খাও।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০১১

উসওয়াতুন হাসানা তুমি

উসওয়াতুন হাসানা তুমি, নবী আলামীন

মানুষের সেরা আদর্শ তুমি, তুলনাবিহীন ॥

সুনীল আকাশে যত উল্কা ছুটুক

সহসা আলোর যত ফোয়ারা ফুটুক

উল্কার আলোতে রাত সরে না,

সূর্যের আলো আনে সোনালী সুদিন ॥

 

কত জন হাতে গড়ে কাগজের ফুল

নেই তাতে সুগন্ধ, ভুল সবই ভুল

কাগজের ফুলে কভু মন ভরে না,

গোলাপের ঘ্রাণ আনে প্রেম চিরদিন ॥

 

নাবিকেরা ধ্র“বতারা খুঁজে নীল আকাশে

যদিও হাজার তারা সেথা রোজ ভাসে

তারারা পথের দিশা দেয়না কভু,

নাবিকেরা সেই কথা জানে চিরদিন ॥

 

হাজার নেতারা আসে, নানা মতবাদ

হৃদয়ের সুখ যত করে বরবাদ

মানুষের মতবাদে মন ভরে না,

তোমার জীবনে খুঁজি মানুষের চিন ॥

 

উসওয়াতুন হাসানা তুমি, নবী আলামীন

মানুষের সেরা আদর্শ তুমি, তুলনাবিহীন ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০১২

এই দেহ পাক কাবা ঘর

এই দেহ পাক কাবা ঘর,

পোড়া মন তুই নামাজ পড়

পাপ সায়রে দিসনে সাঁতার,

নাপাক হবে নবীর ঘর ॥

 

চাস যদি তুই সাফায়াত

নবীর তরীক দিবস-রাত

রাখিস ধরে শক্ত করে,

পড়বি খোদার কালাম পড় ॥

 

এই কালামেই পাবিরে তুই

জীবন পথের দিশা

এই কালামেই মিটবে রে তোর

জীবনের সব তৃষা।

 

সঠিক ভাবে কোরান হাদিস

তুই যদি রে মানতে পারিস

থাকবে নারে দুঃখ ব্যথা,

ভয় ভাবনা, কোনই ডর ॥

 

এই দেহ পাক কাবা ঘর,

পোড়া মন তুই নামাজ পড়

পাপ সায়রে দিসনে সাঁতার,

নাপাক হবে নবীর ঘর ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০১৩

গোমরাহী পথ ছেড়ে দিয়ে

ও মন, গোমরাহী পথ ছেড়ে দিয়ে

বাস্ নবীরে ভালো

তোর, মনের আঁধার দূর করে নে,

দিয়ে দ্বীনের আলো ॥

 

হিংসা দ্বেষ লোভ লালসা

মনের যত পাপ

পারবে না আর বাধতে বাসা

সেসব কাল সাপ

পালিয়ে যাবে দূর বিজনে,

রাতের গভীর কালো ॥

 

ফুলকলিরা পাপড়ি মেলুক

নতুন আলোক আশায়

হাসি গানে বিশ্ব আবার

ভরুক ভালবাসায়।

 

জোয়ার আসুক হাসি খুশীর

প্রেমে ভাসুক হৃদয় অধীর

দীল কাবাতে নবীর নূরের

আলোর প্রদীপ জ্বালো ॥

 

ও মন, গোমরাহী পথ ছেড়ে দিয়ে

বাস্ নবীরে ভালো

তোর, মনের আঁধার দূর করে নে,

দিয়ে দ্বীনের আলো ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০১৪

নবী তোমার দ্বীনের নিশান

নবী তোমার দ্বীনের নিশান কোথায় গেলে পাই

আমি খুঁজে মরি তাই, আমি খুঁজে মরি তাই ॥

পীর বাবাজী পথ দেখাবে, গেলাম পীরের বাড়ি

তার গদীর জৌলুস দেখে অবাক হলাম আমি ভারী।

তোমার ছিল খেজুর পাতার চাটাই

ওসব এরা করছে সবই ছাটাই

গড়ছে দেখি বিশাল মহল, কিনছে নতুন গাড়ী

শুধু দ্বীন কায়েমের আন্দোলনের কর্মসূচী নাই

দ্বীন কায়েমের আন্দোলনের সবক কোথা পাই ॥

 

সাহস করে গেলাম আমি দরগা এবং মাজার

নজর-নিয়াজ, তবারক আর জমল আসর গাজার।

নেশা তুমি করলে হারাম, এদের নেশা চাই

চোর বাটপার, খুনে ডাকাত কারো অভাব নাই

শুধু মর্দে মুমীন মুজাহিদের দেখা মেলে নাই ॥

চিল্লা দিতে গেলাম আমি ছেড়ে আপন ঘর

দোয়া দরুদ শিখলাম অনেক, আপন করলাম পর।

দোয়া আছে, দরুদ আছে, খালেদ মুসা নাই

সবই আছে, দ্বীন কায়েমের কর্মসূচী নাই ॥

 

হঠাৎ শুনি উঠল হেঁকে যুগের মুয়াজ্জিন

এক ইলাহের গোলাম আমি, মানবো তারই দ্বীন।

আল জিহাদের ডাকে এসো হাতে মিলাই হাত

মাযহাবী লা-মাযহাবী সব গড়ো এক জামাত।

শামিল হলাম সেই জামাতে, নাই ভেদাভেদ নাই

কাতার বেঁধে দৃপ্ত পায়ে যাই এগিয়ে যাই ॥

আসলো বাঁধা, আসলো সমর

আসলো ওহোদ, আসলো বদর

রক্তে গড়া এই কাফেলায় লক্ষ মুজাহিদ

তবু জাগে দৃপ্ত তেজে হারাম করে নিঁদ।

বুকের তাজা খুন বিলাতে কসুর করি নাই

এই জমিনে শুয়ে আছে হাজার শহীদ ভাই ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০১৫

 

আসাদ বিন হাফিজ এর গানঃ ০১৬

ফাঁকি দিয়া যাই কিছু হোক

ফাঁকি দিয়া যাই কিছু হোক প্রেম তো চলে না

আগুন ছাড়া কোন দিনই মোম তো গলে না ॥

মিঠে কথায় ভিজে না রে চিড়া

মাথার দিব্বি, যতই কাটো কিড়া

শুধু কথায় প্রেমের চেরাগ কভু জ্বলে না ॥

 

মুখে বল তোমরা সবাই

নবীর আশিক কূল

কিন্তু যতই দেখি আমার

মনে হয় সব ভুল।

কেইবা মানো নবীর হুকুম আজ

নিজের ইচ্ছায় চলো, করো কাজ

কেমনে বুঝি নবীর প্রেমে তুমি দিওয়ানা ॥

 

মুখে বল ভালবাস, কাজের বেলায় ভিন্ন

হায় দরদী, ভালবাসার এই কি তব চিহ্ন।

চাও যদি তাঁর ভালবাসা, পন্থা ছাড়ো সর্বনাশা

তাঁর প্রেমে ডুব দাওরে তুমি, তাঁর নামে হও ফানা ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০১৭

বড় মাছ গিলে খায়

বড় মাছ গিলে খায় ছোট ছোট মাছ।

টোকা দিলে ভেঙে যায় জানালার কাঁচ ॥

মাটির সাথে যার নেই সংযোগ

জীবন চলার পথে পায় দুর্ভোগ

কাকেরা হয় না ময়ূর করে যত সাজ ॥

 

মানুষ মারার কল বানায় মানুষ

মার খায় তবু তার হয় না রে হুশ।

 

আসল নকল শুধু করে একাকার

বোকার মত ধোঁকা খায় বার বার

সোনা ভেবে যারে ধরে সেই ধড়িবাজ ॥

 

হেরার আলোক শুধু পারে বাঁচাতে

রাসূলের প্রেম শুধু পারে হাসাতে

ঝঞ্ঝা প্রলয় রুখে বাঁচে বটগাছ ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০১৮

ভালবাসি বললে কি আর

ভালবাসি বললে কি আর

হয়রে ভালবাসা

নাইবা যদি ছাড়তে পারো

নিজের ইচ্ছা, আশা ॥

 

প্রেম করেছে যে জন শোন তার

নিজের বলে রয় না কিছু আর

নইলে প্রেমের পায় না সোনা,

হাতায় তামা, কাসা ॥

 

যাঁর সনে প্রেম তাঁর সে কথার

দাম যদি না দাও

তাঁর ইশারায় নিজের জীবন

না যদি সাজাও।

 

কেমনে ভাবো তারে তুমি পাবে

মিথ্যে আশা, শুধুই হোঁচট খাবে

ব্যর্থ সবই, জীবন যৌবন,

অলীক, সর্বনাশা ॥

 

তাইতো বলি ছাড়ো মুমীন

রাসূল প্রেমের ভান

সত্যিকারের প্রেম দিয়ে ফের

সাজাও নিজের প্রাণ।

 

তাঁর যা নিষেধ ছাড়ো সেসব আজ

তাঁর পছন্দেই করো সকল কাজ

তাঁর ইশারায় ফুটুক তোমার

কান্না এবং হাসা ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০১৯

ভাষা আমার কন্ঠ জুড়ে

ভাষা আমার কন্ঠ জুড়ে

রইবে আহা যতদিন

বক্ষে আমার মুহাম্মদের

রইবে সানা ততোদিন ॥

 

খোদার হাবীব প্রিয় নবী

বক্ষে আমার তাঁহার ছবি।

 

এই দুনিয়ার রহম তিনি

রাহমাতুল্লিল আলামীন

আমার প্রেমের লক্ষ গোলাপ

তাঁর প্রেমেরই রক্ত ঋণ ॥

 

খোদ খোদা তাঁর প্রেম পিয়াসী,

তাঁর প্রেমে সব দিওয়ানা

আরশ বুকে আসন তাঁহার

তাই কি গড়েন রাব্বানা !

 

ইলাহী তাঁর প্রেম পিয়াসী

আমি তো ছার দুনিয়াবাসী

তাঁর প্রেমেতে পতঙ্গবৎ

হৃদয় দিলাম নজরানা ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০২০

শাহাদাতের শিরিন শরাব

শাহাদাতের শিরিন শরাব

পান করবি কে আয়

ঐ চেয়ে দেখ লক্ষ শহীদ

ডাকছে ইশারায় ॥

 

ওরা বলছে ডেকে হেসে হেসে

আমরা আছি আলোর দেশে

বেহেশ্তী সব হুর পরীরা

মোদের গান শোনায় ॥

 

দুধের নহর, ঝর্ণাধারা

দেখে যে হই পাগলপারা

এ সুখ থুয়ে কেমনে তোরা

থাকিস দুনিয়ায় ॥

 

সে ডাক শুনে ফুল পাখিরা

শহীদ হতে মাতোয়ারা

তবু কি তুই রইবি বসে

একলা নিরালায় ॥

 

তোরা দে ঢেলে দে খুনের নহর

মুছবে রাতের আঁধার প্রহর

দ্বীনের আলো উঠবে জ্বলে

বাংলাদেশের গায়

বাংলাদেশের সবুজ জমিন

তোদেরই খুন চায় ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০২১

ঘৃণা করো কারে

ঘৃণা করো কারে, অ তুমি ঘৃণা করো কারে

ঘৃণা করো যারে সেও তো মহত হতে পারে ॥

 

পশুর মাঝে অধম কুকুর

তার মাঝেও আছে শুকুর

প্রভুর জন্য সেই কুকুরই

জীবন দিতে পারে ॥

 

যেই মানুষে নিজের প্রভুর হুকুম জানে না

যেই মানুষে জেনেও খোদার হুকুম মানে না

সেই মানুষ কি এই কুকুরের

সমান হতে পারে ॥

 

কুকুর জেগে প্রভুর বাড়ি

দেয় পাহারা রোজ

হায়রে মানুষ খোদার হুকুম

করলি না তুই খোঁজ

এমন অধম অকৃতজ্ঞ

কেউ কি হতে পারে!

 

ঘৃণা করো কারে, অ তুমি ঘৃণা করো কারে

ঘৃণা করো যারে সেও তো মহত হতে পারে ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০২২

রক্ত দিয়ে লিখেছি এবার

রক্ত দিয়ে লিখেছি এবার

রক্তে রাঙা নাম

প্রতিবাদ নয়, সামনে শুধু

প্রতিরোধ সংগ্রাম ॥

 

আমার মায়ের বুক ভাঙলো যারা

আমার ভায়ের খুন কাড়লো যারা

সময় হয়েছে তার বুঝে নিতে

প্রতিশোধ-প্রতিদান ॥

 

রক্তের দামে চাই ফুলেল জীবন

রক্তের দামে চাই খোদায়ী শাসন

মানুষের অধিকার এনে দেবে

আমাদের রক্ত ও ঘাম ॥

 

খুনের দরিয়া যত বাড়ছে বাড়ুক

বাধার পাহাড় যত আসছে আসুক

রক্তের দামে তবু গড়বোই

এ দুনিয়া জাহান ॥

 

খুনের দরিয়া দেখে নাই কোন ভয়

সংগ্রাম এনে দেবে আমাদের জয়

মুক্তির পথে তাই দুঃসাহসে

দৃপ্ত এ পা বাড়ালাম ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০২৩

মানুষ তুমি মানুষ না হয়ে মরো না

মানুষ তুমি মানুষ না হয়ে মরো না

সুরতে মানুষ হলে

অমানুষ তুমি থেকো না ॥

 

ভাবোতো কোথায় ছিলে দুদিন আগে

ফিরবে কোথায় যদি দু'চোখ মুদে

ধরাতে এসেছো কেন

ভুলে যেয়ো না ॥

 

তোমার জীবন তো নয় পশুর মতন

তোমার জীবন সে তো অরূপ রতন

তোমার ছোঁয়াতে বানাও

নিখাদ সোনা ॥

 

তুমিই শ্রেষ্ঠ সকল জীবের মাঝে

তোমার মহিমা ফুটুক সকল কজে

জীবন কর্মে কভু

কালিমা মেখো না ॥

 

ফেরেশতা লিখিছে সদা তোমার হিসাব

জীবন গড়ার তরে পেয়েছো কিতাব

তুমিই খলিফা খোদার

ভুলে যেয়ো না ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০২৪

আমার এ মন চায় যে শুধু

আমার এ মন চায় যে শুধু

একটি নিটোল মন

যে মন আমায় রইবে ঘিরে

সদা সারাক্ষণ ॥

 

আমার হাসি কান্নাতে

ভালবাসার পান্নাতে

যে মন সদা সাজায় নিজের,

মন মহুয়ার বন ॥

 

পাপিয়া গায় পিউ পিউ,

কোকিল ডাকে কুহু

ও মন ছুতে কেউ গেলে সে,

বলে উঁহু, উঁহু।

 

বিষ্টি ঝরা মিষ্টি রাতে

ও মন থাকে আমার হাতে

মনের মত মন দিলে যে,

যায় পাওয়া সে মন ॥

 

আমার এ মন চায় যে শুধু

একটি নিটোল মন

যে মন আমায় রইবে ঘিরে

সদা সারাক্ষণ ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০২৫

মগবাজারে মগেরা আর  বাস তো করে না

মগবাজারে মগেরা আর

বাস তো করে না

মধুবাগে কেউ আর মধুর

চাষ তো করে না ॥

 

রাজারবাগে রাজা নেই

আরামবাগে আরাম নেই

কাঠালবাগান কাঠাল কেউ

চাষ তো করে না ॥

 

হাতিরপুলে নেই তো হাতি,

মালিবাগে মালী

মৌচাকে নেই মধুর চাক,

নামের বাহার খালি।

 

বাংলা মটর, মটর নয়

ফার্ম গেটও গেট নয়

রামপুরাতে রাম রাজত্ব

আর তো চলে না ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০২৬

না না না, মানাবো না আর কোন পরাজয়

না না না, মানাবো না

আর কোন পরাজয়

আমরা সবাই বীর সেনানী

বিপ্লবী নির্ভয় ॥

 

ওরা আমাদের মারবে মারুক,

মৃত্যুতে নিঃশেষ

উল্টে গেলেও বিশ্ব ভুবন

করবো না বিশ্বেস

মৃত্যু মানেই বিজয় সোপান,

মৃত্যু মানেই জয় ॥

 

মরেও অমর শহীদী খুন

শত গুণ বলশালী

লক্ষ প্রাণে শাহাদাতের

তামান্না দেয় জ্বালি'

মরলে শহীদ, বাঁচলে গাজী

হবো সুনিশ্চয় ॥

 

না না না, মানাবো না

আর কোন পরাজয়

আমরা সবাই বীর সেনানী

বিপ্লবী নির্ভয় ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০২৭

কইরে আমার সোনা মানিক

কইরে আমার সোনা মানিক,

দেশের সেনা কইরে

তা তা থৈ থৈ নাচরে সোনা,

নাচ করে পই, পইরে ॥

 

আসুক যত প্রলয় ঝড়

ভয় কিরে তোর, কিসের ডর

তোল জোরে হাক, দুন্দুভী ডাক,

বল জোরে হৈ, হৈ রে ॥

 

শত্র“ আসুক আসুক গোলা

জীবন মরণ আপনভোলা

হাক দে জোরে, কই দুশমন,

কইরে ওরা কইরে ॥

 

কইরে আমার সোনা মানিক,

দেশের সেনা কইরে

তা তা থৈ থৈ নাচরে সোনা,

নাচ করে পই, পইরে ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০২৮

কাইন্দ না মা জননী গো

কাইন্দ না মা জননী গো,

কাইন্দা কি আর হয়

তোমার ছেলে মরেনি মা,

এরেই শহীদ কয় ॥

 

এমন মরণ কত জনই চায়

ভাগ্যবানেই এমন মরণ পায়

শহীদরা তো মরেনা মা,

আল কোরানে কয় ॥

 

উঠলে সুরুজ ডুবে মাগো

রোজই সন্ধ্যে বেলা

এই দুনিয়ার জীবন তো মা,

দু'দিনেরই খেলা।

 

আজ না হয় কাল যেতে হবে

কান্দো কেনো মাগো তবে

যার মানুষ সে নিয়ে গেছে,

তোমার কিসের ভয় ॥

 

তোমার ছেলে মরেনি মা, করছে জীবন জয়

দ্বীনের তরে নবীর নাতিও মাগো শহীদ হয়।

 

শোননি মা ইমাম হোসেন

কারবালাতে শহীদ হলেন

মা ফাতেমার মতো তুমিও

শোককে করো জয় ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০২৯

আমার একটা সোনার মানুষ চাই

আমার একটা সোনার মানুষ চাই রে মনা ভাই,

আমার একটা সোনার মানুষ চাই।

যেই মানুষটার শরীর জুড়ে হারাম রক্ত নাই ॥

পরের হকে যেই মানুষটা নজর করে নাই ॥

 

সুন্দর সুন্দর জামা কাপড়,

বড় অফিসার

ঘুষের টাকায় চালায় যারা

আপন ঘর-সংসার

সেই মানুষের কোন দরকার

নাই রে মনা ভাই ॥

 

লেখা পড়া করে যারা

জর্জ ব্যারিষ্টার হয়

তাদের মনে পশু স্বভাব যদি বেঁচে রয়

সেই মানুষের কোন দরকার নাই রে মনা ভাই ॥

 

মুটে মাঝি, জেলে চাষী এবং রিকসাঅলা

কৃষক শ্রমিক, কামার কুমার এবং ঠেলাঅলা

হালাল পথে কামায় যারা গায়ে খেটে ভাই

তারা ছাড়া সোনার মানুষ কোথায় আমি পাই ॥

আমার একটা সোনার মানুষ চাই রে মনা ভাই ॥

আমার একটা সোনার মানুষ চাই।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৩০

ইচ্ছে করে হারিয়ে যেতে

ইচ্ছে করে হারিয়ে যেতে,

নাই মানা আজ নাই

ইচ্ছে করে দু'চোখ মেলে যাই হারিয়ে যাই ॥

 

এই শাল পিয়ালের বনে

আজ যাই মিশে তার সনে

দু'চোখ খুলে পরাণ ভরে অসীমের গান গাই ॥

 

ইচ্ছে করে যাই হারিয়ে মনের দুয়ার খুলি

হৃদয় ভরা দুঃখ ব্যথা সব কিছু আজ ভুলি।

সবুজ শ্যামল পাতার সনে

বলি কথা সংগোপনে

বিভোর হয়ে আপনাতে আজ তোমার দেখা পাই ॥

 

ইচ্ছে করে সব ফেলে আজ সবুজ বনে ঘুরি

ইচ্ছে করে পাখির সনে মুক্ত হাওয়ায় উড়ি।

বিল-হাওড়ে শাপলা-ঝিলে

ঘুরে বেড়াই সবাই মিলে

পাহাড় নদীর উদার বুকে প্রাণ খুলে গান গাই।

 

ইচ্ছে করে হারিয়ে যেতে, নাই মানা আজ নাই

তোমার বিশাল সৃষ্টিধারায় অবাক চোখে চাই।

ফুল পাখি আর খোলা মাঠে

প্রকৃতির এই রঙের হাটে

যেদিক তাকাই সবকিছুতে তোমার পরশ পাই ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৩১

মনের মাঠে আয়রে সবে

মনের মাঠে আয়রে সবে প্রেমের ফসল বুনি

ভবের হাটে একতারাতে প্রেমেরই গান শুনি ॥

ভালবাসার চাষ করি এই মনে

প্রেমের চারা লাগাই হৃদয় বনে

বুকের ভেতর মহব্বতের বাঝেরে ঝুনঝুনি ॥

 

মানবতার গান গেয়েছেন নবী জীবন ভর

সাদা কালো ধনী গরীব কেউ নয়রে পর।

সৃষ্টিকে তুই ভালবাসিস যদি

স্রষ্টা খুশি থাকেন নিরবধি

ভালবাসেন সৃষ্টিকে এই আল্লাহ কাদের গনি ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৩২

মানুষতো সকলেই সুখী হতে চায়

মানুষতো সকলেই

সুখী হতে চায়

কেউ খুঁজে পায় তারে,

কেউ বা হারায় ॥

 

কোথায় রয়েছে সুখ

কই তার ঠিকানা

অনেকেরই সেই কথা

হয় না জানা

সুখ পেতে গিয়ে কেউ

জীবন হারায় ॥

 

অপরকে সুখী করে

সুখ পেতে হয়

যতই বিলানো যায়

তত সুখ রয়

চাঁদেরে কিরণ দিয়ে

রবি সুখ পায় ॥

 

নদী তার জলধারা

সাগরে বিলায়

তারপর ফিরে আসে

সুখ নিয়ে হায়

অঝোরে ঝরিয়ে বাদল

মেঘ সুখ পায় ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৩৩

চাঁদ ডুবে যায়, সূর্য হারায়

চাঁদ ডুবে যায়, সূর্য হারায়,

তুমি শুধু বেঁচে থাকো চিরদিন

আমার এই বুকে, আমার স্মৃতিতে

তুমিই শুধু থাকো অমলিন ॥

 

মনে পড়ে সেদিন বাতিলের

যুক্তিজাল ছিন্ন করে টি,এস,সি হলে

খোদার অমোঘ বিধান শ্রেষ্ঠ বলে

সকলের কাছে তুমি তুলে ধরেছিলে।

যুক্তির কাছে ওরা হেরে গিয়ে বন্ধু

প্রকাশ্য দিবালোকে রেসকোর্স মাঠে

মেতে উঠেছিল হায় খুনের নেশায়

আমরা তাদের আজো ভুলি নাই,

ভুলব না কোন দিন ॥

 

ভার্সিটিতে তুমি সেরা ছাত্র ছিলে

ছাত্র শিক্ষক সকলের তুমি বড় প্রিয় ছিলে

অমায়িক ব্যবহারে সকলের মন

জয় করে নিয়েছিল তোমার নয়ন।

মানবতার জয় তুমি চেয়েছিলে বন্ধু

চেয়েছিলে দুঃখীদের মুখে শুধু একটু হাসি

তবু তোমাকে ওরা খুন করলো বন্ধু

আমরা তাদের আজো ভুলি নাই,

ভুলব না কোন দিন ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৩৪

তোমরা ভুলে গেছো

তোমরা ভুলে গেছো মালেক ভাইয়ের নাম

যে মালেক জীবন দিয়ে দ্বীনের পথে করেছে সংগ্রাম ॥

 

এখন আর পুরোনো সেই

দ্বীনের কথা মনে পড়ে না

হেঁটে সেই শহরতলী

যাবার জন্য পা তো সরে না।

এখন আর কারো কাছে

নেই হৃদয়ের এতটুকু দাম ॥

 

এখন আর উপোস দিয়ে

ভাইকে তো কেউ খেতে বলে না

এখন আর একটা শার্টে

কারো তো আর জীবন চলে না।

রাত্রি জেগে দ্বীনী ভাইকে

এখন তো কেউ লেখে না নীল খাম ॥

 

এখন আর সকাল বিকাল

হৃদয়ে কেউ স্বপ্ন আঁকে না

এখন আর ফজর পড়তে

ঘুম থেকে কেউ ডাকতে আসে না

সেই টিএসসি রমনা আছে

আজ সেখানে কেউ ফেলে না ঘাম ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৩৫

চারদিকে অনাচার

চারদিকে অনাচার, অন্যায় অবিচার,

শোষণের যাঁতাকল সমাজে

মানুষের যত পাপ, ডেকে আনে অভিশাপ,

পায় না সে নিস্তার, ক্ষমা যে।

 

বাড়ে তাতে সমাজে দুঃখ ও কষ্ট

সততার ফুলগুলো হয় তাতে নষ্ট

সুদ, ঘুষ, দুর্নীতি সময়ের খাতাতে

বেড়ে বেড়ে হয় শুধু জমা যে ॥

 

জালিম আর শোষকে, পাপী আর পোষকে

ভরে গেছে এ সমাজ দেশটা

নয় নয় ভাল নয়, এসবের পরিণতি

কোন কালে হয়নি যে শেষটা।

 

শোষণ আর অবিচার দুর্নীতি ব্যাভিচার

করো করো প্রতিরোধ আজকে

খোদাহীন শাসনের দুষ্টের লালনের

ভাঙো এই অসভ্য অনাচারী রাজকে।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৩৬

নেই সুখ শান্তি স্বস্তির লেশ নেই

নেই সুখ শান্তি স্বস্তির লেশ নেই

ক্ষোভ ঘৃণা বিদ্বেষ বিপদের শেষ নেই

চারদিকে সন্ত্রাস, নাগিনীর নিঃশ্বাস

বাড়ে ভয় হতাশার অমা যে ॥

 

অসহায় জনতা কি এভাবেই শুধু আহা

ধুকে ধুকে চিরদিন মরবে

শোষক আর প্রতারক ধোকাবাজ ঠগীদের

পাতা ফাঁদে চিরদিন পড়বে।

 

না না না আজ তাই চাই নব যুদ্ধ

ব্যাভিচার, পাপাচার হয় যাতে রুদ্ধ

যেখানেই অনাচার, সেখানেই প্রতিরোধ

নাই, নাই, নাই তার ক্ষমা যে ॥

 

মদের আখড়াগুলো দাও গুড়িয়ে

জুয়ার আড্ডাগুলো দাও উড়িয়ে

সুখময় এ সমাজ তাহলেই হবে আজ

শান্তির পায়রা পূনঃ আসবে এ সমাজে।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৩৭

ওই চাঁদ আকাশে জোসনা বিলায়

ওই চাঁদ আকাশে জোসনা বিলায়

করে না সে ব্যবধান ধনী-গরীবের।

ওই রবি হেসে হেসে রৌদ্র ছড়ায়

মানে না সে ব্যবধান জাতি-ধর্মের ॥

 

মেঘ থেকে ঝরে পড়ে বৃষ্টি

ভেসে যায় আল্লাহর সৃষ্টি

নিরবধি সুবাতাস বয়ে যায়

করে না ফারাক কোন জ্ঞানী-মুর্খের ॥

 

স্রষ্টার চোখে নেই ছোট-বড় ভেদ

তাঁর কাছে সকলে সমান।

আল্লাহর আইনে নাইকো  প্রভেদ

সহজ সরল এ খোদায়ী বিধান।

 

আল্লাহর আইন আজো দুনিয়া চালায়

রাষ্ট্রের আইন কেন মানুষ বানায়

মানুষের ছলা কলা নানান বিভেদ

আসল কারণ সব দুঃখের ॥

 

আল্লাহর কাছে এসো নত হই আজ

রাসূলের পথ ধরে করি সব কাজ

থাকবে না দুঃখ ব্যথা কষ্টের লেশ

পৃথিবীটা হয়ে যাবে বাগান সুখের ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৩৮

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৩৯

ও মন গোমরাহী পথ ছেড়ে দিয়ে

ও মন, গোমরাহী পথ ছেড়ে দিয়ে

বাস্ নবীরে ভালো

তোর, মনের আঁধার দূর করে নে,

দিয়ে দ্বীনের আলো ॥

 

হিংসা দ্বেষ লোভ লালসা

মনের যত পাপ

পারবে না আর বাধতে বাসা

সেসব কাল সাপ

পালিয়ে যাবে দূর বিজনে,

রাতের গভীর কালো ॥

 

ফুলকলিরা পাপড়ি মেলুক

নতুন আলোক আশায়

হাসি গানে বিশ্ব আবার

ভরুক ভালবাসায়।

 

জোয়ার আসুক হাসি খুশীর

প্রেমে ভাসুক হৃদয় অধীর

দীল কাবাতে নবীর নূরের

আলোর প্রদীপ জ্বালো ॥

 

ও মন, গোমরাহী পথ ছেড়ে দিয়ে

বাস্ নবীরে ভালো

তোর, মনের আঁধার দূর করে নে,

দিয়ে দ্বীনের আলো ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৪০

আমার দেশের মানুষ খোদা

আমার দেশের মানুষ খোদা

বড়ই সরল সোজা

এদের তুমি দিওনা খোদা

কঠিন কোন বোঝা ॥

 

মনের খবর তুমিই জানো সব

ডাকে তোমায় মাওলা, মাবুদ, রব

পার করে দেয় জীবন তরী,

ডেকে বদরুদ্দোজা ॥

 

এক বেলা খায় আর বেলা তার

আহার জুটেনা

কচি কচি শিশুর মুখে

হাসি ফুটে না।

 

তবু তোমায় মানে মালিক, প্রভু

বেশী কিছু চায় না এরা কভু

কঠিন শ্রমে, রৌদ্রে, ঘামে

তবু রাখে রোযা ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৪১

নবীর কথা শোন শোন

নবীর কথা শোন শোন, শোন মুসলেমীন

নবী এলেন সাথে নিয়ে খোদার দেয়া দ্বীন ॥

বললেন হেঁকে আরাফাতে

কোরান হাদিস থাকলে সাথে

যতই আসুক বিঘ্ন বাধা,

হবে না বিলীন ॥

 

মানলো যারা নবীর কথা

রইল অমর ভবে

আজ কেন রে মুসলমানের

করুণ দশা তবে।

 

আছে হাদীস আছে কোরান

আছে খোদার জীবন বিধান

নেই শুধু সেই ঈমান আমল,

নেই সে মোত্তাকীন ॥

 

নবীর কথা শোন শোন,

শোন মুসলেমীন

নবী এলেন সাথে নিয়ে

খোদার দেয়া দ্বীন ॥

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৪২

জিয়া  জিয়া  জিয়া

জিয়া  জিয়া  জিয়া জিয়া মেজর জিয়া

একটি নামে দুলে ওঠে বাংলাদেশের হিয়া

একটি নামে নেচে ওঠে টেকনাফ তেতুলিয়া

জিয়া অমর জিয়া।

 

স্বাধীনতার ঘোষক তুমি রণাঙ্গণের নেতা

লড়াই করে দেখিয়ে দিলে যুদ্ধেও যায় জেতা

দুঃসময়ে তোমার মত পাইনি দরদিয়া

জিয়া মেজর জিয়া।

 

আনলে তুমি স্বাধীনতা দামাল ছেলে নিয়া

হতাশ প্রাণে সাহস দিলে স্বপ্ন জাগানিয়া

জাগলো স্বদেশ, জাগলো পাড়া ওগো মরমিয়া

তুমি মেজর জিয়া।

 

বুলেট তোমার প্রাণ কাড়েনি প্রাণ করেছে দান

তোমার নামের শিখা জ্বলে তাইতো অনির্বাণ

এ দেশ তোমার তুমি দেশের অমর শহীদ জিয়া

জিয়া সবার জিয়া।

 

তোমার নামে তাইতো দোলে বাংলাদেশের হিয়া

তোমার নামে তাইতো নাচে টেকনাফ তেতুলিয়া

সবুজ বরণ বাংলাদেশের ভালবাসার টিয়া

জিয়া অমর জিয়া

জিয়া মেজর জিয়া।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৪৩

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৪৪

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৪৫

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৪৬

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৪৭

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৪৮

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৪৯

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৫০

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৫১

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৫২

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৫৩

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৫৪

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৫৫

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৫৬

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৫৭

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৫৮

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৫৯

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৬০

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৬১

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৬২

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৬৩

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৬৪

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৬৫

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৬৬

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৬৭

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৬৮

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৬৯

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৭০

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৭১

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৭২

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৭৩

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৭৪

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৭৫

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৭৬

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৭৭

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৭৮

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৭৯

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৮০

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৮১

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৮২

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৮৩

ফুলের কুঁড়ি

ফুলের কুঁড়ি, রয়না কুঁড়ি, রয়না চিরদিন

ফুল হয়ে সে ফুলের বনে ফোটে কোনদিন।

সুবাস ছড়ায় প্রাণে প্রাণে

রঙের বাহার ছড়ায় মনে

খুশির আমেজ সবার মনে ছড়ায় নিশিদিন।

 

কুঁড়ি থেকে ফুল হতে তার লাগে অনেকদিন

সবার কাছে ছড়িয়ে থাকে তার যে অনেক ঋণ।

সার পানি আর মাটির মায়া

মুক্ত বাতাস, আলো ছায়া

সবার হের পরশ পেয়ে ফোটে অমলিন।

 

তেমনি তুমি যাদের হে অনেক বড়ো হলে

রেখো স্মরণ তাদের কথা সময় সুযোগ পেলে।

তুমিও বেসো ভালো জগৎ জনে

হিংসা ও দ্বেষ রেখো না এই মনে

মানবতার সেবা করে পার করিও দিন।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৮৪

যেই শিশুটা জন্ম নিল

যেই শিশুটা জন্ম নিল ফুটপাতে বা ঝুপড়িতে

উঠলো বেড়ে অবহেলায় ভাঙা বেড়ার খুপড়িতে।

মাথার ওপর পেল না সে ছাদ

মায়ের কাছে সেও তো সোনার চাঁদ

হাঁটতে শিখেই পরের বোঝা যদিও নিল টুকরীতে।

 

তোমার আমার মতই সেও সৃষ্টি বিধাতার

তারও আছে খেয়ে পরে বাঁচার অধিকার।

মায়ের বুকে তার জন্যও আছে মমতা

তোমার মায়ের মতই সে মার প্রেমের ক্ষমতা

সেই সে প্রেমের শিকড় আজো পারেনি কেউ উপড়িতে।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৮৫

এই মধু রাতে মোহ ভরা চিতে

এই মধু রাতে মোহ ভরা চিতে তোমারে যে মন চায়

অনেক না বলা কথা এই মন শুধু তোমারে বলিতে চায়।

বাতাসে গন্ধ ফুলের

মনে হয় তোমারই চুলের

সুবাস ছড়াতে মৃদু গুঞ্জনে সমীরণ বয়ে যায়।

 

চাঁদ নয় প্রিয় ওই চাঁদমুখ দেখিতে যে সাধ যায়

আকাশ চাদরে ঢাকা নদী ও পাহাড় মায়ায় জড়াতে চায়।

বিজলীর বাণ তব কটাক্ষ চোখের

ঝরণার কলতান হাসি ও ঠোঁটের

জোয়ারের ঘোলা জলে তরীখানি ছুটে চলে ব্যাকুল মায়ায়।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৮৬

এই শাওন রাতে মায়াবী জোসনায়

এই শাওন রাতে মায়াবী জোসনায়

উদার আকাশ তলে হিমেল হাওয়ায়

মন চায় মুখোমুখি বসে থাকি শুধু দু'জনায়।

 

ওই দূর আকাশের তারাদের মত

চেয়ে রই অপলক চোখে অবিরত

কেটে যাক আরো কিছু লগ্ন-মধুর মোহন মায়ায়।

 

কোমল জোসনা এসে অঙ্গে জড়ায়

ভালবাসা দিয়ে এই হৃদয় ভরায়

মন চায় জান্নাতি সুধা পান করি দু'জনায়।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৮৭

চাঁদ বদনী চাঁদের রানী

চাঁদ বদনী চাঁদের রানী চাঁদ মুখে তোর হাসি

চোখের তারায় ফুলঝুরি তোর দেখতে ভালবাসি।

 

মন মাতানো ঢেউ খেলানো চির চপল গতি

বইছে যেনো নাচন তুলে লক্ষ্মা মধুমতি

উতল হাওয়ায় দীঘল মাঠে উড়ছে কেশের রাশি।

 

ঝুমুর ঝুমুর বাজছে নূপুর দুপুর উপুড় করা

মধ্যরাতের জোনাক বনের পাখী সোহাগ ভরা।

 

মনময়ূরী পেখম তুলে নাচছে ফুলবনে

ফুলপরীরা তান ধরেছে এসে সংগোপনে

পাহাড়তলীর পাহাড় চূড়ায় বাজছে মধুর বাঁশি।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৮৮

চাঁদের চেয়ে প্রিয় অই চাঁদ মুখ

চাঁদের চেয়ে প্রিয় অই চাঁদ মুখ মনের আকাশে হাসে

যেদিকে তাকাই দেখি পূর্ণিমা চাঁদ হৃদয় জোয়ারে ভাসে।

এই মধুরাত এই জোসনা অতুল

এই আলোক আঁধার এই বনফুল

কিছু নয় প্রিয় তোমারি সুবাস পাই প্রতি নিঃশ্বাসে।

 

তুমি নাই মনে হয় নাই নাই আহা কেউ নাই কিছু নাই

তুমি নাই মনে হয় আকাশ পৃথিবী নাই চাঁদ নাই আমি নাই।

এ চোখে যা দেখি মনে হয় সবই ভুল

পৃথিবীতে কোন দিন ফোটে নাই কোন ফুল

তুমি আছো সবই আছে হৃদয়ের কাছে কাছে নিঃশ্বাসে বিশ্বাসে।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৮৯

নীল খামে দিলাম চিঠি বন্ধু তোমারে

নীল খামে দিলাম চিঠি বন্ধু তোমারে

যতন কইরা রাইখো চিঠি মনের মাঝারে।

 

আমার কথা পড়লে মনে

প্রেম করিও চিঠির সনে

কেমনে থাকো একলা বন্ধু তুমি কাতারে।

 

শুইনাছিলাম ফাগুন মাসে আইবা তুমি দেশে

দু'মাস তুমি থাকবা বন্ধু আমার পাশে পাশে।

 

মাঘের শীতে তুমি নাইরে কাছে

সুখতো আমার খাইছে বোয়াল মাছে

শুইয়া থাকি একলা খাটে মেইলা চোখের পাতা রে।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৯০

বড় সাধ জাগে প্রিয় তোমার সে হৃদয়ের যমুনা জলে

বড় সাধ জাগে প্রিয় তোমার সে হৃদয়ের যমুনা জলে

ডুবে দেখি কি মানিক রেখেছো লুকিয়ে আজো গহীন তলে।

গোধূলির লাল রঙ হারিয়ে গেলে

সাধ জাগে ছুটে যাই উজান ঠেলে

আমার পানসীখানি এক মনে বেয়ে যাই গগন তলে।

 

সাগর প্রেমিক আমি ঝিনুকের ঠোঁট থেকে মুক্তো কুড়াই

প্রবালের দ্বীপে থেমে মানুষের জয়গাথা নিশান উড়াই।

বদর বদর বলে নোঙর তুলি

হাল ধরে তরী বেয়ে জগৎ ভুলি

অনুকূল স্রোত পেয়ে কি মধুর গান গেয়ে পানসী চলে।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৯১

কোন কালে কে রেখেছিল নামটা মতিঝিল

কোন কালে কে রেখেছিল নামটা মতিঝিল

আজ সেখানে গাড়ির বহর আলোক ঝিলিমিল।

ব্যস্ত মানুষ মস্ত দালান

হিসাব নিকাশ ক্রেডিট চালান

নামের সাথে নেই যে কোথাও একটুখানি মিল।

 

কার মনে যে আ খেয়াল উঠলো হঠাৎ ভেসে

মতিঝিলে ঝিল রবে না; কেমন সর্বনেশে

তিলোত্তমা নগর হবে

মতিঝিলে শাপলা রবে

জলদি আনো মস্ত শাপলা ঘুচাতে গরমিল।

 

যেমনি হুকুম তেমনি পালন আসলো বিরাট শাপলা

আসন গেড়ে বসলো পথে বাঁধলো নতুন ঘাপলা।

শাপলা এলো কোথায় জল

বন্যা বলে ছলাৎছল

এই তো এলুম হুজুরের হোক ঠাণ্ডা তবু দীল।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৯২

খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি

খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি

সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই।

খেলে শিখি কত কিছু শিখি আর শিখি

এক সাথে সকলেই শিখি দেখাদেখি।

 

খেলাধুলা খেলা নয় খেলা দেয় কি কি

ফুটবলে এক সাথে জোট বাঁধা শিখি।

পায়ে পায়ে বল পাস্ ত্যাগ করি যাতে

দানের কি মহিমা সে পাই হাতে হাতে।

 

এই পাও অই পাও বল শুধু ছোটে

গোলবারে ঢুকে যায় থামে না সে মোটে।

মিলে মিশে কাজ করা ফুটবলে শিখি

সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই।

 

খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি

দৌড় থেকে সব কাজে আগে থাকা শিখি।

আগে যারা থাকে তারা জিতে যায় জানি

জীবনের রেসে জিতি এই কথা মানি।

 

কানামাছি ভোঁ ভোঁ খেলে হই সাবধান

বেখেয়ালে যেতে পারে জাত কুল মান।

লুডু খেলে শিখে ফেলি অংকের যোগ

নিয়মিত খেলাধুলা দূর করে রোগ।

 

সাঁতারে শিখতে পারি জীবনের গান

আলসেমি আনে ডেকে মরনের বাণ।

হারজিত বড় নয়, চেষ্টাটা খাঁটি

সাধনায় জেতা যায় দুর্জয় ঘাটি।

খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি

সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৯৩

বই পড়ো ভাই বই পড়ো

বই পড়ো ভাই বই পড়ো

মজার মজার বই পড়ো।

জানার জন্য বই পড়ো

মানার জন্য বই পড়ো।

 

বই পড়ে ভাই জেনে নাও

নিজের পরিচয়

বই পড়ে ভাই জেনে নাও

স্রষ্টা কারে কয়।

বই পড়ে ভাই মানুষ হয়

মহৎ এবং বড়ো।

 

প্রভুর প্রথম বাণী ছিল

পড়ো এবং পড়ো

কোরান হাদীস পড়ে সবাই

নিজের জীবন গড়ো।

বই পড়ে ভাই জীবন চলার

সঠিক পথটি ধরো।

 

বই পড়ে ভাই জানা যায়

অতীত ভবিষ্যৎ

বই পড়ে ভাই হওয়া যায়

জ্ঞানী এবং সৎ।

দোলনা থেকে কবর তক

পড়ো এবং পড়ো।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৯৪

সিন্দাবাদ সিন্দাবাদ কেয়ারী সিন্দাবাদ

সিন্দাবাদ সিন্দাবাদ কেয়ারী সিন্দাবাদ

সেন্টমার্টিনের যাত্রী শোন দারুণ সুসংবাদ

নেই নেই ভয় সঙ্গে যাবে কেয়ারী সিন্দাবাদ।

 

বিলাসবহুল প্রমোদ তরী

অথৈ সাগর দেবে পাড়ি

পৌঁছে দেবে প্রবাল দ্বীপে মিটবে মনের সাধ।

 

বিশাল ঢেউ আর ঝঞ্ঝা নিবিড়

ভয়াল থাবা হাঙড় তিমির

পারে না কেউ রুখতে তারে ঊর্মি-অথৈ বাঁধ।

 

রাঙা রবির উদয় অস্ত

নারকেল বীথি সুবিন্যস্ত

জোয়ার ভাটার মোহন খেলা স্রষ্টার আশির্বাদ।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৯৫

চারদিকে তার জলরে বন্ধু

চারদিকে তার জলরে বন্ধু চারদিকে তার জল

প্রবাল দ্বীপে আছড়ে পড়ে নিত্য ছলাৎছল।

 

সেন্টমার্টিন আর ছেঁড়া দ্বীপে

কুতুবদিয়া আর সন্দীপে

মহেশখালির বাঁকে বাঁকে খুঁজি নীলোৎপল।

 

এই দুনিয়ার এমন রীতি

অন্তর ভরা জলের ভীতি

সেই ভীতিকে জয় করে কে সাগর দেখবি চল।

 

আসলে আঁধার ভয়াল রাতি

ফসফরাসের মাতামাতি

নেয় কেড়ে নেয় মুগ্ধ মোহন দৃষ্টি অবিচল।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৯৬

মনের যত দুঃখ ব্যথা হতাশা উদ্বেগ

মনের যত দুঃখ ব্যথা হতাশা উদ্বেগ

ধুয়ে মুছে রেখে এলাম গভীর সাগর তলে

দুঃসাহস আর উদ্দীপনার সঞ্জীবনী গান

নতুন করে তুলে নিলাম আমরা সবে গলে।

 

আকাশের মত হবো মহৎ উদার

সাগরের মত হবো উদ্দাম

পৃথিবীর তরে দিয়ে যাবো শ্রম

মানুষের কল্যাণে ফেলে যাবো ঘাম।

নীচতা হীনতা সব থাকুক সাগর জলে।

 

রয়ে যাবে হৃদয়ে চির অম্লান

নারকেল জিনজিরা ভ্রমণের স্মৃতি

প্রবল জোয়ার রুখে পাষাণ প্রবাল

মন থেকে মুছে দেবে ক্লেশ আর ভীতি।

উদ্দামে ভরপুর হবো প্রতি পলে।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৯৭

নারকেল জিনজিরা প্রবালের দ্বীপ

নারকেল জিনজিরা প্রবালের দ্বীপ

সাগরের নীল জলে সবুজের টিপ।

 

চারদিকে উত্তাল শুধু নোনাজল

প্রবালে আছড়ে পড়ে ঢেউ অবিরল

মানুষের মন কাড়া আ ব-দ্বীপ।

 

সাগর পেরিয়ে সেথা মানুষেরা যায়

রসালো ডাবের দেখা পায় প্রতি পায়

প্রবালের ফাঁকে ফাঁকে ফেলে তারা ছিপ।

 

প্রবল সাগরজয়ী বীরের দোহাই

তোমার মনের তল খুঁজে যেন পাই

রসালো ডাবের দেখা আ ব-দ্বীপ।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৯৮

পৃথিবীর এক ভাগ স্থল আর তিন ভাগ পানি

পৃথিবীর এক ভাগ স্থল আর তিন ভাগ পানি

স্রষ্টার লীলা দেখে বিস্ময় মানি।

ছেঁড়াদ্বীপে দেখি শত প্রবাল বাহার

টেকনাফে উঁচু নিচু অটল পাহাড়

স্রষ্টার দয়া দান কতটুকু জানি।

 

ছোট বড় কত শত বিচিত্র ঝিনুক

ডেকে যেন বলে সবে স্রষ্টা চিনুক

সেন্টমার্টিনে খাও ডাবের পানি।

 

কক্সবাজারে দেখি অতি মনোহর

সাগরে সূর্য ডোবা কত সুন্দর

নোনাজল যেন সদা দেয় হাতছানি।

 

প্রবালের ফাঁকে ফাঁকে নারকেল সারি

ঝিনুকের যেন সেথা বসতবাড়ি

বিচিত্র মাছ সেথা করে কানাকানি।

আসাদ বিন হাফিজ এর গানঃ ০৯৯

আঁধারের বুক চিরে আমরা ক'জন

আঁধারের বুক চিরে আমরা ক'জন

সাগরের পানে ছুটে চলেছি

কক্সবাজারের সৈকত মাড়িয়ে

নারকেল জিনজিরা যাবো ভেবেছি।

 

এ চলায় আছে শুধু ছন্দ

আছে কত উল্লাস আনন্দ

আছে মায়া মমতার বন্ধন

হৃদয়ে হৃদয় রেখে সবে দুলেছি।

 

জানালায় চোখ রেখে আকাশ দেখা

দৃষ্টির প্রান্ত সীমায় দিগন্ত রেখা

মুছে শত হাহাকার ক্রন্দন

হাজার প্রাণের মেলায় মন দিয়েছি।

আসাদ বিন হাফিজ এর গানঃ ১০০

জীবনের মানে হলো শুধু পথ চলা

জীবনের মানে হলো শুধু পথ চলা

হৃদয়ের কানে কানে কিছু কথা বলা।

হীম হীম কুয়াশার ঝাপসা চাদর

জোসনার আলো মাখা নরম আদর

চাঁদ-তারা জোনাকীর দেখা ছলাকলা।

 

রাতের আঁধার কেটে আমরা ক'জন

চলেছি পেরিয়ে ছুটে মাঠ-নদী-বন

এই রাত কেটে হবে দিন উজালা।

 

পৃথিবী ঘুমায় দেখো সাহসীরা চলে

তার সাথে সাতভাই চলে পলে পলে

দরিয়ার হাম্মামে দেখো তারা জ্বলা।

No comments

Powered by Blogger.