আসাদ বিন হাফিজ এর ১০০ গানঃ ৭০১-৮০০

 

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭০১

ওগো ও দয়াময়

 ওগো ও দয়াময়ওগো ও দয়াময়

তোমাকেই ভালবাসিতোমাকেই ভয়

তোমার কাছেই আমি করি অনুনয়

আমার মরণ যেনো শহীদী মরণ হয়।

ওগোশহীদী মরণ হয়।।

সকলেই আসে ভবেসকলেই যায়

কেউ তো থাকে না এ মিছে দুনিয়ায়।

আমার প্রতি একটু হওগো সদয়

আমার মৃত্যু যেনো শহীদী মরণ হয়।

তারা পায় শাহাদাতপায় হেদায়াত

যাদের নসীবে রাখো তুমি নাজাত।

মরতেই হবে যখন দাও শাহাদাত

তোমার কাছেই এই করি অনুনয়

আমার প্রতি একটু হওগো সদয়।

কত ওলি দরবেশ কেঁদে কেঁদে চায়

আর কিছু নয় যেনো শাহাদাত পায়।

তারাতো আমার মত কেউ পাপী নয়

আমি পাপী তাই প্রভু চাই শাহাদাত

আমার প্রতি একটু হওগো সদয়।

১৮/১১/২০। ২ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭০২

হামদ

 এ্যায়- আল্লাহর নেয়ামতের কুল কিনারা নাই

সবজি আনাজ ফল ফলাদি কত কিছু খাই।

শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই।

শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই।

শীতের দিনের মিঠে রোদ কত ভালো লাগে

হাজার রকম পুষ্প ফোটে গভীর অনুরাগে।

সবুজ ফসল ভরা মাঠে তারও সুঘ্রাণ পাই।

ভরা বর্ষা বৃষ্টি দিলেসাগর ডোবায় পানি

সবই তব কুদরত মাবুদতব মেহেরবানী।

নয়ন দিলে যেনো তব জগত দেখতে পাই।

আকাশ বাতাস সবই দিলেদিলে কালো রাত

কুসুম কোমল সুরুজ দিলে জাগাতে প্রভাত।

তোমার অতুল দয়ার দানে জীবন খুঁজে পাই।

১২/১/২১। রাত ১০ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭০৩

যিনি দিলেন দানাপানি

 যিনি দিলেন দানাপানি

এ জীবন যাঁর মেহেরবানী

কয়জনে এ জিন্দেগানী তাঁর হুকুমে চালাই

অ ভোলা মন

কই যাবি তুই অন্যত্র তাঁর হাত থেকে পালাই।

যাইতে হবে তাঁরই কাছে

হয়তো দুদিন আগে পাছে

এ জীবনটা দেখ খতিয়ে কর না একটু ঝালাই।

মিষ্টি মাখলে হাতে পায়ে

কিম্বা মাখলে সারা গায়ে

জিহ্বা ছাড়া কোন কালে স্বাদ কি কভু পাই

এই রহমের কথা আমরা কেমনে ভুলে যাই।

আয় না সবে মিলেমিশে রহীমের গুণ গাই।

১৪/১/২১। ৬ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭০৪

হামদ

 যাঁর গড়া এ জগত দুনিয়া জাহান

যাঁর গড়া সৃষ্টির এ রূপ অফুরান

যাঁর গড়া পশুপাখি আর ইনসান

যাঁর কাছে সকলের বাঁধা মনপ্রাণ।

এসো গাই সকলেই তাঁর গুণগান

আল্লাহ মহান তিনি রহীম রহমান।

তাঁর ডাকে প্রতিদিন মেঘেরা ভাসে

তাঁর ডাকে দখিনা এ বাতাস হাসে

তাঁর ডাকে প্রতিদিন পাখিরা আসে

শেষ করা যায়না তাঁর গুণ অফুরান।

এসো গাই সকলেই তাঁর গুণগান

আল্লাহ মহান তিনি রহীম রহমান।

তিনিই আমাদের দেহে দেন জান

তিনিই আমাদের বাঁচান এ প্রাণ।

সবারই জানা তিনি প্রভু সোবহান

মেহেরবান প্রভু তিনি মহামহীয়ান।

এসো গাই সকলেই তাঁর গুণগান

আল্লাহ মহান তিনি রহীম রহমান।

১৮/১/২১। ৭ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭০৫

এসো আল্লাহর পথে চলি

 এসো আল্লাহর পথে চলি

এসো রাসূলের কথা বলি

মানুষেরে ডেকে যাই আয় ওরে আয়

কোরানের ছায়াতলে আয় ওরে আয়

আয় সবে মুক্তির প্রিয় ঠিকানায়।

যেই পথে ডেকেছেন আল্লাহর নবী

শত শত শহীদ আর গাজী অগনন

যে পথে চলেছেন নায়েবে রসুল আর

যারা ছিল আল্লাহর অতি প্রিয়জন।

আয় সবে ছুটে যাই সেই মোহনায়।

সেই পথে চলে করি এ জীবন ধন্য

আমরা তো এসেছি শুধু তাঁর জন্য।

যারা তাঁর সৃষ্টিকে ভালোবেসে যায়

নিজ বুক ভরে রাখে মোহন মায়ায়।

এসো আল্লাহর পথে চলি

এসো রাসূলের কথা বলি

মানুষেরে ডেকে যাই আয় ওরে আয়

কোরানের ছায়াতলে আয় ওরে আয়

আয় সবে মুক্তির প্রিয় ঠিকানায়।

২০/১/২১। ৪ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭০৬

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭০৭

মজুরি দাও

 শরীরের ঘাম শুকোবার আগে শ্রমের মজুরি দাও

খোদার বিধান ধনী ও গরীব সকলেই মেনে নাও।

ঘরে ঘরে চাই হক ইনসাফ

কোরানের নূরে হোক দীল সাফ

এ ধরনী যারআইন হবে তাঁরযার দান সবে খাও।

এক সুরে সেই আল্লাহর সবাই তাকবীর ধ্বনি দাও।

আল্লাহু আকবারআল্লাহু আকবারআল্লাহু আকবার

তিনিই মালিকতিনিই মুনীবআর কেউ নেই মাথা নোয়াবার।

শোষণের দিন শেষ হয়ে গেছে,দিতে হবে অধিকার

শ্রম চুরি করা শোষক প্রাসাদ ভেঙে করো চুরমার।

মানুষের আইন চলবে না আর

শ্রম চুরি করা থামাও এবার

ঘাম শুকোবার আগে শ্রমিকের পাওনাটা দিয়ে দাও।

ধর্মবর্ণসমাজদেশছোট বড়ো ভেদ নাই

সকল দেশসমাজরাষ্ট্রে ইনসাফ শুধু চাই।

এ পৃথিবীর সব সম্পদ যার

যাঁর হাতে প্রাণ রুজি রোজগার

তার আইন ছাড়া অন্য সব আইন ছুঁড়ে ফেলে দাও।

৮ই এপ্রিল ২০২১; সকাল ৮টা

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭০৮

আমরা শ্রমিক

 আমরা শ্রমিকআমরা কৃষকআমরা সাধারণ

আমাদেরকে করছে শোষণ শোষক মহাজন।

ইসলাম বলেআজাব থেকে বাঁচতে যারা চাও

ঘাম শুকাবার আগেই শ্রমের মূল্য দিয়ে দাও।

শ্রমের মূল্য দেয় না যারাদেয় না শ্রমের দাম

তার বিরুদ্ধে লড়াই করতে ডাকে রে ইসলাম।

ইসলাম বলেইনসাফ করো ন্যায্য হিস্যা দাও

নয় আসবে খোদার গযবতাই কি তুমি চাও?

না না না চলবে না আর জুলুম শোষণ অন্যায়

জুলুম শোষণ হারিয়ে যাবে সাম্যশান্তির বন্যায়।

বজ্রকন্ঠে আওয়াজ তুলে কোরানী আইন চাও

জাকাত দিয়ে ধনী গরীবের বিভেদ মুছে দাও।

সবাই মিলে আওয়াজ তোলআল্লাহু আকবার

শ্রমের মূল্য তার আগে দাওঘামটা শুকোবার।

৯ই এপ্রিল ২০২১; দুপুর ২টা

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭০৯

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭১০

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭১১

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭১২

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭১৩

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭১৪

মুহাম্মদ রাসূল সা.

  আল্লাহর হাবীব দ্বীনের নবী মুহাম্মদ রাসুল

যার উছিলায় মানব মনে ভাঙে সকল ভুল

যার উছিলায় হৃদয়মনে ফোটে প্রেমের ফুল

যার মহিমার প্রশংসা গায় আল্লাহু মকবুল

তিনিই আমার দয়াল নবী মুহাম্মদ রাসুল।

এ জগতের অধিপতি আল্লাহ বিশ্বের মূল

তাঁরই হুকুম পেয়ে নবী হলেন যে রাসুল

তাঁর প্রশংসায় উঠে মেতে তামাম বিশ্বকুল

তাঁর প্রশ্যসায় উঠে মেতে ধরনীর বুলবুল

তিনি আমার দয়াল নবী মুহাম্মদ রাসুল।

তিনি বলেনকোরানহাদীস শুধু দ্বীনের মূল

এতেই সারে মনেোরোগ মিথ্যা ও পাপভুল

এতেই ভাসে মন্দ আঁধার মিথ্যা নদীর কূল

বিশ্বে ফোটে আলোর কুসুম সুবাসভরা ফুল

তিনিই আমার দয়াল নবী মুহাম্মদ রাসুল।

 ১১ই আগষ্ট ২০২১; সকাল ১০টা

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭১৫

প্রার্থনা

  আমার গুণের বাহার দেখে মৃগ্ধ আমার প্রাণ

শোকর করির এর সবটা প্রভু তোমার দান।

আমার গুণের প্রশংসা গায় হিন্দু মুসলমান

এসব ভেবে সুখ পাই আমি গর্বে ভাসে প্রাণ

আর কি লাগে শয়তান হতে সে বুঝ করো দান

ওগো মাওলারহমান রহীমপ্রভু সোবাহান।

এবার বলো আমি মানুষনাকি বদ শয়তান।

আমার গুণের বাহার দেখে খুশীতে মশগুল

কিন্তু আমি নর্দমার কীটভাবি আমি ফুল।

এরচেয়ে কী আরো আছে মস্ত কোন ভুল

এমনটা কি ভাবতেন নবী মুহাম্মদ রাসুল।

তুমিই বলো এমন চিন্তা করা কি নির্ভুল।

আমায় তুমি মানুষ বানাওবানাও মুসলমান

ওগো মাওলারহমান রহীমপ্রভু সোবাহান।

যার মনে রয় তিল পরিমান গর্ব অহংকার

সে কি হয় খাঁটি মানুষনাকি নাফরমান।

এমন চিন্তা আমার মনে দাও গো হে রহমান

আমায় তুমি মানুষ বানাওখাঁটি মুসলমান

আমায় দাও মাওলা তুমি পবিত্র সে ঈমান।

ওগো সোবাহান তুমি যে রহীম ও রহমান।

 ১৪ই আগষ্ট ২০২১; ভোর ৬টা।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭১৬

তুমি যে মহান প্রভুতুমি যে মহান

  আমরা করি তোমার গুণ গান

কে বুঝিতে পারে তোমার শান।

এ ধরনীর সকল কিছুতোমার অবদান

তুমি যে সোবহান মাওলা,তুমি যে মহান।

এ ধরনীর সবাই গায় তোমার গুণ গান

চন্দ্র সূর্য গ্রহ তারা জমিন ও আসমান।

ফুল পাখি ঝরনা এবং নদীর কলতান

তুমি যে রহমান প্রভুতুমি যে মহান।

আমরা তোমার অধম বান্দা

দুনিয়া প্রেমে আমরা আন্ধা

ভুলে গেছি তোমার কথা প্রভু তব শান

ওগো রহীম রহমানদয়া করো দান।

আমরা অতি গুণাহগারকরো পরিত্রাণ

তুমি যে মহান প্রভুতুমি যে মহান।

 ১৯শে আগষ্ট ২০২১; বাদ মাগরিব

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭১৭

বদরওহোদ দেখিনি তো

 বদরওহোদ দেখিনি তোহিন্দাকেও তো দেখিনি হায়,

দেখিনিতো হামজার কলজে কেমন করে হিন্দা খায়।

শিশু আজগর কেমনে মরেশুনেছি সে কাহিনী

দেখলাম মানুষ কেমনে মারে লগিবৈঠার বাহিনী।

আকাশ কান্দে বাতাস কান্দেকান্দে শিশুর মায়

পশু পাখি কান্দে আর কয়এ কি দেখলাম হায়।

আসমানে যে উড়ছে ঘুড়িসে ঘুড়ি কে উড়ায় বল

কার হুকুমে পিচঢালা এ রাজপথে বয় রক্তের ঢল।

অক্টোবরের আটাশ তারিখ মানুষ মরে পশুর ঘায়

কচি কচি কিশোর যুবক সে ঘায়ে হায় প্রাণ হারায়।

লগি বৈঠা খালে বিলে আগে জানতাম নৌকা বায়

এখন দেখি লগি বৈঠা রাজপথ জুড়ে খুন ঝরায়।

কোরআন পড়ার অপরাধে মাতা ভগ্নি জেলে যায়

মসজিদের সেই মুসল্লিগণ অকাতরেই গুল্লি খায়।

দেশের সকল ছাত্র যুবক জাগরে সবে জাগরে জাগ

দে মিটিয়ে খুনীবদমাশ তাদের সকল পাওনাভাগ।

আকাশ কান্দে বাতাস কান্দেশহীদানের কান্দে মায়।

হিন্দার সকল নাতিপুতিপাওনা নিবিআয়রে আয়।

 ২২শে সেপ্টেম্বর ২০২১; সকাল ১০টা

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭১৮

ঢাকা শহর রক্তে ভাসিল

  কই থেকে যে রক্তদস্যু ডাকাত আসিল

জলদস্যু কোন কারণে ঢাকা আসিল

পল্টন চত্ত্বরঢাকা শহর রক্তে ভাসিল

লগি বৈঠা তরুণ প্রাণ কেমনে নাশিল।

রক্তে ভাসে ঢাকা শহরতাজা তরুণ প্রাণ

লগি বৈঠা ভাঙেরে মনহৃদয হয় খানখান।

অবাক বিশ্ব চেয়ে দেখে তরতাজা ঈমান

লগিবৈঠা মারছে দেখো হাফেজে কোরান।

খালি হলো মায়ের বুকবোন হারালো ভাই

ছেলে হারা বাপের কান্না কাহারে শোনাই।

কই থেকে যে খুনী ডাকাতঢাকা আসিল

পল্টন চত্ত্বরঢাকা শহররক্তে ভাসিল।

মানুষ মেরে নৃত্য করে লগিবৈঠার বাহিনী

কে দেখেনি সে দৃশ্যকে শোনেনি কাহিনী।

এই ডাকাতদের তাড়াতে বাজাও বাঁশি লো

ডাকাত তাড়াও পুরুষ-নারীচাচী মাসী লো।

 ৩রা অক্টোবর ২০২১; বাদ মাগরিব

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭১৯

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭২০

শ্রমিক কল্যাণ ফেডারেশন

  শ্রমিক কল্যাণ ফেডারেশন

আমাদের প্রিয় সংগঠন

শ্রমিকের সেরা সংগঠন

এক সুবিশাল আন্দোলন।

শ্রমিক স্বার্থ সংরক্ষণ

আমাদের মূল মন্ত্র

আমরা মানিনা বিঘ্ন বাঁধা

অহেতুক ষড়যন্ত্র।

ঘাম শুকোবার আগেই শ্রমের

দাও মিটিয়ে পূর্ণ দাম

এই কথা ধরার পথে প্রান্তরে

হেঁকে যায় প্রিয় ইসলাম।

তবু শ্রমের সঠিক মজুরী

শ্রমিক আজও পায় না

মানুষ ঠকাবার বদ মতলব

পুঁজিপতির কভু যায় না।

শোষকের আইন আর নয়

আল্লাহর আইন চাই

যেন সকলেই হক ইনসাফ

সমভাবে পেয়ে যাই।

শ্রমিক কল্যাণ ফেডারেশন

মানেনা কোন জুলুম শোষণ

শ্রমিক স্বার্থের করে সে যতন

যেখানে শ্রমিক নির্যাতন

সেখানেই গড়ে আন্দোলন।

চায় শান্তিখোদার শাসন

শ্রমিক কল্যাণ ফেডারেশন।

 ১১ই অক্টোবর ২০২১; বাদ ফজর

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭২১

ওরেআয় আয় আয়

  ওরেআয় আয় আয়

সময় বয়ে যায়

ফুলের মত গড়বো জীবন

সবাই ছুটে আয়।

হাসবো খেলবো পড়বো রোজ

কষ্টে কারা করবো খোঁজ

আমরা হবো ফুলের মত

খোদার দুনিয়ায়।

মন্দ কথা বলবো না,

মন্দ পথে চলবো না

ধন্য হবে সবার জীবন

খোদার মহিমায়।

সুখ ছড়াবো দেশে দেশে

মিলবো মোরা মধুর হেসে

বুকে নেবো ভালোবেসে

জলদি ছুটে আয়।

 ১৫ই অক্টোবর ২০২১; বাদ জুমা

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭২২

এসো হাতে হাত রাখি

  এসো হাতে হাত রাখি মিলি সবে আজ

মিলেমিশে গড়ে তুলি কোরানী সমাজ।

যে সমাজে শিশু পায় ফুলেল জীবন

যে সমাজে নারী পায় সুবাসিত মন

অন্তরে খেলা করে প্রেম কারুকাজ।

এসো এসো গড়ে তুলি এমন সমাজ।

শ্রমিকেরা পেযে যায মজুরীর দাম

শুকোবার আগে তার শরীরের ঘাম

ঘুচে যায় শোষণের যতো বদনাম

এসো এসো গড়ে তুলি এমন সমাজ।

অন্যায়অবিচার হয়ে যায় শেষ

জালিমের জুলুমের হয় নিঃশেষ

অপরাধী পাপ করে পায় কত লাজ

এসো এসো গড়ে তুলি এমন সমাজ।

সুখ আর শান্তিতে ভরে যায় ঘর

খুশী খোশালীতে ভরে সব অন্তর

নিরাপদে থাকে এই মানব সমাজ।

এসো এসো গড়ে তুলি এমন সমাজ।

এসো হাতে হাত রাখি সকলেই আজ

মিলেমিশে গড়ি এক মায়াবী সমাজ।

 ১৫ই অক্টোবর ২০২১; বাদ এশা

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭২৩

পাহাড়ের কান্নাগুলো

  পাহাড়ের কান্নাগুলো ঝরণা হয়ে যায়

আমার কান্না কেউ দেখে না রে হায়।

পাষাণ ডেকে কয়,

এ ধরণী বড় নির্দয়

ঝরণার নোনাজলে সাগর ভরে যায়।

মেঘের অশ্রুকণা বৃষ্টির ফোঁটা হয়ে কাঁদে

কান্না পেলে চাঁদ বুড়ি কাঁদে বসে চাঁদে।

আমি দেখি উদাস মলয়

প্রজাপতি - ফুলের প্রণয়

জমে জমে ঝর্ণার জলও নদী রে কাঁদায়।

রাখাল প্রশান্তি পায় শ্যামল বৃক্ষ ছায়ায়।

রোদ্দুর দেখা পেলে কুয়াশা কান্না থামায়

তোমার রহম ডোরে

বেঁধে নাও প্রভু মোরে

জীবনে মরণে আমি যেন থাকি তব ছায়।

 ২০শে অক্টোবর ২০২১; বাদ এশা

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭২৪

অবশেষে ভালবেস

  অবশেষে ভালবেসে কী আমি পেলাম

মধু ভেবে এ আমিকী বিষ খেলাম।

উড়ে গেল পাখি কোন দূর নীলিমায়

আমি কেন বসে আছি বটের ছায়ায়।

সেই কবে শুনেছিলাম পায়েলা নূপুর

ঘুঘু ডাকা ছিলো সেই মেঘলা দুপুর।

বিকেল গড়িয়ে ফের সন্ধ্যা এলো

দিন শেষে পৃথিবী রজনী পেলো

বাতাস আমারে দিল বিদায়ী সেলাম।

কী আমি পেলাম।

সারাদিন কত খেলাআনন্দ লহর

দিন শেষে এসে গেল রাতের প্রহর।

দুনিয়ার মোহ কোন প্রেম নয় কভু

দুনিয়া প্রেমেই কাল কেটে গেল তবু

অবশেষে দিন শেষে কী আমি পেলাম

দুনিয়াকে ভালবেসে কী আমি পেলাম।

 ২১শে অক্টোবর  ২০২১; বাদ ফজর

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭২৫

আমারে কাঁদায়ে তুমি

 আমারে কাঁদায়ে তুমি কোন সুখ পাও

আমারে একা রেখে কোন খানে যাও।

আমি চাই সারাক্ষণসঙ্গ তোমার

তোমার পরশ চাইঅশেষ অপার

দাও দাও ভালবাসাশুধু প্রেম দাও।

তুমি আছো সাথে তাইচাই না কিছু

মিথ্যা কুহক যতোই আসে পিছু পিছু

অদম্য সাহসে তুমি আমারে জড়াও।

দাও দাও ভালবাসাশুধু প্রেম দাও।

আমারে দাও তুমি ভালবাসাপ্রেম

দূর করো বিপদ বাঁধাযতো প্রব্লেম।

তোমার নামের তসবি,ক্বলবে জড়াও।

দাও দাও ভালবাসাশুধু প্রেম দাও।

তোমারেই পেতে চাই আর কিছু নয়

তোমারেই ভালবাসিকরি যেন ভয়

আমারে আপন করেতুমি প্রিয় নাও

দাও দাও ভালবাসাশুধু প্রেম দাও।

 ২১শে অক্টোরবর ২০২১; বাদ জোহর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭২৬

ভালবাসি তারে

 মন দিয়েছি যারে

ভালবাসি তারে

সে কখনো আমায় কি

দূরে ঠেলতে পারে।

ভালবাসি যারে।

সে আমারে হাসায় কাঁদায়

মন কেড়ে নেয় আশায় আশায়

ভালবেসেকদম বাড়ায়

কেমন করে ভুলি তারে

ভালবাসি যারে।

সে যে আমার মন কেড়ে নেয়

যা চাইনি তাও আমায় দেয

ভালবাসার রঙ মেখে দেয়

আমার অবুঝ অন্তরে।

ভালবাসি তারে।

তারে ভুলতে কি রে পারি

তার পানে যায় সদা ছুটে

আমার হৃদয় গাড়ি

আমারে সে নেয় ভাসিয়ে,

দেয়রে জমিদারী।

আমি ভুলতে পারি তারে

ভালবাসি যারে?

তার হাতে দেই হৃদয় মন

আমার যতো সুখ স্বপন

সব ঢেলে দেই তারে

ভালবাসি যারে।

২৫/ ১০/২১। বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭২৭

হে প্রিয় রাসূল

 হে প্রিয় রাসূল

তুমি জান্নাতি বুলবুল

তুমি সুবাসমাখা ফুল

পেয়ারা রাসূল তুমি শান্তি সুখের মূল।

তোমার প্রেমের গান গাই আমরা বিশ্বশিশুকুল।

তোমার মত আমরা যেনো মিথ্যা না বলি

সারা জীবন আমরা যেন ফুলের মত চলি

আমরা মানব কলি

মিথ্যা পায়ে দলি

সত্য ন্যায়ের সুবাস মেখেপ সত্য পথে চলি।

হে পিয়ারা রাসূল

আমরা যেন হতে পারি দ্বীনের আশেক কূল

আমরা যেন ছাড়তে পারি মিথ্যা পাপ ও ভুল।

হে পিয়ারা রাসূল,

হে পিয়ারা রাসূল

আমরা যেনো হইগো প্রিয় আরশের বুলবুল।

মানব জীবন বাব বার করে জীবন পথে ভুল

পথ হারিয়ে বসে থাকে ভরা নদীর কূল।

তাদের তুমি পার করিও হে প্রিয় রাসূল

তোমার কাছে এই মিনতি করি যে আকুল

পিয়ারা রাসূল আমারহে প্রিয় রাসূল।

২৫/১০/২১। বাদ ফজর

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭২৮

আমরা হবো আলামীন

 আমরা হবো আলামীন

আমরা মানবো সত্য দ্বীন

আল কোরআনের হুকুম মতোচলবো নিশিদিন।

নবীর মত সব মানুষকে আমরা ভালোবাসবো।

দুখীর দুঃখ দূর করে তাদের নিয়েই হাসবো।

শিশু তবু সেবা দিয়ে গড়বো সমাজ অমলিন।

কে গড়েছে রূপের জগতভাববো বসে নির্জনে

পাপ তাড়াবো মিলেমিশেসঙ্গী নিয়ে বীর জনে।

গড়বো সবাই সুখী সমাজবিশ্ব গড়বো দুঃষ হীন।

হাসবে আকাশ,তারার মেলা

ফুলপাখিরা করবে খেলা

নবীর মতো আমরা হবো সত্যবাদী আলামীন

দুখী ধরায় গড়বো আবারআমরা সুখের দিন।

২৫শে ডিসেম্বর ২০২১; বাদ জোহর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭২৯

কাল হাশরে

 দুই কাঁধের দুই ফেরেশতা করছে রেকর্ড সকল কাজ

কাল হাশরে সেই রেকর্ডই বাজিয়ে দেবেন মহারাজ।

দেখবে সবাই নিজের চোখে

কি করেছে সেসুখে দুঃখে

হুবহু সব দেখতে পাবেযা করছে সে নিজে আজ।।

সবাই দেখবে সবার কাজ গোপন কিছু রবে না

সেদিন কিন্তু তোমার পাপ গোপন কিছু হবে না।

ছেলে মেয়েদেখবে বাপ

হায়রে সেসব গোপন পাপ

সবই উঠবে ভেসে পর্দায় যতোই তুমি পাওরে লাজ।

নারী পুরুষ সবার পাপ

ভাসবে হয়ে অভিশাপ

সেই সে কঠিন দিনের কথা ভুলনারে বন্ধু আজ।

দুই কাঁধের দুই ফেরেশতা করছে রেকর্ড সকল কাজ

কাল হাশরে সেই রেকর্ডই বাজিয়ে দেবেন মহারাজ।

২৭শে অক্টোবর ২৯২১; বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৩০

নবীর নামে দরুদ পড়ো

 দ্বীনের আলো সঙ্গে নিয়ে

আল কোরআনের বাণী নিয়ে

মক্কা থেকে দ্বীনের নবী মদীনাতে যায়

তোরা দেখবি যদি আয়

ছুটে ছুটে আয়

শিশু বুড়ো অধীর ব্যাকুল সোনার মদীনায়।

নবীন কিশোর আয়

দেখবি যদি আয়

উটে চড়ে দ্বীনের নবী ঢুকেন মদীনায়

কেউ দাঁড়িয়ে রৌদ্র মাথায়

কেউবা খেজুর ছায়

ফুল শিশুরা নবীর জন্য

আগমনী গান গায়।

ওরেআয়। জীবন গড়ার বাণী নিয়ে

নবী আসেন মদীনায়।

নবীকুলের সেরা তিনি

দুই জাহানের আলো

এই আলোতে যায় পালিয়ে

সকল আঁধার কালো।

এই আলো তুই নিবি আয়

দ্বীনের আলো মাখবি গায়

এ আলো তুই দে ছড়িয়ে সারা দুনিয়ায়।

ওরেআয়আয়আয়।

২৭/১০/২১। বাদ জোহর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৩১

নবীর নামে দরুদ পড়ো

 উম্মতি উম্মতি বলে কান্দেন দ্বীনের নবী

হায়দেখো সে উম্মতের কি বেহাল ছবি।

নামাজ রোযা করে না

ন্যায়ের জন্য লড়ে না

পড়ে না কোরান হাদীস মুসলিম তবু সবি।

উম্মতি উম্মতি বলে যেজীবন করলো পার

কাল হাশরে তাঁর শাফায়াত হবে রে দরকার

তাঁর নির্দেশ না মেনে তুই কেমনে মুসলিম রবি।

যার সুপারিশ কাল হাশরে করবে দুর্দিন পার

ওরে তুই ভক্তি ভরে দরুদ পড়িস তার।

এই মিনতি করছে অধম বাংলাদেশের কবি।

২৮শে অক্টোবর ২০২১বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৩২

সেই তো আমার জয়

 চোখের তীরে মারলি আমায়হাতের তীরে নয়

এমন সুখের মরণ আমার বার বার যেনো হয়।

মরায় নাইরে কোন ভয়

মরায় আসে শুধু জয়

কে বলেছে মরণে হয় এ জীবনের ক্ষয়।

মরণ মানে জীবন যুদ্ধে আরো একবার জয়।

ছিনু সে কোন আলোর দেশে

মায়ের কোলে এলাম ভেসে

কেউ কি বলবেএটা আমার ছিল পরাজয়?

আসা যাওয়ার মজার খেলা মরণ কেমনে হয়।

এলাম বলে মরতে পারলাম

মরণের সুখ মরে জানলাম

ভালবেসে হেসে হেসে জীবন করলাম ক্ষয়।

তোমার ডাকে সাড়া দিলে মরণ কেমনে হয়।

এসেছিই তো মরবো বলে

আসলে সবাই যায়রে চলে

না মরলে কি আশেক মাশুক মিলন কভু হয়?

মিলনের যে কি সুখ সেটামরেই পেতে হয়।

শুধু আরজি একটা প্রভু

আর কিছু না চাইব কভু

তোমার নয়ন প্রেমের বানে মরণ যেনো হয়।

সেইতো আমার পরম সুখসেইতো আমার জয়।

৪ঠা নভেম্বর ২০২১; বাদ ফজর

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৩৩

তিনি রাহমাতুল্লিল আলামীন

 রাহমাতুল্লিল আলামীন তিনি

রাহমাতুল্লিল আলামীন

তিনি তো নন কোন মতেই

শুধু মুসলেমীন।

কোরআন নিয়ে এলেন তিনি

আলোর মশাল দিলেন তিনি

তিনি এলেন সাথে এলো

ধরায় সত্য দ্বীন

তিনি এলেন উঠলো ভেসে

সোনালী সুদিন।

আনলেন তিনি সাম্য বাণী

উঠলো হেসে জিন্দেগানী

ইসলাম হলো জীবন বিধান

পূর্ণাঙ্গ এক দ্বীন।

যার ছোঁয়াতে ছড়িয়ে পড়ে

মানবতার চিন।

হক ইনসাফ সবার জন্য

নাই ভেদাভেদনাই দৈন্য

নারী পুরুষসাদা কালো

এক কাতারে লীন।

ইসলামে নেই স্বজনপ্রীতি

নেই জুলুমের চিন।

নীতির প্রশ্নে ইসলাম সদা

চির আপোষহীন

ধনী গরীবজাতিধর্ম

এক কাতারে লীন।

৫ই নভেম্বর ২০২১; বাদ এশা

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৩৪

ধন্য আমি ধন্য

 দুনিয়াটা আল্লাহর

তুমি আমি সব তাঁর

জগতের সবকিছু মানুষের জন্য

তাঁর আমি খলিফা,ধন্য আমি ধন্য।

সৃষ্টি তাঁর অসীম অপার

গাছপালা প্রাণী বেশুমার

তিনি মালিক,আমি তাঁর বান্দা নগন্য

তাঁর আমি খলিফা,ধন্য আমি ধন্য।

চাঁদ তারা আসমান

জলধিও তাঁর দান

এ জমিনআলো বাযু,আহ কী অনন্য

ধন্য,আমি ধন্য,খলিফা হওয়ার জন্য।

এ জমিন আল্লাহর

দেখভাল খলিফার

দুনিয়ার এতো কিছু মানুষের জন্য

আমি তাঁর খলিফা, ধন্য, আমি ধন্য।

৬ই নভেম্বর ২০২১; বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৩৫

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৩৬

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৩৭

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৩৮

শোনেন শোনেন

 শোনেন শোনেন ভাইবোনেরা

শোনেন দিয়া মন

আইছেন ধরায় যাইবেন আবার

থাকবেন কতক্ষণ।

ও ভাই থাকবেন কতক্ষণ।

আপনি প্রভুর সৃষ্টি এবং

সৃষ্টি মাঝে সেরা

এই কথাটা মনে রেখে

করেন চলাফেরা।

আপনার জন্যই সৃষ্টি হইছে

পাহাড় নদী বন।

আপনার জীবন চাবি দেয়া

হায়াত পুরা বান্ধা

বাড়বেনাতো এক সেকেন্ডও

যতই করেন ধান্ধা।

তবে কেন মানুষ মারার

ফন্দি আঁটেন কন।

আপনার রিজিক গুদাম ঘরে

বাড়া কমা নাই

যার যা রিজিক সেটুকুইতো

আমরা সবাই খাই।

তবে কেন কাড়েন আপনি

পরের সম্পদ ধন।

বানান আপনি বালাখানা

বাগান বাড়ি ঘর

সেই বাড়িতে বসত করে

দুষ্ট কিছু চর

আপনার নিজের বাড়ি কিন্তু

আন্ধা কবর খান।

মন্দ যতো কামকাজ আছে

জলদি করে ছাড়েন

ভাল কাজে পারেন যদি

একটু আগে বাড়েন

এখন থেকে ভাল কাজের

করেন আপনি পণ।

২৭/৫/২২। বাদ মাগরিব। 

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৩৯

কেমন মুসলমান

 কেমন মুসলমান গো তুমি

কেমন মুসলমান?

পাশ করেছো বিএ এমএ

পড়োনি কোরান।

পাঞ্জেগানা নামাজ পড়ো না

হারাম থেকে একটু নড়ো না

করো না দ্বীনের কাজ

পড়ো না কোরান।

ফরজ মানে করতেই হবে

তুমি কি তা করো?

পড়তে হবে কোরান হাদীস

তুমি কি তা পড়ো?

তারপরেও দাবী করো

তুমি মুসলমান?

আকিমুদ্দীন খোদার হুকুম

কায়েম করা চাই

দ্বীন কায়েমের পেরেশানী

তবু তোমার নাই

তুমিই বলো তবে তোমার

থাকে কি ঈমান?

যে মানে না কোরান হাদীস

পরের হক যে খায়

তসবি টিপে সে কি তবে

বেহেশত যেতে চায়

বেহেশত পাবে না মেনে কি

খোদায়ী বিধান?

৩০/৫/২২। বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৪০

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৪১

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৪২

গাজীপুরের আঞ্চলিক গান

 গাজীপুরে যাইও বাহে জেফত দিয়া যাই

নানা রহম ফলফলারির কোন অভাব নাই।

জেড মাসে কাডোল পাইবা

কাঁচা আমের ভর্তা খাইবা

হরফি লেচু আনারসের কোন অভাব নাই।

পাপ্পা কেমোন মজা লাগে খাইয়া দেইহো ভাই।

চিতই পিডা তেলের পিডা মজা কইরা খাইও

সাহস থাকলে বেলাই বিলে কোষা তুমি বাইও।

বিলে অনেক শাপলা আছে চলো তুলতে যাই

পুষ্কুনিতে মাছও আছে চলো ধরতে যাই।

গাজীর বেটা গাজী আছে

যত্ন করতে রাজি আছে

বনে ঢুকে চলো আমরা বেতুন তুলে খাই।

সবই আছে গাজীপুরে চলো খাইতে যাই।

৬/৭/২২। বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৪৩

তারাতারি আডে যান

(গাজীপুরের আঞ্চলিক গান)

 জামাই আইছে মাইয়া লইয়া

তারাতারি আডে যান

পেইজ আনবেন বেশী কইরা

যদি আডে ইলশা পান।

রাতা দিছি জবো কইরা

জামাই খাইবো পরাণ ভইরা

খাওয়ার পরে জামাইর জন্য

নিয়া আইসেন গুয়া পান।

খাইতে দিছি কালো জাম

আরো দিছি সিঁদুর আম

পান্না কাডোল ঘর ভরা,

কয়ডা আডে নিয়া যান।

তেলের পিডা জামাই খায়

ফুলের পিডা মাইয়া চায়

হাইঞ্জার আগে আইয়া পইরেন

তেলের শিশি লইয়া যান।

৬/৭/২২। বাদ জোহর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৪৪

বিবেক লাগাও কাজে

 আমি লিখতে জানি, কিন্তু আমি গাইতে জানি না

মানুষ নাকি ঘুষ খায়, আমি খাইতে জানি না।

তোমার হুকুম জগত মানে

তারা তোমার হুকুম জানে

আমি এমন অধম তোমার হুকুম জানি না।

যেটুক হুকুম জানি মাওলা তাওতো মানি না

মনগড়া সব কথা মানি, তোমার বানী না।

তোমার হুকুম পায়ে দলি

নফসের হুকুম মেনে চলি

তার কি হাশর হবে জানি, তবু মানি না।

তুমি বলো ফজর পড়ে, রিজিক তালাশ করতে

হুজুর বলেন, নামাজ শেষে তসবি এবার ধরতে।

কোনটা করবো বুঝি না হায়

বোকার ফসল পাগলে খায়

নফসকে লাগাই কাজে আমরা বিবেক লাগাই না।

৮/৭/২২। বাদ মাগরিব।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৪৫

ঈদুল আযহার গান

 পশুর সাথে পশুত্বটাও

করো সবাই কোরবানী

ঈদুজ্জোহার এইতো চাওয়া

এইতো ঈদের সুর-বানী।

কোরবানী দাও হিংসা ও লোভ

কোরবানী দাও ঘৃণা ও ক্ষোভ

ঈদুল আযহার বরকতে দাও

দূর করে সব নফসানী।

কোরবানী দাও বিভেদ প্রথা

ঝগড়া ও রাগ, দ্বন্দ্ব

কোরবানী দাও মনে জমা

যতো রকম মন্দ।

কোরবানী দাও পাশবিকতা

হাজার রকম শয়তানী।

কোরবানী দাও অহংকার ও

লোভ, লালসা, রিয়া আজ

কোরবানী দাও মহান প্রভুর

নিষিদ্ধ সব মন্দ কাজ

কোরবানী দাও নিজের খাহেশ

আল্লাহর যতো নাফরমানি।

৯/৭/২২। বাদ জোহর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৪৬

প্রভু তুমি ক্ষমাকারী

 প্রভু তুমি ক্ষমাকারী

আমরা তোমার প্রেম ভিখারী

ক্ষমা করে দাও না সকল

মুমীন বান্দার পাপ

কবুল করো আমার তওবা

আমার অনুতাপ।

ভুল করেছি মনের খোশে

ভুল করেছি স্বভাব দোষে

ভুল করেছি শয়তানের

চেষ্টা অভিশাপে

মাফ করে দাও সকল গুনাহ

ছোঁয় না যেন আমায় কভু

দোযখের উত্তাপ।

পাপী বান্দা হাত তুলেছি

মন্দ চিন্তা সব ভুলেছি

কবুল করো আমার তওবা

আমার অনুতাপ

মাফ করে দাও আমার গুনাহ

আমার সকল পাপ।

১২/৭/২২। বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৪৭

নবী প্রেমের গান

 নবীর প্রেমে হয়নি যার চিত্ত পেরেশান

কি করে হয় সেজন বলো মুমীন মুসলমান।

ভাই বেরাদর পুত্র স্বজন

নবী যে তার চেয়ে আপন

এ বিশ্বাস না থাকলে মনে

এ বিশ্বাস না থাকলে মনে

থাকে না ঈমান রে, থাকে না ঈমান।

নবীর নামে দরুদ পড়েন আল্লাজি মহান

নবীর নামে দরুদ পড়েন বিশ্বাসী ইনসান

তিনি শোনান আল্লার বানী, পবিত্র কোরান

কোরান যারা মানে তারাই হয়রে মুসলমান।

যে মানেনা আল্লাহ রাসুল, সে নয় মুসলমান

সে মানুষকে বলতে পারো নাদান, নাফরমান

বলতে পারো তাকে তুমি ইবলিশ ও শয়তান

নবী প্রেমের পাগল ছাড়া হয় না মুসলমান।

১৫/৭/২২। বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৪৮

শৈশবের দিনগুলো

 শৈশবের দিনগুলো আসবে না আর

মনে হলে ভিজে যায় আঁখি বার বার।

দেখবে না মানুষ আর ডাঙ্গুলি খেলা

চিনবেনা কোষা নাও, কলাগাছ ভেলা

স্মৃতিগুলো পিছু তবু ডাকে বার বার

শৈশবের দিনগুলো আসবে না আর।

মায়ের বকুনি ভরা সোহাগী সে মার

সেই দিন ফিরে কভু আসবে না আর।

আসবে না দরজার ফাঁকে পলায়ন

আসবে না গুরুদের সোহাগ শাসন।

মনে হলে আঁখি শুধু ভিজে বার বার।

শৈশবের দিনগুলো আসবে না আর।

তালের পাতার বাঁশি, অকারণ হাসি

কেমন আছিস আর বলবে না আসি

স্মৃতিময় সে শৈশব আসবে না আর

মনে হলে চোখ শুধু ভাসবে সবার।

শৈশবের দিনগুলো আসবে না আর।

অতীতের দিনগুলো ভোলা বড়ো দায়

অকারণ পিছু ডাক বলে আয়,আয়।

শৈশবের দিনগুলো আসবে না আর

মনে হলে আঁখিপাতা ভিজে বার বার।

১৫/৭/২২। বাদ মাগরিব।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৪৯

লা-ইলাহা ইল্লাল্লাহ

 আল্লাহ ছাড়া মাবুদ নাই

লা-ইলাহা ইল্লাল্লাহ

দমে দমে জপো রে মন

লা-ইলাহা ইল্লাল্লাহ।

লা-ইলাহা ইল্লাল্লাহু

লা- ইলাহা ইল্লাল্লাহ।

 

তিনি আদি তিনি অন্ত

লা-ইলাহা ইল্লাল্লাহ

নাই কেহ নাই শরীক তাঁর

লা-ইলাহা ইল্লাল্লাহ।

লা-ইলাহা ইল্লাল্লাহু

লা- ইলাহা ইল্লাল্লাহ।

 

আল্লাহ আল্লাহ জপো মন

হৃদয় হবে উজালা

মালিক তিনি এ ধরনীর

লা-শরীক তিনি একাল্লাহ।

লা-ইলাহা ইল্লাল্লাহু

লা- ইলাহা ইল্লাল্লাহ।

 

আল্লাহ নামটি জপো মন

এ নাম জপে পায় রতন

এ নাম জপে বিশ্ব ভূবন

লা-ইলাহা ইল্লাল্লাহ।

লা-ইলাহা ইল্লাল্লাহু

লা- ইলাহা ইল্লাল্লাহ।

 

বলো, লা-ইলাহা ইল্লাল্লাহ

বলো লা- ইলাহা ইল্লাল্লাহ।

লা-ইলাহা ইল্লাল্লাহু

লা- ইলাহা ইল্লাল্লাহ।

 ২৪ জুলাই ২০২২; বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৫০

শোকরিয়া শোকরিয়া

 শোকরিয়া শোকরিয়া আল্লাহ

শোকরিয়া তোমার

কোরান দিলে জীবন বিধান

সঙ্গে নবী সরোয়ার।

শোকরিয়া তোমার।

তোমার শোকর করবো প্রভু

ভাষা আমার নাই

তোমার অতুল রহম আল্লাহ

কেবা দেখে নাই।

কেউ কি আছে তোমার সৃষ্টি

করবে সে সুমার।

প্রভুশোকরিয়া তোমার।

তোমার শোকর করি প্রভু

বিস্ময়মাখা মনে

শোকর করি কন্ঠ ছেড়ে

কভু সংগোপনে।

শুধু জানি তোমার কুদরত

অনন্ত অপার।

প্রভুশোকরিয়া তোমার।

জন্ম দিলে জীবন দিলে

মরণ দেবে তুমি

আমার জীবন কাটুক প্রভু

তোমার ও-নাম চুমি।

এ জীবনে যা পেয়েছি

সবই বেশুমার।

প্রভুশোকরিয়া তোমার।

২৪/৭/২২। বাদ জোহর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৫১

ইয়া মুহাম্মদ কামলেওয়ালা

  ইয়া মুহাম্মদ কামলেওয়ালা

সালাম লহসালাম লহ

সাল্লেআলাসাল্লেআলা

আল্লাহর প্রিয় হাবীব তুমি

মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

ইয়া মুহাম্মদ কামলেওয়ালা।

সোবহানাল্লাহসোবহানাল্লাহ

ওগো পেয়ারে হাবীবাল্লাহ

তুমি দিলে কালামুল্লাহ

বললে প্রভু এক আল্লাহ

লা-ইলাহা ইল্লাল্লাহ

পড়ো সবাই সোবহানাল্লাহ।

ইয়া মুহাম্মদ সাল্লেল্লাহ

তুমি পেয়ারে হাবীবাল্লাহ।

নিখিল ধরার তুমি রহমত

আমি হলাম তোমার উম্মত

এ যে আমার খোশ কিসমত

ওগো আমার নাবীয়াল্লাহ

লা-ইলাহা ইল্লাল্লাহ

তুমি আমার ধ্যানের ছবি

ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ

তুমি আল্লাহর হাবীবাল্লাহ।

স্বপ্ন আশায় তোমারে চাই

ভালোবাসায় তোমারে চাই

হাশর মাঠে তোমারে চাই

ওগো প্রিয় নাবীআল্লাহ

ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ

তুমি পেয়ারে হাবীবাল্লাহ।

২৫শে জুলাই ২০২২; বাদ ফজর

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৫২

না না থামবো না

 না না থামবোনা থামবোনা থামবোনা আর

থামারতো দেয়নি হুকুম প্রিয় বাহবার।

আমাদের এ মিছিল চলবে

মিথ্যাকে দুপায়ে সে দলবে

অন্যায় ও জুলুম আমরাই রুখবো বার বার।

বাতিলের বিষদাঁত ভাঙবো

খোলাফার যুগ ফের আনবো

চলবেনা চলবেনা আর কোন শয়তানি কারবার।

আলোর মশাল দেশে ছড়াবো

ভালবেসে বুকে বুক জড়াবো

আমরাই তাড়াবো মানুষের বুকের আঁধার।

সত্যের সৌরভ ছড়াবো

মিথ্যার অমানিশা তাড়াবো

সাম্য ও শান্তি আনবোই সমাজে বারবার।

 ২৭শে জুলাই ২০২২; বাদ ফজর

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৫৩

শেষ ঠিকানা

 হায়,

কোথায় ছিলাম, কোথায় আছি,

কোথায় থাকবো দুদিন পর

কোথায় থাকবে নারী, গাড়ি

কোথায় থাকবে দালান ঘর।

আহা আমার শেষ ঠিকানা

সাড়ে তিন হাত মাটির ঘর।

সুদ ঘুষ খাইলাম করলাম বাড়ি

সম্পদ গড়লাম কাড়ি কাড়ি

সবই আমি যাবো ছাড়ি

কবরের ভেতর।

আহা আমার শেষ ঠিকানা

সাড়ে তিন হাত মাটির ঘর।

তবু করি পাপ যে শতো

জানি না তার শাস্তি কতো

চলবে সাজা অবিরত

এই তো আমার শেষ হাশর।

আহা আমার শেষ ঠিকানা

সাড়ে তিন হাত মাটির ঘর।

সময় থাকতে ছাড়লে পাপ

করলে তওবা , অনুতাপ

হয়তো যাবে এ অভিশাপ

এখনি হ মন তৎপর।

আহা আমার শেষ ঠিকানা

সাড়ে তিন হাত মাটির ঘর।

১/৮/২২। বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৫৪

লা-ইলাহা ইল্লাল্লাহ

 দমে দমে বলো রে মন

লা-ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ ছাড়া ইলাহ নাই

ইলাহ শুধু এক আল্লাহ।

আমরা সবাই বান্দা তাঁর

এ পৃথিবীর সবই তাঁহার

তিনি মালিক তিনি খালিক

তিনিই মাবুদ সোবহানাল্লাহ।

তিনিই কেবল বিধান দাতা

তিনি ছাড়া নাই রে ত্রাতা

একজনই তাঁর প্রিয় হাবীব

মুহাম্মদুর রাসুলুল্লাহ।

চলতে হবে তাঁরই পথে

তাঁরই দেয়া বিধান মতে

পথ দেখাবেন বিশ্বনেতা

মুহাম্মদ ইয়া হাবীবাল্লাহ।

তাঁর বিধানের দলীল কোরান

তাতেই আছে সকল ফরমান

তিনিই আদি তিনিই অন্ত

অমর শুধু এক আল্লাহ।

লা-ইলাহা ইল্লাল্লাহ।

৭/৮/২০২২বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৫৫

উড়াল পাখি

 মন হয়েছে উড়াল পাখি

বুঝাইলে মন বুঝে না

মন যেতে চায় অচীন দেশে

স্টেশন সে খোঁজে না।

সে জানে তার নিজের বাড়ি

অচীন দেশের নিঝুম গাঁয়।

তাই তো এ মন সকল ফেলে

অচীন দেশে যেতে চায়।

মন উড়ে যায় অচীন দেশে

মেঘের ওপর ভেসে ভেসে

সে যেতে চায় নিজের বাড়ি

পরের বাড়ি খোঁজে না।

বুঝাইলে মন বুঝে না।

আগে যদি জানতো পাখি

বাসা মানেই বাড়ি না

তবে তো সে উড়ে যেতো

বলতো না সেপারি না।

উড়াল পাখি উড়ে যায়

মন কি তার যেতে চায়

সে যেতে চায় নিজের বাড়ি

আর কিছু সে খোঁজে না।

৮/৮/২০২২বাদ জোহর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৫৬

নিজের মালিক নিজে নই

 নিজের মালিক নিজে নই

নিজের চিন্তায় অস্থির রই

জানিনা মাফ পামু কিনা

পরের কথা কেমনে কই?

অ আমি

পরের কথা কেমনে কই?

আমার পাপের নাই রে সীমা

নাই রে পাপের জীবন বীমা

তোমরা যখন ফুর্তি করো

আমি চিন্তায় মগ্ন রই।

অ আমি

পরের কথা কেমনে কই?

দুই ফেরেশতা করছে হিসাব

তাই ধরেছি কোরান কিতাব

দোযা করো দিন রজনী

এতেই যেনো মগ্ন রই।

অ আমি

পরের কথা কেমনে কই?

যারা করছে ভাল কাজ

তাদের দেখে পাইরে লাজ

আমি কেনো সংগোপনে

তবু পাপে মগ্ন রই।

অ আমি

পরের কথা কেমনে কই?

১২/৮/২০২২বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৫৭

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৫৮

অচিন গাঙের নাইয়া

 অচিন গাঙের নাইয়া

কোন দেশে যাও মাঝি তুমি

সাধের তরী বাইয়া।

গাঙের কূল নাই কিনার নাই

সামনে অথৈ ঢেউ

একলা একা দিচ্ছো পাড়ি

সঙ্গী নাই কি কেউ।

মাঝে মাঝে দেখছো কি গো

আকাশ পানে চাইয়া।

অচিন গাঙের নাইয়া।

কেউ নাই তোমার সঙ্গী সাথী

কে বলেছে ভাই

এক জীবনের আমলনামা

সঙ্গে কি তোর নাই?

পিছন ফিরে তবে কেনো

বার বার দেখো চাইয়া।

অচিন গাঙের নাইয়া।

মালিক তোমায় ডাক দিয়াছে

আয়রে ফিরে আয়

নাও যে তোমায় নিয়ে যাবে

নিঃসীম নিরালায়।

নিজের বাড়ি যাবে তুমি

তোমার এ নাও বাইয়া।

অচিন গাঙের নাইয়া।

২৩/৮/২০২২বাদ জোহর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৫৯

আল্লাহ যদি সহায় হয়

 আল্লাহ যদি সহায় হয়

সবকিছুই সহজ হয়

কোরান যদি সঙ্গে রয়

বেহেশত পাওয়া সহজ হয়।

লাগলে কিছু তাঁর কাছে চাও

তাঁর রহমের শোকর জানাও

তাঁরেই তুমি ভালোবাসো

তারেই তুমি করো ভয়।

এই দুনিয়া মেহমানখানা

নামাজ পড়ো পাঞ্জেগানা

তোমার জীবন সফল হবে

তিনি যদি সহায় রয়।

হক মেরোনা ধরায় কারো

পূণ্য বাড়াও যতো পারো

পরের হক তো মাফ করে না

তওবা করলেও জগতময়।

পালাবার তো পথ পাবে না

তোমার পাপও কেউ নেবে না

পাপের শাস্তি জাহান্নাম,

তারে সবাই করো ভয়।

হারাম ও লোভ দাও না ছেড়ে

হক নিও না কারো কেড়ে

আল্লাহ যদি নারাজ হয়

সবই পর হয় বিশ্বময়।

২৬/৮/২০২২বাদ এশা।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৬০

আশায় আশায় দিন চলে যায়

 আশায় আশায় দিন চলে যায়

মাস চলে যায় স্বপ্ন দেখে

শ্বাস চলে যায় সেই মানুষের

অপূর্ণ সব স্বপ্ন রেখে।

মানুষ বেঁচে থাকে আশায় আশায়।

আশার পেছনে মানুষ শুধু দৌড়ায়।

শুধু দৌড়ায়শুধু দৌড়ায়।

এক আশা মিটে গেলে হাজার আশা

আশা দিয়ে মানুষের হৃদয় ঠাসা

যত পায় তত আরো মন পেতে চায়।

আশার পেছনে মানুষ শুধু দৌড়ায়।

শুধু দৌড়ায়শুধু দৌড়ায়।

যতো ছুটে ততো আরো আশা বড় হয়

অতি আশা ডেকে আনে ধ্বংস প্রলয়।

আশার কুহকে পড়ে তবু তড়পায়

আশার পেছনে মানুষ শুধু দৌড়ায়।

শুধু দৌড়ায়শুধু দৌড়ায়।

দিন চলে যায়মাস চলে যায়,

শ্বাস চলে যায় তবু

আশাহীন তো হয় না মানুষ

কোন কালেই কভু।

মানুষ তো বেঁচে থাকে অনন্ত আশায়

আশার পেছনে মানুষ শুধু দৌড়ায়।

শুধু দৌড়ায়শুধু দৌড়ায়।

১/৯/২০২২বাদ আছর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৬১

তুমিই আমার সব

 ওগো আমার রব

তুমিই আমার সব

তোমার গুনগান করে মাওলা

পাখির কলরব।

দমে দমে তোমায় আমি

করি অনুভব।

আমার ওপর রহম করো

পাপের থেকে বাঁচাও

আমার সময় কাটে যেনো

তুমি মাওলা যা চাও।

তুমিই আমার মালিক মাওলা

তুমিই আমার সব।

জীবন যেনো কাটাই মাওলা

তোমার রশি ধরি

তোমার কাজে মগ্ন থেকে

আমি যেনো মরি।

তোমার জন্য বরাদ্দ থাক

দুনিয়ার উৎসব।

কবর দেশে যাবে যখন

আমার নিথর শব

যেদিন আমি হয়ে যাবো

একান্ত নিস্প্রভ।

কেউ যাবে না সঙ্গে সেদিন

তুমিই রবে রব।

তাইতো তোমায় বলি মাওলা

তুমিই আমার সব।

ওগো আমার রব।

২/৯/২০২২বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৬২

ক্ষমা করে দিও

 একদিন না বলে হুট করে চলে যাবো তোমার মত

কারো কারো বুক জুড়ে রেখে যাবো অমলিন ক্ষত।

পড়ে রবে বাড়ি গাাড়ি যশ খ্যাতি সব

আল্লাহর কাছে যাবো ছেড়ে কলরব।

তাঁর কাছে সবারই যেতে হবেহয়ে অবনত।

জানিনা সেদিন আমার কি হবে উপায়

পূণ্য আমল ছাড়া সবইহবে নিরূপায়

পাপ পূণ্য সঙ্গী হবে করেছি যা যতো।

সেদিন আমার জন্য কেঁদো নারে ভাই

করজোড়ে সবার কাছে ক্ষমা শুধু চাই

ক্ষমা করে দিও যারে দিয়েছি ব্যথা যতো।

আচরণে যদি মনে কষ্ট দিয়ে থাকি

নিজগুণে তা আজ দাও সবে ঢাকি।

আমার জন্য দোয়াকরো অবিরত।

৩/৯/২০২২বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৬৩

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৬৪

আমি লক্ষ্যা পাড়ের ছেলে

আমি লক্ষ্যা পাড়ের ছেলে

আমি পাল তুলে গান গাই

বিপদ বাঁধা আসলে আল্লাহ

তোমার মদদ চাই

মাওলা তোমার রহম চাই।

আমার ভয়ের কিছু নাই

আল্লাহর নামটি নিয়ে আমি

নদীতে নাও ভাসাই।

আসলে বিপদ আসলে ঝড়

বাঁচাও আল্লাহ আমার ঘর

যতোই আসুক কষ্ট

তোমার রহম চাই

শুধু তোমার রহম চাই।

আমি লক্ষ্যা পাড়ের ছেলে

আমি পাল তুলে গান গাই

আল্লাহ আমার সহায়

আমার ভয়ের কিছু নাই।

৯/৯/২০২২বাদ জুম্মা।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৬৫

আল্লাহ সোবাহান

 আল্লাহ সোবাহান বলো

আল্লাহ সোবাহান

সুমার করা যায় না তার

অসীম দয়ার দান।

তোমার সুখের জন্য আল্লাহ

গড়লেন এ জাহান

গড়লেন তিনি চাঁদ সিতারা

জমিন ও আসমান।

দিলেন তিনি ঝর্ণা পাহাড়

নদীর কলতান

দিলেন তিনি বনবনানী

পাখপাখালীর গান।

যেনো তুমি বুঝতে পারো

তিনি মহীয়ান

যেনো তাহার গাইতে পারো

তসবি গুণগান।

৯/৯/২০২২বাদ আছর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৬৬

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৬৭

দাও আবহায়াত

 আমাদের হৃদয়ে দাও মিল মুহাব্বাত

দাও দাও অনন্ত প্রেম ও খুলুসিয়াত।

মানুষের পাশে দাঁড়াবার দাও শক্তি

দাও দাও তোমারে যেন করি ভক্তি

তোমার নামে যেনো করি প্রাণপাত।

মায়া আর মমতায় দীল দাও ভরে

আমি যেন হয়ে যাই সকলের তরে

আবার ধরাতে দাও ইনসানিয়াত।

আর কিছু চাওয়া নাইওগো দয়াময়

অন্তরে দাও তোমার প্রেম আর ভয়

এ দেশের তরে দাও খাস রাহমাত।

মানবতা চাষ হোক আমাদের ঘরে

হিংসা বিভেদ সব যাক যাক মরে

তৃষিত অন্তরে প্রভু দাও আবহায়াত।

২৬/৯/২০২২বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৬৮

তোমাকেই ভালবেসে যাবো

 যতক্ষণ জ্ঞান আছে

তোমাকেই ভালবেসে যাবো

তোমার নামেই প্রেমের নাও ভাসাবো।

এ জীবনে আর কোন স্বাদ নাই

তুমি যদি সাথে থাকো

আর কোন দুখ নাই

তোমার নামে গান শুধু গেয়ে যাবো।

যদি অচেতন হয়ে যাই

যদি থেমে যায় গান

সেই দিন ওগো তুমি ভালবাসা দিও

তুমি ছাড়া প্রেম আর কার কাছে পাবো।

আমার ভালবাসা যদি হয় শেষ

তোমার প্রেম প্রিয় জানি অনিশেষ

জীবনে মরণে তোমার প্রেম শুধু চাবো।

২৮/৯/২০২২বাদ জোহর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৬৯

মাফ করো পাপ

 ভুলগুলো ফুল করোমাফ করো পাপ

দমে দমে প্রভু এই করি শুধু অনুতাপ।

আকাশের চেয়ে এই মন করো বড়ো

আমার এ হৃদয় তুমি সুবিশাল করো।

এ হৃদয়ে ভরে দাও ক্ষমারই প্রভাব।

তোমাকে বাসে যেনো এই মন ভালো

এ হৃদয়ে ভরে দাও কোরানের আলো

প্রেম দাও এই বুকে মুছে অভিশাপ।

ফুলপাখিনদী যেন ভালবাসি রোজ

এই বুকে যেন লোকে দয়া করে খোঁজ

সবারে বিলাই যেনো প্রেমের উত্তাপ।

রহমাতুল্লিল আলামিনের বানাও উম্মত

সকলের তরে বানাও একান্ত রহমত।

দাও শক্তি জগতের থামাতে বিলাপ।

১০/১০/২০২২বাদ জোহর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৭০

আল্লাহর শানে

আমার গানের কথা নয়তো আমার

কোরানের বানী আমি তুলে আনি গানে

যেই গান শিহরণ তোলে মনে প্রাণে।

যেই গান পৃথিবীতে কল্যাণ আনে।

কটু কথা কাউকেই বলো না তুমি

চেয়োনা মন্দ কারো দীল রাখো সাফ

বিনিময়ে আল্লাহর পেয়ে যাবে মাফ

পৃথিবী ভাসবে আবার মঙ্গল বানে।

হাসি মুখে বলো কথা সওয়াব পাবে

খুশি মনে আল্লাহর দরবারে যাবে।

সকলের দোয়া পাবে পার হবে নদী

আল্লাহর রহম তুমি পাবে নিরবধি।

এই কথা উঠুক ফুটে মোমিনের গানে

এসো সবে গান গাই আল্লাহর শানে।

১৫/১০/২০২২বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৭১

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৭২

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৭৩

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৭৪

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৭৫

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৭৬

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৭৭

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৭৮

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৭৯

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৮০

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৮১

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৮২

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৮৩

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৮৪

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৮৫

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৮৬

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৮৭

আমার মন ছুটে যায়

 আমার মন ছুটে যায় সবুজ শ্যামল গায়

যেথা দোয়েল শ্যামা মধুর গান শোনায়।

 

বিলের জলে শাপলা শালুক ফোটে

ভোর বিহানে রাঙা সুরুজ ওঠে।

প্রভুর নামের বন্দনাগীত ফিঙে পাখি গায়।

 

আয় কে যাবি আপন আপন গায়

যেখানে মা শুয়ে আছে মাটির বিছানায়।

 

শুয়ে আছে বাজান আমার, শুয়ে আছেন ভাই

তাদের জন্য দোয়া করার গাঁয়ে কেহ নাই।

পাষাণ শহর ছেড়ে তোরা মায়ের কাছে আয়।

 

আমার মন ছুটে যায় সবুজ শ্যামল গায়

ইট পাথরের শহরে আর মন টেকে না হায়।

 

খোলা আকাশ, মুক্ত বাতাস

ঘুরে বেড়ায় ফুলের সুবাস

যে গ্রাম আজ তোমার পরশ চায়।

১২/২/২৩। বাদ এশা।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৮৮

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৮৯

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৯০

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৯১

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৯২

শ্রমিক মালিক সম্পর্ক

 শ্রমিক ও মালিক এক আদমের জাত

দুইজনে মিলে আনে সোনালী প্রভাত।

তাতে যদি লাগে কোন দ্বন্দ্ব

কারখানা হতে পারে বন্ধ

দুজনের ভাগ্যেই তাতে আসে রাত।

তাতে শুধু বেদনার বাড়ে উৎপাত।

 

লাভ নয়, লোকসান তাতে শুধু বাড়ে

বিপদটা টের পায় দুজন হাড়ে হাড়ে।

তাতে শুধু ক্ষতি হয়

গুণীজন তাই কয়

দুজনেই মিলে যাও, ছাড়ো সংঘাত।

দুজনেই পাবে তবে খেতে দুধ ভাত।

 

শ্রমিকের ঘাম আর মালিকের পুঁজি

যদি যায় মিলে তবে বেড়ে যায় রুজি।

দুজনেরই লাভ হয়

যদি তাদের ভাব হয়

পরষ্পর মিলে যায়, থাকে না তফাৎ

কারো হক মেরে কেউ পায়না নাজাত।

২৬/৩/২৩। বাদ এশা।

 আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৯৩

মানুষ খুব বদলে গেছে

 মানুষ খুব বদলে গেছে

আগের মতো নেই

বদলে গেছি তুমি আমি

আমরা সকলেই।

 

সকাল বেলার মিষ্টি হাসি

বলতো যখন ভালবাসি

সন্ধ্যা হলেই সে হাসিটাও

মুছতো নিমিষেই।।

কিশোর কালের মাতামাতি

কৈশোর গেলে নেই।

 

কোথায় গেল জোয়ারভরা

নদীর কলতান

কোথায় গেল বাকুম বাকুম

কবুতরী গান।

কচি শিশুর কোমলতা

বুড়োর মুখে নেই।

শান্ত ভোরের স্নিগ্ধতা যায়

প্রতি সন্ধ্যাতেই।

 

রাত যত হোক নিকষ কালো

তবু তোমায় লাগতো ভালো

যৌবনের সুখ জমা থাকে

সবুজ পাতাতেই।

অপরূপ এ জীবনের সুখ

শুকনো পাতায় নেই।

 

দিন চলে যায় সংগোপনে

আঁধার নামে সান্ধ্য গানে

আলোর জন্য মানুষ কাঁদে

অমা নিশিতেই।

 

ফুলের কলি ফুল হয়ে যায়

আলো আসে যার ইশারায়

তাঁর গুণ গায় তরুলতা

পাখি সকলেই।

 

মানুষ খুবই বদলে গেছে

আগের মতো নেই

বদলে গেছি তুমি আমি

আমরা সকলেই।

২৮/৩/২৩। বাদ মাগরিব।

 আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৯৪

এ রোজাই শেষ রোজা যদি হয় হায়

 এ রোজাই শেষ রোজা যদি হয় হায়

হাশরের দিন আমার কি হবে উপায়।

 

রহমের চোখে আল্লাহ একটু তাকাও

গুনাখাতা যত আছে মাফ করে দাও।

আমার এ পাপী প্রাণ কাঁদে নিরালায়।

 

সিয়ামের উছিলায় দিলে এ সওগাত

ক্ষমা যদি চাই প্রভু দেবে যে নাজাত।

মাফ করে দাও এই রোযার উছিলায়।

 

রাহমানুর রাহীম তুমি দাও দয়া দাও

পাপহীন দাস তুমি আমারে বানাও।

ক্ষমা চাই আমি রব রোযার উছিলায়।

 

এই মাসে দিলে প্রভু পবিত্র কোরআন

আরো দিলে রমযানের মহা অনুদান।

এর উছিলায় বান্দা ক্ষমা যেনো পায়।

১/৪/২৩। বাদ আছর।

 আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৯৫

আবার এলো মাহে রমযান

 আবার এলো মাহে রমযান,

রহমতের দরিয়া।

পূণ্যস্রোতে সিনান করো

সবাই পরাণ ভরিয়া।

 

মাগফিরাতের সময় বয়ে যায়

এমন সুযোগ ভাগ্যবানরা পায়

এমন সুযোগ হারাতে নেই,

কারো ধোঁকায় পড়িয়া।

 

ওরে আমার মনমহাজন

নে লুটে তুই পূণ্য রতন

নূতন করে জীবনটা তোর

নে রে আবার গড়িয়া।

 

জীবন গড়ো ফুলের মত

ফুটুক নেকীর গোলাপ যত

তোমার জীবন গড়ে তোল

কোরান হাদিস পড়িয়া।

১/৪/২৩। বাদ এশা।

 আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৯৬

পাপ করে দাও মাফ

 নাম নিয়েছো রহীম রহমান

পাপ করে দাও মাফ

তোমার হাবীব আমার নবী

দীল করে দাও সাফ।

 

গোনাহখাতা ঢের করেছি

সবই তুমি জানো

সে দীল তুমি দাও না ধুয়ে

ক্ষমা তুমি দানো।

নইলে ক্ষমা পাওয়াটা যে

সবার জন্যই টাফ।

 

এ রমজানে না পাই যদি

মালিক তোমার ক্ষমা

পাপ যদি রয় সবই মাওলা

আগের মতো জমা

কার কাছে কও চাইবো আমি

আমার গুনাহ মাফ?

 

তাইতো আমি বারে বারে

ডুকরে কাঁদি তোমার দ্বারে

তোমার রহম দিয়ে মাওলা

করগো পাকসাফ।

৩/৪/২৩। বাদ ফজর।

 আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৯৭

আমরা হবো ফুল

আজকে আমরা ফুলের কলি

কালকে হবো ফুল

সে ফুলের মধু খোশবুতে হবে

দুনিয়া মশগুল।

 

জুঁই চামেলি গোলাপ বেলী

বলবে হেসে কখন এলি

তোদের খুবই বাসতেন ভাল

পেয়ারা রাসূল।

 

আল কোরানের ছড়িয়ে আলো

দুনিয়া জাহান করলেন ভালো

ঘুচিয়ে দিলেন মানব মনের

ছিল যতো ভুল।

 

ঘুচলো আঁধার হাসলো ধরা

হৃদয় হলো আলোয় ভরা

মানব মনে ফুটলো আবার

ভালবাসার ফুল।

 

সে ফুল আহা পাইলো যে জন

মায়ায় মায়ায় ভাসলো সে মন

প্রেম পরশে ভাসালো সে

সাগর নদীর কূল।

 

আজকে আমরা ফুলের কলি

কালকে হবো ফুল

সবার হাতে বিলিয়ে দেবো

শান্তি সুখের মূল।

বলবো হেসে আমার নবী

পেয়ারা রাসূল।

৪/৪/২৩। বাদ মাগরিব।

আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৯৮

 আসাদ বিন হাফিজ এর গানঃ ৭৯৯

পাখি হয়ে উড়ে যাই

 আমার এমন সাধ্য নাই

পাখি হয়ে উড়ে যাই

সোনার মদীনায়।

 

যেথা ঘুমান দ্বীনের নবী

পূণ্য এবং প্রেমের ছবি

আসমানী চাঁদ ভাগ হয় যার

হাতের ইশারায়।

 

তাঁর নামে আয় দরুদ পড়ি

পূণ্য প্রেমের জীবন গড়ি

এ জীবনকে সফল করি

নবীর উছিলায়।

 

নবীর সেরা নবী তিনি

মহান রবের হাবীব তিনি

তাঁর নামে প্রশংসা গায়

জ্বীন ও ফেরেশতায়।

 

মন চায় আমি উড়ে যাই

দরুদ এবং সালাম জানাই

নবীজীর রওজায়।

৮/৪/২৩। বাদ মাগরিব।

 আসাদ বিন হাফিজ এর গানঃ ৮০০

আবছায়া সন্ধ্যায়

এই নদী তীরে

এই বালু চরে

আবছায়া সন্ধ্যায়

এই মন ছুটে যায়

দূর অজানায়।

 

মনে পড়ে যায়

মৃদুল হাওয়ায়

ফুল পাখি মিশে যায়

বৃক্ষ শাখায়।

 

আমি এক ফেরারী

বাউলের বেশে

এই গাঁও, ওই গাও

ঘুরি সারা দেশে।

 

কই বাড়ি, কই ঘর

সবই আজ হল পর

দেশে পড়ে রই শুধু

দেশের মায়ায়।

 

কাঁধে নিয়া হুলিয়া

যাই সব ভুলিয়া

ছুটে যাই দূর থেকে

দূর অজানায়।

দেশপ্রেম মানুষেরে

কত যে জ্বালায়।

 

আবছায়া সন্ধ্যায়

মন শুধু উছলায়

উতল হাওয়ায়।

আমি তবু ছুটে চলি

দূর অজানায়।

৯/৪/২৩। বাদ জোহর।


No comments

Powered by Blogger.