সিয়ামের মাস এলো-আসাদ বিন হাফিজ

 


আসাদ বিন হাফিজ এর লিখা গান

সিয়ামের মাস এলো

 

সিয়ামের মাস এলো, কিয়ামের মাস

এই মাসে ভাল কাজ করো ভাই চাষ।

 

অকাতরে দান করো যতটুকু পারো

ক্ষতি তুমি করোনা কভু আর কারো।

মনে রেখো তুমি এক আল্লাহর দাস।

 

সাধনায় মন ঢালো, রাগ করা ছাড়ো

শয়তান এলে মনে গলা টিপে মারো

বদ চিন্তা, বদ ভাব, করো সব নাশ।

 

তাকওয়ার গুণে হও তুমি গুণবান

অশ্লীল কাজ থেকে ফিরাও পরান

তুমি হও খাঁটি এক আল্লাহর দাস।

 

ভালোবাসো দেশ, মাটি, সব ইনসান

গড়ে তোল পৃথিবীতে প্রেমের বাগান

মায়া আর মমতার ছড়াও সুবাস।

১৮/২/২৩। বাদ মাগরিব।

 

No comments

Powered by Blogger.