তায়েফের ফুল - অপ্রকাশিত কবিতাঃ ০৮৬

                                                                           

কবিতা-০৮৬ : তায়েফের ফুল

না। আমরা সীমালঙ্ঘন করতে শিখিনি।

আমরা সীমালঙ্ঘন করি না।

যেদিন কোরআনের নির্যাস দিয়ে

ধুয়েছি আমাদের হৃদয়, সেদিন থেকেই

সীমালঙ্ঘন করা আমরা ছেড়ে দিয়েছি।

আর এটা আমরা শিখেছি আমাদের নেতার কাছ থেকে।

 

মনে আছে, তোমরা তাঁর ওপর কি নির্মম অত্যাচার করেছো?

তাঁকে মেরে ফেলার চক্রান্তও করেছিলে।

নির্যাতন সইতে না পেরে তিনি

প্রিয় মাতৃভূমি ছাড়তেও বাধ্য হয়েছিলেন।

চলে গিয়েছিলেন ইয়াসরিব।

কিন্তু না। তাতেও তোমাদের মন ভরলো না।

জিঘাংসা মিটলো না।

তোমরা তাঁকে নিশ্চিহ্ন করার জন্য

আরবের বাঘা বাঘা যোদ্ধাদের জড়ো করলে,

এক হাজার বাছাই করা যোদ্ধা নিয়ে ঝাঁপিয়ে পড়লে

মাত্র তিনশ তের জনের ওপর।

 

কিন্তু, ভাগ্যে তোমাদের বিজয় ছিল না।

পরাজিত হয়ে ফিরে গেলে মক্কায়।

এ পরাজয় তোমাদের মাথায় খুন চাপিয়ে দিল।

আবারো সংঘবদ্ধ হলে তোমরা। আবারো আঘাত করলে।

কিন্তু না, সত্যের বাতি নিভলো না।

 

তিনি তার অনুচরদের নিয়ে মক্কায় হজ্জ করতে গেলেন।

কিন্তু তোমরা ঢুকতে দিলে না।

অপমানজনক শর্তে তাদের তাড়িয়ে দিয়ে

উল্লাস করলে। কিন্তু তারপর?

 

তারপর সে তাড়া খাওয়া মুসলমানরা যেদিন

মক্কা বিজয়ে বের হলেন, সেদিন তাড়া খাওয়া ইঁদুরের মত তোমরা ভয়ে গর্তে ঢুকে গেলে।

 

সেদিন আমরা কিন্তু প্রতিশোধ নেইনি।

এক ফোঁটা রক্তও ঝরতে দেইনি মক্কার মাটিতে।

তোমাদের হিংসার বদলে আমরা দিয়েছিলাম ভালবাসা।

তোমাদের অস্ত্রের আঘাতকে ফিরিয়ে দিয়েছিলাম

ফুল দিয়ে।

 

এরই নাম ইসলাম।

 

কোরানের সৈনিকরা হিংসার বদলে প্রতিহিংসা করতে শেখেনি।

অযাচিত রক্তপাত করা মোমিনের বৈশিষ্ট্য নয়।

তোমার আনবিক বোমা আমি উড়িয়ে দেবো ভালবাসা দিয়ে।

তোমার ক্ষেপনাস্ত্রগুলো প্রচন্ড শীতের রাতে লেপের নিচে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো।

তোমাদের হিংসা ও হিংস্রতা

বৃষ্টির ফোঁটার মত ডুবিয়ে দেবো পুকুরের জলে।

 

ও করোনা, তুই জানিস না, আমরা তায়েফের প্রেমকাননের ফুল।

২৯/০৪/২০২০ ভোর ৫টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.