তবে তাই হোক - অপ্রকাশিত কবিতাঃ ০৪০

                                 

কবিতা-০৪০ : তবে তাই হোক

শনিবারের কথা মনে করো, যখন মানুষবানর হয়ে গিয়েছিল।

মনে করো সমকামীআ'দ জাতির কথা, কিভাবে ধংস হলোসমৃদ্ধ জনপদ।

ইউসুফ আ.কে জুলেখার প্রেম নিবেদনেরকাহিনী কী সবিস্তারে তোমাদের বলা হয়নি?

আল্লাহ তো কিছুই ভুলেন না। এবং তিনিসোনার বাছুরের কাহিনীও তোমাদের বলেছেন।

 

এখনও সময় আছে সাবধান হয়ে যাও।

নয়তো প্রস্তুত হও মিশরের পিরামিড হতে।

ভাবো, হরপ্পা ও মোয়েনজোদারোর কথা!

সেখানকার লোকেরা আজ ইতিহাস হয়েছে। তোমাদেরও কী ইতিহাস হওয়ার সাধ হয়েছে?

 

আল্লাহ সবই পারেন কিন্তু তিনি তাই করেন, যা মানুষ চায়।

তোমরা যেমন চাও, আল্লাহ তাই দেন।যেমন শাসক চাও তিনি তোমাদেরকে তেমন শাসকই দেন।

 

তোমরা যদি চাও,

জালেমই তোমাদের শাসক হোক,

তবে তাই হোক।

জালিম তখন নির্বিচারে তোমাদের ওপর জুলুম করে যাবে।

তোমাদের দোয়া ও কান্না তখনই আল্লাহ কবুল করবেন, যখন তোমরা পাল্টাবে।

আবারো বলছি, তোমরা যদি চাও,

জালেমই তোমাদের শাসক হোক,

তবে তাই হোক।

১৯/১১/২০১৮   ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.