বিভ্রান্তির আঙুর - অপ্রকাশিত কবিতাঃ ০৩৯

                                

কবিতা-০৩৯ : বিভ্রান্তির আঙুর

বিভ্রান্তির উপত্যকা থেকে ফিরে এলো যে কবিরা, তাঁরা এক ভয়ংকর জগতের বর্ণনা দিল।

বললো: সে এক কুহেলী জগত। ঘন কুয়াশায় আচ্ছাদিত।

কারো চোখে আলো নেই। ক্ষিধে পেলে নিজেই নিজের হাড্ডি চিবায়। তারা কিছু দেখেও না, শোনেও না।

 

তারা খুব যত্ন করে যে কবিতা বানায়

সে কবিতারা তাদের হৃদপিন্ড খুবলে খায়। তখন তারা অসহায়ের মত এদিক ওদিক তাকায়। কিন্তু

কেউ তাদের সাহায্যে ছুটে আসে না। অগত্যা চোখ ছাড়াই তারা কবিতাগুলো পড়তে শুরু করে।

 

কয়েক পংক্তি পড়তেই তাদের বীর্য এসে নিজের নাসারন্ধে ঢুকে পড়ে। বাধ্য হয়ে আমিত্বের সাগরে ডুব দেয় বিভ্রান্ত কবিরা। তাদের মাথার মগজ বিয়ে বাড়ির বিরানীর গোশতের মতো নরম ও তপ্ত হয়ে যায়।

বিকটদর্শন জন্তু সদৃশ কবিদের চেহারায় দুলতে থাকে প্রতিহিংসার প্রমিত অনল। আত্মাগুলো হয়ে যায় লাল টকটকে বিষাক্ত আঙুর।

 

সে আঙুরের রস যে পান করে সে শুধু বুঝে জীবনের জ্বালা কি। যন্ত্রণা কাকে বলে?

১৯/১১/২০১৮  ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.