কেন যেন মনে হয় - অপ্রকাশিত কবিতাঃ ০৪১

                                  

কবিতা-০৪১ : কেন যেন মনে হয়

বন্ধুগণ,কেন যেন মনে হয় -----

রাজপথ আবার গর্জে উঠবে

আবার বুলেট ছুটবে,

বোমা ফুটবে, আবার রক্ত ঝরবে,

রাজপথ রঞ্জিত হবে টগবগে যুবকের রক্তে।

 

মনে হয়, সেদিন বেশী দূরে নয়।

আবার রাজপথে নেমে আসবে উনসত্তরের দূরন্ত আসাদ

কিশোর মতিউর দাঁড়াবে বুকটান করে

আবার দেলোয়ার বুকেপিঠে লিখে রাখবে

'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।'

আবার গর্জে উঠবে রাইফেল।

ভার্সিটির করিডোরে

ছুটে যাবে রক্ত লাল গরম পানি।

 

আবার রাজপথে শ্লোগান উঠবে

আবার কারাগারে পাগলা ঘন্টি বাজবে।

আবার বাঁচাও বাঁচাও রব উঠবে

আবার গর্জে উঠবে মেশিনগান।

আবার জোয়ার আসবে

গণজোয়ারে ভেসে যাবে কালো বিড়াল

ভেসে যাবে স্বৈরাচারের ঐরাবত

ভেসে যাবে দম দেয়া বাঘের নকল চামড়া

ভেসে যাবে সিংহের বেতমিজ কেশর।

 

জনতার ঢেউয়ে ভেঙে খানখান হবে দূর্ভেদ্য সব অসভ্য কারা প্রাচীর।

আবার আসমার মা হাসবে।

আবার হাসবে জগলুর বাপ।

আবার ফুল ফুটবে

পাখি গাইবে।

আবার দিকে দিকে

ধ্বনি প্রতিধ্বনি তুলবে

নারায়ে তাকবীর, আল্লাহু আকবার

বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ।

২১/১১/২০১৮-রাত ৮টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.