পদাঙ্ক অনুসরণের গল্প - অপ্রকাশিত কবিতাঃ ১৩৮

                                                                                        

কবিতা-১৩৮ : পদাঙ্ক অনুসরণের গল্প

প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আপনারা কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন না।

সে এক বেতমিজ অহংকারী।

সে মানুষের অনিষ্ট করার শপথ নিয়েছে।

সে জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে নির্দিষ্ট সময় ও ক্ষমতা। প্রতারণার ফাঁদে ফেলে মানুষের অনিষ্ট করার জন্য সে নিরন্তর তৎপর।

 

সময় ফুরিয়ে গেলেই সে হিরো থেকে জিরো হয়ে যাবে। আর পাপের দায়ভার নিয়ে আপনাকে যেতে হবে জাহান্নামে।

 

আপনি দুনিয়ায় আসার আগে সে আপনার কেশাগ্রও স্পর্শ করতে পারেনি। আবার যখন চলে যাবেন, সে আপনার দিকে ফিরেও তাকাতে পারবে না।

 

তাই বলছি, দুনিয়ার এ খেলাঘরে আপনারা তার প্রতারণার ফাঁদে পা দেবেন না। প্লিজ, কেউ তার পদাঙ্ক অনুসরণ করবেন না। কেউ খেলতে যাবেন না এই অবাধ্য জালিমের সাথে।

 

সে আপনার মানবিকতা নষ্ট করার জন্য ছুঁড়ে দিয়েছে অহংকার, ছুঁড়ে দিয়েছে লোভ ও লালসা।

খবরদার, তার দেয়া লোভ ও অহংকার আপনার গায়ে লাগতে দেবেন না।

তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। বরবাদ হয়ে যাবে আপনার ইহ ও পরকাল।

 

মনে রাখবেন, আপনি আশরাফুল

মাখলুকাত, সৃষ্টির সেরা। আপনি মানুষ।

 

জান আছে বলেই আপনি জানোয়ার নন। অহংকার ও লোভ গায়ে মাখলে আপনি জানোয়ারের চেয়েও নিকৃষ্ট প্রাণীতে পরিণত হবেন।

 

প্লিজ, আপনি শয়তানের পদাংক অনুসরণ করবেন না। মনে রাখবেন, আপনি গোলাম শুধু আল্লাহর।

 

তিনি তাঁর সিফাতের সাথে কাউকে শরীক করা পছন্দ করেন না। তার হুকুমের বিপরীত কারো হুকুম মানা আপনার জন্য বৈধ নয়।

 

হোক তিনি রাজা, বাদশাহ। হোক বুজুর্গানে দ্বীন, হোক পীর, দরবেশ, নেতা।

না, কারো হুকুম মানা আপনার জন্য বৈধ নয়।

 

মনে রাখবেন, তাঁর ইচ্ছার বাইরে কেউ কিচ্ছু করার ক্ষমতা রাখে না। যদি এ বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। আপনি হবেন ঈমানহারা মুশরিক।

যে অপরাধ আল্লাহ ক্ষমা করেন না।

 

ভাই, বোন ও বন্ধুগণ, মনে রাখবেন,

প্রতাপশালী সম্রাট তাঁরই হাতের নগন্য পুতুলমাত্র। বেহেশতের ইজারা নেয় যে পীর, সে পাপিষ্ঠ, জালেম।

রাসূলের সুন্নতের বাইরে গিয়ে কোন নেতার অধিকার নেই হুকুম করার।

আপনি জীবন চালাবেন শুধুমাত্র কোরআন মেনে।

 

আপনার চলার সঠিক পথ দেখাবে রাসূলের সুন্নাহ। মাজার, পীর, নেতা, খানকা আপনার আদর্শ নয়, আপনার একমাত্র আদর্শ মহানবী সা। আপনি শুধু তাকেই অনুসরণ করবেন।

 

আবারও বলছি, দয়া করে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন না। না, কক্ষনো না। কক্ষনো না, কক্ষনো না।

১৩/০৫/২০২১   ৬টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.