প্রেমের বাগান - অপ্রকাশিত কবিতাঃ ১৩৯

                                                                                        

কবিতা-১৩৯ : প্রেমের বাগান

যদি পারতাম, যে তুমি আমাকে খাও,

আমিই তোমাকে খেতাম রোজ

রাজা নই তবু দিতাম রাজকীয় ভোজ।

 

যদি পারতাম, আমিও পাখি মারতাম

মারতাম গণতন্ত্রিক প্রতারণা বিষ ফুল

মারতাম মানুষের অলীক প্রেমের ভুল।

 

যদি পারতাম, প্রগতির নায়ে চড়তাম

পাপের রশি ধরে হতাম আধুনিক

বলতাম, বোকারাই হয় মানবিক।

 

যদি পারতাম, কত মানুষ মারতাম

জাতি ও ধর্মে শুধু বিভেদ ছড়াতাম

বলতাম, দানব কখনো থাকে না নিশ্চুপ।

 

কিছুই পারি না, পারবো না কোনদিন

যেদিক তাকাই সেদিকেই দেখি শুধু

সততার জাফরান শুদ্ধ প্রেমের চিন।

 

প্রেম ডাকে আয়, কোলে আয় সোনা, তোর কাজ তওবার ফুল শুধু বোনা

এ দুনিয়া করে তোলা প্রেমের বাগান।

২৩/০৮/২০২০ ৯টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.