নাদান ইনসান - অপ্রকাশিত কবিতাঃ ১৩৭

                                                                                        

কবিতা-১৩৭ : নাদান ইনসান

যদি বুকে ক্রমাগত দফ না বাজে

যদি থেমে যায় ক্বলবের অবিরত গান

মানুষ তো থাকে আজো বলো না মানুষ, হয়ে যায় লাশ, হয়ে যায় নিষ্প্রাণ পাষাণ পাথর।

 

থেমে যায় মুহূর্তে ধমনীর বিরতিহীন নাচন

থেমে যায় ক্বলবের অনিশেষ গান

থেমে যায় কোকিলের কুহু কুহু তান

তোষকের মতই দেহও হয় নিষ্প্রাণ।

 

ঘুম ঘোরে দেখে না কেউ স্বপনের ফুল

হু হু হু বাতাসে বাজে বিরহের গান

ঝর্ণা ও নদী পানিতে সুর তুলে বলে,

হে প্রভু অবশেষে বুঝলাম, তুমিই মহান।

 

তুমিই মহান আল্লাহ, তুমি মহীয়ান।

যতোই গর্বে ভাসুক নাদান ইনসান।

১৪/০৮/২০২০ ৯টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.