ধ্বংস আর কত দূরে? - অপ্রকাশিত কবিতাঃ ০০৯

   

কবিতা-০৯ : ধ্বংস আর কত দূরে?

অবশেষে বিপদটা এসেই গেল?

তাও আবার

অভাবিত দিক থেকে! দক্ষিণে সমুদ্রের নীল

জলরাশি

মৃত্যুর পরোয়ানা নিয়ে ডাকছে।

উত্তর ও পশ্চিমে আজন্ম বন্ধু বলে যাদের দাবী

করতাম, তারা কী চমৎকার চোখ উল্টে নিয়ে মানবতা বিরোধীদের সমর্থন দিয়ে আমার শত্রুর

সহযোগী হয়ে গেল!

 

যে পুব দিক থেকে চিরকাল স্নিগ্ধ সকাল এসে সালাম দিত, সেই মগের মুল্লুক থেকে ছুটে আসবে বিপদ, এটা কে ভেবেছিল?

 

অথচ দেখো,

দশ লক্ষ রিফিউজি

সেদিক থেকেই বিপদের বার্তা নিয়ে উত্তাল নদী আর দুর্গম পর্বত পেরিয়ে ঢুকে পড়েছে আমার সীমানায়।

 

যাদের ভাবতাম বন্ধু ও নিকট প্রতিবেশী, শুধুমাত্র নামধারী মুসলিম হওয়ার অপরাধে ওরা রোহিঙ্গাদের বিরোধী হয়ে দাঁড়ালো।

মুক্তিযুদ্ধের সময় সুদূরের বন্ধু ক্রেমলিন মানবতার স্বার্থে আমার পক্ষে দাঁড়ালেও আজ মানবতাকে

হৃদয় থেকে সে পাঠিয়ে দিল অভিধানে।

 

দেখো, দেখো, মুক্তিযুদ্ধের সময়কার সব বন্ধুই মুখ ফিরিয়ে নিল এই বৈশ্বিক দুর্দিনে। হায়রে বন্ধুত্ব! মুসলমান এখনো বুঝলো না, আল্লাহ ছাড়া তার কোন বন্ধু নাই।

 

যার বন্ধুত্ব পেলে কারো আর

ধ্বংসের জন্য শত্রু লাগে না, সেই দানব কেন যে বন্ধুত্বের হাত বাড়াল,

তাই ভেবে আতঙ্কে আমার কন্ঠনালী শুকিয়ে আসছে। তবে কি

বানের পানির মত চারদিক থেকে ধেয়ে আসছে বিপদের পর বিপদ।

 

হে প্রভু, খড়কুটোর মত ভেসে যাওয়ার জন্য আমাদের আর

কতদিন অপেক্ষা করতে হবে?

 

কাশ্মীর, সিরিয়াসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে নামধারী মুসলমানদের ক্রমাগত ধ্বংসের যে

স্রোত বইছে তারই ধারাবাহিকতায় আমাদের ধ্বংস আর কত দূরে?

কত দূরে! কত দূরে!

ইবনে সীনা হাসপাতাল; ২৫/০৯/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.