উপলব্ধির সম্পদ - অপ্রকাশিত কবিতাঃ ০০৮

  

কবিতা-০০৮ : উপলব্ধির সম্পদ

এ বিশ্বে জনবল, সম্পদ, বিত্তবৈভব, অস্ত্রবলে যে জাতি সেরা

তারা যদি মার খায় বিশ্বজুড়ে,

তবে কার দোষ বলো?

 

সাদা ও কালোতে কোন প্রভেদ নেই, প্রভেদ নেই  আরব ও আজমে।

পুরো বিশ্বে মুসলিম এক জাতি,

এক উম্মাহ, পরষ্পর ভাই ভাই।

অথচ এ ভাইয়েরা নিজেরা যদি  হানাহানি করে আর শত্রুর পায়ের কাছে বিড়ালের মত মিঁউ মিঁউ শব্দ তোলে তবে তাদের বাঁচাবে কে?

 

দেখো, আজন্ম যাদের বন্ধু ভাবতাম রোহিঙ্গা ইস্যুতে এসে তারা কি চমৎকারভাবে মুখ ঘুরিয়ে নিয়েছে। মুসলিম রাষ্ট্রগুলোর ক্ষমতায় যে ইসলাম বিদ্বেষীরা বসে আছে, কে তাদের সে সুযোগ করে দিয়েছে? যাদের আমরা মুসলিম বলছি,

তাদের মধ্যে কতভাগ আবদুল্লাহ বিন উবাইর বংশধর? তবে কি করে তুমি আশা করো আল্লাহর রহমতের?

 

এমন মোনাফিকদের ভাগ্যে গযব ছাড়া আর কী আশা করতে পারো তুমি? তুমি কি পারবে তেহরান ও মক্কার বিবাদ মেটাতে? পারবে কি ওআইসির ঘুম ভাঙাতে?

পারবে বুনিয়ানুম মারসুস বলা নামধারী মুসলমানদের হৃদয় ভরাতে?

 

শোন বিভ্রান্ত জাতি,

ইতিহাসের সালাহউদ্দিন তোমাদের উদ্ধার করতে আসবে না।

নিজেই সালাহউদ্দিন হও।

নতুবা দেশে দেশে একজন করে এরদোগানকে রাষ্ট্রক্ষমতায় বসাও। যেদিন এটা করতে পারবে, সেদিন তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, কেউ না।

ইবনে সীনা হাসপাতাল

২৪/০৯/২০১৭


অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.