একজন কয়েদীর চিৎকার - অপ্রকাশিত কবিতাঃ ৩৫৭

      

কবিতা-৩৫৭ : একজন কয়েদীর চিৎকার

সকলেই জানে, সে ঠিক ঠিক একদিন মারা যাবে। তবে কবে কোথায় কিভাবে মারা যাবে বেশিরভাগ মানুষই তা জানে না।

আমার সৌভাগ্য, আমি জানি কখন আমার মৃত্যু হবে। আমার ফাঁসির সময় নির্ধারিত হয়ে গেছে

 

আমাকে বলা হয়েছে, প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইতে। যদি আমার আবেদন তিনি মঞ্জুর করেন তবেই এ মৃত্যুদন্ড রদ হতে পারে।

 

না, আমি কোন আবেদন করিনি। তার মানে, আমার মরণ এবার কেউ ঠেকাতে পারবে না।

 

আমি ভাবলাম, তবে কি খোদা অক্ষম হয়ে গেলেন? বয়সের কারণে এখন তিনি আর জন্ম ও মৃত্যুর ভার বইতে পারছেন না? এসব কি বলে আহাম্মকের দল।

 

আমি জানি, আমি মরবো এবং কখন মারা যাবো।

কোন রাতজাগা পাখির কান্না শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম।

মারা তো যাবোই, তবে ঘুমটা নষ্ট করে লাভ কি।

যখন ঘুম ভাঙলো শুনতে পেলাম দূরে কোথাও আজান হচ্ছে। মুয়াজ্জিন ভরাটকন্ঠে চরাচর ভাসিয়ে বলছে "আল্লাহু আকবার।"

 

আমি উঠে বসলাম। অযু করে নামাজে দাঁড়াতে যাবো, এমন সময় মাইকে আবার ভেসে এলো সেই মুয়াজ্জিনের কন্ঠঃ একটি জরুরী ঘোষণা।

 

এইমাত্র খবর এলো মহামান্য-----, আমি কারাগারের প্রকোষ্ঠে চিৎকার করে উঠলাম, আল্লাহু আকবার।আল্লাহু আকবর।

তুমিই মহান, তুমিই শ্রেষ্ঠ।

২৪/০৬/২০২১   ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.