তোমার কাছেই ফিরে আসিলাম - অপ্রকাশিত কবিতাঃ ৩৫৬

      

কবিতা-৩৫৬ : তোমার কাছেই ফিরে আসিলাম

(কি কথা তোমার সনে, তোমাদের সনে?)

কেন ডেকে আনলে আমায় এই মধু বনে?

যে চিঠি দিয়েছো তুমি মৃদৃ সমিরনে

সে চিঠি পড়েছি আমি গাঢ় নিমগনে।

কোথায় পেয়েছো তুমি এতো যে প্রণয়?

যে এসে আমার বুকে ঘটালো প্রলয়?

 

আমি আজো বেঁচে আছি মৃতপ্রায় হয়ে

কি কথা যাও তুমি কানে কানে কয়ে

ফিসফিস শব্দ শুনি, বুঝি না কিছু

শুধু মনে হয় তুমি অনিমেষ একা চেয়ে আছো।

কি কথা তোমার সনে, তোমাদের সনে?

কেন ডেকে আনলে আমায় এই মধু বনে?

 

জীবনে কি এসেছিল যৌবন কোন?

এ শরীরে কখনো কি  লেগেছিল ঢেউ?

তারাদের দিকে চেয়ে আজো কি তুমি

সাগরের বুকে প্রিয় স্বপ্ন বোনো?

স্বপ্নে কি শুয়ে থাকে ঝিকিমিকি পিঠা

তার ওপর ছড়াও তুমি মধু মিঠা মিঠা?

আমি নাই, তুমি দেখো পিঁপড়ার দল

নাচের নামে যা পাঠায়, প্রেম নয় ছল।

চোখের তারায় নেই কোন আকুলতা।

 

প্রেমতো অদৃশ্য এক বিশ্বাসের নাম।

প্রেমতো সাগরের সেই ঢেউ উদ্দাম।

প্রেমতো কোনদিন দেখি নাই যারে

শুধু তাঁর নিঃশ্বাস কাঁপে বারে বারে।

আমার বুকের থেকেও থাকে সে কাছে

প্রেমতো দেখিনি কভু, জানি তবু আছে।

 

যে প্রেমে বেঁধেছো আমায় তুমি প্রীতিডোরে

যে প্রেমে খুলেছো আঁখি প্রতিদিন ভোরে

দেখেছো ঊষার সেকি প্রেম অনুরাগ

আকাশের বুকে লাল প্রেমের পরাগ।

সেদিন কি বলেছিলে কথা মন খুলে

নাকি নয়নে নয়ন রেখে ছিলে ভুলে?

 

কিছুইতো মনে নেই, কী এক সুখের সাগর

সেদিন কি আনমনে করেছে আদর?

বেড়েছে শিরায় শুধু রোদের দাহন

মনে কি আছে আজো সে সাতকাহন?

 

প্রেম?

কোনদিন কেউ যারে কভু দেখে নাই

শুধু শোনে রূপবতী অচেনা সানাই।

জাফরান কালি দিয়ে বুকের খাতায়

কি কথা লিখে রাখাল হৃদয় পাতায়।

 

বারে বারে আনমনে লিখে যার নাম

তাঁর প্রেমে বাঁধা থাকে এই ধরাধাম

আমি কি তার কাছে ফিরে আসিলাম।

 

তোমাকে সালাম প্রিয়, তোমাকে সালাম।

তোমার কাছেই ফের ফিরে আসিলাম।

১০/১০/২০২০ রাত ৯টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.