আল্লার দাস - অপ্রকাশিত কবিতাঃ ৩৫৮

      

কবিতা-৩৫৮ : আল্লার দাস

কবি হতে আসিনি আমি,নবী হতে আসিনি

এসেছি গোলাম হয়ে, করে যাবো দূর

মালিকের রাজ্যে যতো, বেদনার সুর

কেউ যেন না বলে আমি,স্রষ্টা ভালবাসিনি।

 

আমি তো বাসবো ভাল মালিকের ঘর

সবুজাভ করে যাবো পাথুরে প্রান্তর।

হৃদয়টা রাখবো ভরে প্রেমে সুমধুর

হুকুম মানবো তাঁরই, পরম প্রভুর?

 

দেখবো প্রভুর রাজ্যে কারা দুঃখে কাঁদে

গেয়ে যায় কারা আজো বেদনার গান

আজো কার ভরেনি বলো দেখি প্রাণ

কে কে পড়ে অকারণে শয়তানী ফাঁদে?

 

আনবো বসন্ত বাতাস, প্রজাপতি, ফুল

মাখবো হৃদয় জুড়ে মায়ার অঞ্জন

দেখব কারা ছড়ায় দুঃখের ক্রন্দন

মানুষের মনে কেনো বাসা বাঁধে ভুল।

 

পিতামাতা সুখে নেই, সুখে নেই স্বজন

পড়শিকে আজো কে, করেনি আপন

পাঁচবার করে রিপোর্ট মালিকের ঘরে

তবু কেন শয়তান থাকে তার অন্তরে?

 

মুখে কারা বলে মুসলিম, হয় না মুমীন

আবর্জনায় কে কে ভরে হৃদয় জমীন।

কিসের গোলাম সে,খলিফা আল্লাহর?

বুকে হাত দিয়ে সে-ই,বলুক দাস কার?

 

আল্লার দাস হলে, আল্লাকে মানো

সৃষ্টির সব খানে সুখ ডেকে আনো।

১৬/০৭/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.