অলৌকিক সড়ক - অপ্রকাশিত কবিতাঃ ২০৪

                                                                                                     

কবিতা-২০৪ : অলৌকিক সড়ক

নাস্তিকরা অলৌকিকতায় বিশ্বাস করে না।

অথচ তাদের জীবনটাই এক অলৌকিক বিস্ময।

তারা কি জীবনচক্র খেয়াল করে না?

তারা অদেখা স্রষ্টায় বিশ্বাস করে না। নাস্তিক যাকে বাপ ডাকে সেই যে তার বাপ, সেটা সে কেমন করে জানলো?

দেখে? না লোকমুখে শুনে?

 

তারা বিশ্বাস করে, অস্ত্র ও সৈন্যবল থাকলে বিজয় নিশ্চিত।

কেন, তারা কি বদর দেখে নাই?

দেখে নাই এতীম বালকের বিশ্বজয়?

কেবল কুদরতই বিজয়ের জামিন হতে পারে, এ কথা মূর্খদের কতবার বলতে হবে?

 

তারা চাঁদ দ্বিখন্ডিত হওয়ার কথা বিশ্বাস করে না।

তারা পৃথিবীর মহাপ্রতাপশালী সম্রাটদের নির্মম মৃত্যু থেকেও শিক্ষা নেয় না। তারা কি জানেনা, রক্ষী বাহিনী আদৌ কাউকে রক্ষা করতে পারে না?

তিন স্তর নিরাপত্তা বেস্টনী কি কাউকে নিরাপত্তা দিতে পারে?

 

না, পারে না। সবই কুদরতের খেলা।

তোমার বিশ্বাস ও অবিশ্বাসে কিছুই যায় আসে না।

 

ওহে নাস্তিক, তোমার মৃত্যু কতটা নিকটবর্তী সেটা কি তুমি জানো?

বলতে পারো, আমি অমর বা অমুক দিন মারা যাবো?

আজরাইলকে কে কবে দেখেছে?

না দেখুক, তবু সবাই জানে সে মারা যাবে। এ বিশ্বাস নাস্তিকেরও আছে।

তবে তারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে কিসের ভিত্তিতে?

 

নাস্তিক মানে মূর্খ।

নাস্তিক মানে অজ্ঞ।

নাস্তিকতা যুক্তিহীন এক অবৈজ্ঞানিক বিশ্বাসের নাম।

আমি যে বেঁচে আছি এটাই আল্লাহর অস্তিত্বের প্রমাণ।

কেউ আমাকে বাঁচিয়ে না রাখলে

কবে মরে ভূত হয়ে যেতাম।

 

একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ জালিমের জুলুমকে সহ্য করেন।

সময় হলে একটা মশা এসে নমরুদের অস্তিত্ব বিলীন করে দেয়।

সময় হলে মুসার জন্য সাগরে তৈরী হয় অলৌকিক সড়ক।

 

অলৌকিকতাকে কে অবিশ্বাস করে?

সেকি দেখে নাই, বন্দী ইউসুফকেই সময়ের বিবর্তনে রাজ মুকুট পড়তে হয়েছে?

 

অপেক্ষা করো।

অপেক্ষা করো সম্মানিত আলেম সমাজ।

আরো একটি কুদরতের মোজেজা দেখার জন্য অপেক্ষা করো।

 

একটি সততাপূর্ণ, সাম্য ও ইনসাফ ভিত্তিক সমাজ জাতিকে উপহার দেয়ার জন্য কুদরত হয়তো তোমাদেরকেই বেছে নিয়েছে।

কারণ জাতি জানে, সততার সম্পদ কেবল তোমাদের কাছেই জমা আছে।

 

ইসলাম ছাড়া আর কোথাও ইনসাফ নেই।

অতএব, অপেক্ষা করো

জেলের অন্ধকার কুঠুরীতে বসেই অপেক্ষা করো।

অলৌকিক সড়কের জন্য নাহয় আরো কিছুটা সময় জেলখানাতেই অপেক্ষা করলে।

১৮/০৫/২০২২ বাদ জোহর 

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.