আজীবন কি মিছিলই করবো - অপ্রকাশিত কবিতাঃ ২০৩

                                                                                                     

কবিতা-২০৩ : আজীবন কি মিছিলই করবো

আজকাল খেয়াল করলেই দেখতে পাবেন

মানুষ সুদৃশ্য ইমারত তৈরি করছে। তার

প্রতিটি রুম ঠান্ডা রাখার জন্য

এসির ব্যবস্থা থাকছে নিয়ম মাফিক।

এসির বাতাস যেন বেরিয়ে না যায়

সে জন্য প্রচেষ্টার অন্ত নেই।

 

ঘরে কোন ঘুলঘুলি নেই। বাতাস বেরোনো বন্ধ

করার জন্য কোন জানালাও থাকছে না তাতে।

অনেকটা কবরের মত, পার্থক্য, কবর থেকে

বেরোনোর কোন দরজা থাকে না,

এসি রুমে দরজা থাকে।

 

এইসব ভদ্রলোকদের কোন হাম্মামখানা

লাগে না। ওয়াসরুমও লাগে না।

শুধু বাথরুম হলেই চলে।

 

জানি না, বেগমের চাইতে কাজের বুয়া

ওদের বেশী প্রিয় কেন?

বাড়ির প্রধান দরজা বরাবর পর্দাহীন রান্নাঘর।

দরজা খুললেই যেনো বুয়ার ঘর্মাক্ত মুখ চোখে পড়ে।

 

ইঞ্জিনিয়ারদের এসব রুচিহীন স্ট্রাকচারাল ডিজাইন ইদানিং বেশ প্রিয় হয়ে উঠেছে।

পর্দাহীন ড্রয়িং ও ডাইনিং একত্র করার

ফর্মুলা বানাতে কী পরিমান শ্রম, ঘাম আর অর্থ বিনিয়োগ করতে হয়েছে কুচক্রিদের

তা কি জানে সভ্য মানুষ?

 

ভাবতে পারেন, কী পরিমান অপসংস্কৃতির

দুষ্ট হামলায় জনজীবন বিপর্যস্ত? মানুষকে অমানুষ বানানোর কী আপ্রাণ প্রচেষ্টা।

অথচ আমাদের নেতারা নির্বিকার।

হুজুররা তসবি টেপায় ব্যস্ত।

আর চক্রান্ত রোখার কোন উদ্যোগ না নিয়ে

সুস্থ ও সভ্য মানুষরা নির্বিকার জীবন যাপন করছে। একটু যারা সচেতন তারা বড়জোর প্রতিবাদ মিছিল করছে।

 

এতেই কি এ সর্বপ্লাবী সাংস্কৃতিক হামলা মোকাবেলা করা সম্ভব? আমরা কি টের পাচ্ছি

এসবই হচ্ছে মানবতা বিরোধী শয়তানদের

দীর্ঘ চক্রান্ত ও গবেষণার ফসল?

 

উদার আকাশ দেখলে মানুষ উদার হয়ে যাবে।

বৃক্ষের সবুজ মানুষকে করবে মায়াবতী।

চিলের ওড়াউড়ি দেখলে স্বাধীনতার স্পৃহা জাগবে।

অতএব ঠেকাও এসব।

 

সমাজকে উচ্ছন্যে নেয়ার সবচে কার্যকর

মাধ্যম যৌনতাকে উস্কে দেয়া। পর্দা মানুষকে

পশু হতে দেয় না। অতএব পর্দা থেকে

আগে বের করো মানুষ। অশ্লীলতা ছড়িয়ে দাও।

প্রয়োজনে সামাজিক ভারসাম্য নষ্ট করো।

 

উৎসবের ধরন বদলাও। নিত্য নতুন টেকনিক

আবিষ্কার করো। বিল্ডিং কোড বদলাও।

খাবার ধরন বদলাও। রাতের ঘুম হারাম করো।

জীবনধারা পাল্টে দাও।

 

এভাবে একটি অমানবিক সমাজ নির্মাণ করো, আর তার নাম দাও আধুনিক সভ্যতা।

 

ওরা এভাবে আমাদের ক্ষেপাবে আর আমরা

মিছিলের পর মিছিল করেই যাবো?

হে আমাদের

সমাজপতি, আলেম ও নেতৃবৃন্দ,

বলুন, বলুন, কতদিন, আর কতদিন?

আমরা কি আজীবন মিছিল করেই যাবো?

১৮/১০/২০২১   বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.