দূরদর্শী হও, সাহসী হও - অপ্রকাশিত কবিতাঃ ২৮৭

     

কবিতা-২৮৭ : দূরদর্শী হও, সাহসী হও

কেবল দোয়ার বদৌলতে সবকিছু হয় না। আল্লাহতো বলেই দিয়েছেন, যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহও তাদের ভাগ্য পরিবর্তন করেন না।

 

বদরে জিততে হলে তিনশ তেরোজনকে নিয়ে মাঠে নামতে হয়, তখন রাহমানুর রাহীম তাদের সাহায্যে ফেরেশতা পাঠান।

 

যে আল্লাহ বদরে বিজয় দিয়েছিলেন তিনি এখনো সে রকম ক্ষমতাধরই আছেন। কিন্তু মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে ছুটে যাওয়ার লোক কই?

 

সব সময় বাতাস এক রকম বয় না।

যে গিরস্ত জানে না, বৈশাখ মাসে কালবোশেখীর ঝড় আসবে, তার ঘরতো ভাঙবেই।

এ জন্য একটু দুরদর্শী হতে হয়। বৈশাখ আসার আগেই ঘরের খুঁটি শক্ত করতে হয়।

 

সারাক্ষণ যারা নগদ লাভ ঘরে তুলতে চায়, তারা দুরদর্শী হওয়ার সময় পায় না। গাছে চড়ার সময় হওয়ার আগে গাছে চড়তে গেলে সে গাছ ভেঙ্গে পড়তে পারে, এটা কে না জানে?

 

সবই জানে মানুষ, কিন্তু বুঝে না।

যদি এটা বুঝতে পারতো তবে গাছও ভাঙতো না, গিরস্তও বুকে আঘাত পেতো না।

 

দুরদর্শিতা বাজারে কিনতে পাওয়া যায় না। প্রজ্ঞাবানদের দূরে ঠেলে জ্বিহুজুরদের দ্বারা যারা পরিবেষ্টিত থাকে তারা কখনো দূরে দেখে না। ঝড় তাদের মাঠেই গ্রাস করে।

কচি বৃক্ষের পাতা সুন্দর কিন্তু পুরনো গাছই মজবুত।

 

সাবধান হও, দূরদর্শী হও।

কেবল দূরদর্শীরাই বাতাসের গতি টের পায়।

দূরদর্শী হও, সাহসী হও।

কাফনের কাপড় বেঁধে ময়দানে নামো, নিজের ভাগ্য নিজে বদলাতে চেষ্টা করো, দেখবে ভাগ্য বদলে গেছে।

 

ভাগ্য বদলাতে চেষ্টা করো।

আসমান থেকে আবারো ফেরেশতারা  এসে দাঁড়িয়ে যাবে বদরের মাঠে।

১৬/০৪/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.