স্বার্থের ইঁদুর - অপ্রকাশিত কবিতাঃ ২৮৮

     

কবিতা-২৮৮ : স্বার্থের ইঁদুর

সাগরের পর সাগর দিয়েছি পাড়ি

উত্তাল ঢেউ ঠেকিয়েছি এই বুকে

থামিনি তবু ছুটেছি সমুখ পানে

মাথার বোঝা এতটা ছিল ভারী,-

 

পিঠ বেঁকেছে চলেছি তবু ঝুঁকে

থামিনি শুধুই ছুটেছি সমুখ পানে।

বাঁধার পাহাড় করেছি সব ধূলো

সবুজ স্বদেশ এঁকেছি মগ্ন চোখে।

 

কত ঝড় এলো ছাড়িনি রঙের তুলি।

ফুটো করে সব ঘৃণার দেয়ালগুলো

বাঁধা যতো এলো দিয়েছি সবই রুখে

সেসব দেখেছে পাপিয়া ও বুলবুলি।

 

রক্ত ও ঘামে গড়া সে আবাস ঘর

স্বার্থের ইঁদুর সে ঘর করেছে পর।

১৭/০৪/২০২৩ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.