এ আকাশ, নদী, মাটি চায় - অপ্রকাশিত কবিতাঃ ২৮৬

     

কবিতা-২৮৬ : এ আকাশ, নদী, মাটি চায়

যেই দেশে মানুষেরা পালিয়ে বেড়ায়

যেই দেশে মানুষেরা থাকে না ডেরায়

সেই দেশে সাপলুডু খেলে দিন যায়

মা চায় ছেলে ও ছেলে খোঁজে মায়।

 

তবুয়ো রাত্রি শেষে লাল সূর্য ওঠে

তবুয়ো বাগানে সতেজ পুষ্প ফোটে

মানুষের আশা শুধু মিছে তড়পায়।

কৃষকের ধান সব শালিকেরা খায়।

 

স্বপ্নরা ভেসে গেছে আঁধারের সাথে

সাহসীরা অসহায়, থাকে ফুটপাতে

বাউলের সেতার শুধু বেদনা বিলায়

সে গানের সুরে শুনি শুধু হায়, হায়।

 

ঘুমন্ত জাতির চোখে শকুনের চোখ

কুকুরেরা বসে থাকে লাশের আশায়

ভাঁড়গুলো খেলা করে মন্ত্রী পাড়ায়

উন্নতির ঝাড়ুদার জনগণ কাঁদায়।

 

প্রভু তুমি সবই জানো, বাঁচাও মানুষ

জালিমের উল্লাস শুধুই তো ফানুস

জুলুমের দিন যেনো শেষ হয়ে যায়

এ আকাশ, নদী, মাটি এই শুধু চায়।

৯/০৪/২০২৩ বাদ আছর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.