প্রেমের পুতুল - অপ্রকাশিত কবিতাঃ ০২৫

                   

কবিতা-০২৫ : প্রেমের পুতুল

শিশিরে নিশির ছোঁয়া শেষ হলো রাত

কুয়াশা বিদীর্ণ করে আসবে প্রভাত।

দূরে কেন যাও সখা হাতে রাখো হাত

আঘাত করো না, তবে করো প্রতিঘাত।

 

তোমার প্রেমের টানে সূর্য আসুক

হৃদয়ে ঝড় তুলে ফুলেরা হাসুক।

গাছে গাছে পাখিরা গান গেয়ে যাক

দখিনা হাওয়ায় শুধু গান ভেসে থাক।

 

তুমি হও পৃথিবীর সুবাসিত ফুল

ভেঙে যাক আদমের ছিল যত ভুল

প্রেমের বন্যা ভাসাক হৃদয়ের কূল

মানুষ তোমারই প্রভু প্রেমের পুতুল।

২১/১২/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.