কবিরা মরে না কেন - অপ্রকাশিত কবিতাঃ ০২৬

                    

কবিতা-০২৬ : কবিরা মরে না কেন

আমি কবিদের কথা ভাবি,

যতদিন তারা বেঁচে থাকে তারা থাকে মৃতপ্রায়।

মৃত্যুর পর কবিরা বেঁচে থাকে

কাল থেকে মহাকাল।

বেঁচে থাকে যুগ থেকে যুগান্তর।

 

মরার আগে কবিরা বাঁচে না,

তারা থাকে মৃত।

কবি ফররুখ আহমদ মরার পর

মহাকবি হয়ে যান।

মরার আগে ইস্কাটনের বাসায়

কেমন ছিলেন অনেকেই তার

সাক্ষী হয়ে আজো বেঁচে আছেন।

 

কবি নজরুল মরার পর হলেন জাতীয় কবি। অথচ সেই সময়ের কথা স্মরণ করুন যখন

বেঁচেছিলেন, তিনি ছিলেন হোটেলবয়।

 

তরুণ সুকান্ত, সেও বেঁচে আছে

কারণ সে মরে যেতে পেরেছে।

 

আমি কবিদের কথা ভাবি।

তারা মরে না কেন?

তারা কি বুঝে না

মরতে পারলেই

সে বেঁচে যাবে।

ঘটা করে তাঁর

মৃত্যু ও জন্মদিন

পালন করা হবে।

নেতারা চোখের জলে বুক ভাসাবেন।

যারা তথাকথিত প্রগতিবাদী তারা মাজারে ফুল দেবেন।

সভায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করবেন। আলোচনার পরে হবে গান।

দয়া করে কেউ গান না শুনে বাড়ি যাবেন না।

 

হায়, কবিরা মরে না কেন?

২৫/১২/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.