কবির উপমা - অপ্রকাশিত কবিতাঃ ০০৭

  

কবিতা-০০৭ : কবির উপমা

ডিম দেয়া মুরগী বা

দুধেল গাভীর মত কবিরা।

যতক্ষণ ডিম বা দুধ দেয়

ততোক্ষণই তাদের কদর।

এরপর ইচ্ছে হয় বাঁচিয়ে রাখো,

নইলে জবাই করে ভোজ দাও।

 

যতোক্ষণ কবিদের সহায় নবী ছিলেন, কবিদের জন্য মসজিদে নববীতে বানাতেন সম্মানের উঁচু আসন,

গায়ের চাদর খুলে পরিয়ে দিতেন কবিদের,

প্রাপ্ত রাজ উপঢৌকন বিলিয়ে দিতেন কবিদের মাঝে,

ততোদিন কিংবা তারও পরে

রাজ রাজাদের আমলে কবিদের অবস্থা বেশ ভালই ছিল,

এখন নবীও নাই, রাজাও নাই,

কুয়োঁর ব্যাঙ সমুদ্র বিলাবে কি করে!

 

বুদ্ধিমান গেরস্ত আগে কালিদাস বানাতো, আলাওল বানাতো।

এখন আলিফের মত উঁচু শির থাকলেই কেবল ফররুখের মত

কবি হওয়া যায়।

বিনিময়ে অভাবে অনটনে না খেতে পেয়ে হয়ে যায় জীবন্ত লাশ।

 

বিবেচক গেরস্ত আবারো

ডিম বা দুধ পাবার আশায় মুরগী ও গাভীকে প্রয়োজনীয় খাবার দিয়ে

বাঁচিয়ে রাখতেন।

এখন অধিকাংশ গেরস্তই অদূরদর্শী ও অস্থিরপ্রাণ।

তারা ডিম বা দুধ দেয়া শেষ হলেই মোগলাই ভোজের আয়োজন করে কবিকে হত্যা করে।

 

হায়রে সমাজপতি!

হাসসান বিন সাবিতের চেয়ে তোষামুদে ভাঁড় এখন তোমার প্রিয়।

কিন্তু তুমি জানো না, মোশাহেবরা কখনো শেখ সাদী, জামী, ওমর হয় না।

কেবল ফররুখের মত স্বাধীনচেতা ব্যক্তিত্বই কবি হতে পারে।

যদিও এটাই তোমার সবচে অপ্রিয়।

ইবনে সীনা হাসপাতাল; ২৩/০৯/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.