প্রত্যাশার পারদ - অপ্রকাশিত কবিতাঃ ০০৬

  

কবিতা-০০৬ : প্রত্যাশার পারদ

মানুষ একা আসে, একাই চলে যায়।

ফিরে যায় তারই কাছে যার কাছ থেকে সে এসেছে।

মাঝখানে দুইদিন কাটায় পৃথিবী নামক গ্রহে।

এখানেই চলে নানা লীলাখেলা। ভালবাসার বিচিত্র

নাটক।

সুখ দুঃখের অন্তহীন কাহিনী।

তুমি আমাকে ভালবাসো, আমি তোমাকে।

এটা

সূর্য উদয়ের মতই সত্য।

মানুষ মানুষকে ভালবাসে।

কিন্তু কেন বাসে তা কি জানো?

জানি, এবার যে কথাটি বলবো

তা শোনার জন্য

তোমার কান প্রস্তুত নয়।

 

সত্য বড় রূঢ় ও নির্মম।

তোমার হৃদয় এ কথা শুনলে মর্মাহত হবে।

তবু মানুষ বাস্তবতাকে অস্বীকার করতে পারে না।

বিশ্বাস করো, মানুষ নিজেকে ছাড়া আর কাউকেই ভালবাসে না।

 

ফুল আমার ভালো লাগে তাই ফুলকে আমি ভালবাসি।

প্রকৃতি ভালো লাগে তাই প্রকৃতিকে

ভালবাসি।

তোমাকে আমার প্রয়োজন তাই তোমাকে ভালবাসি।

তোমার আমাকে দরকার তাই

তুমি আমাকে ভালবাসো।

নিজের স্বার্থ ছাড়া মানুষ কাউকেই ভালবাসে না।

 

তাকাও, মোগল সাম্রাজ্যের দিকে, তাকাও।

দেখো, আপন স্বার্থে পুত্র কিভাবে পিতাকে বন্দী করে।

স্বার্থে আঘাত লাগলে ভাই হয়ে যায় ভাইয়ের ঘাতক।

ইতিহাস পড়ে দেখো, স্বার্থের চেয়ে প্রিয় কিছু নেই মানুষের।

 

তুমি আমাকে ভাল করেই জানো। আপন স্বপ্নের জন্য একদিন রাজপথ উত্তপ্ত করেছি।

স্বপ্নের দোসরদের আপন ভাইয়ের চেয়ে প্রিয় ভেবেছি।

কতবার শুনেছি এবং বলেছি, আমাদের সম্পর্ক হবে সীসাঢালা প্রাচীরের মত।

অথচ দেখো,

এই যে দিনের পর দিন হাসপাতালে পড়ে আছি,

কজন দেখতে এসেছে?

কজন খোঁজ নিয়েছে?

এটাই বাস্তবতা।

চলতি পথে কেউ পড়ে গেলে তাকে পায়ে পিষে এগিয়ে যাওয়াই প্রগতির ধর্ম।

 

জানি, আমাকে সুস্থ্য করে তোলার জন্য তুমি

তোমার সর্বস্ব খুইয়েছো। কারণ বিধবার জেওর পরতে কোন্ নারী চায়?

 

আবারো বলছি,

মানুষ একা আসে একা যায়।

ফিরে যায় তার প্রভুর কাছে।

তিনি ছাড়া আর কেউ ভালবাসতে জানেন না।

ভাল যদি

বাসতেই হয়, এসো,

তাকেই ভালবাসি।

যিনি

আলো বাতাস দিয়ে তার

অবাধ্য বান্দাকেও বাঁচিয়ে রাখেন।

 

তোমার যা কিছু প্রত্যাশা তাকেই জানাও।

২২/০৯/২০১৭; ইবনে সীনা হাসপাতাল।


অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.