জনতাকে হাসতে দাও - অপ্রকাশিত কবিতাঃ ৩২২

            

কবিতা-৩২২ : জনতাকে হাসতে দাও

যদি পাহাড়ে ধ্বস নামে, পাথর বর্ষণকে আটকাতে যেয়ো না নারী, পাথরের নিচে চাপা পড়লে উড়ে যাবে প্রাণবায়ু।

 

যদি ঝড় আসে, আসতে দাও।

ঝড়কে রুখতে যেও না,

যদি ঝড়ে ডাল ভাঙে, ভাঙুক।

চাল ওড়ে, উড়ুক, উড়তে দাও।

 

যদি আসে তীব্র তুমুল জোয়ারের বান,

মনে রেখো সেই বান

রুখতে পারে না কোন ইনসান।

খড়কুটু ভেসে যায়

দুর্জন ফেসে যায়

ঘরবাড়ি, বৃক্ষাদি হয় খান খান।

 

সাইক্লোন ছুটে এলে তারে রোখা যায় না,

উড়ে যায় দুর্বিনীত শত শত হায়না।

উপকূল ভেসে যায়, ভেসে যায় নদী

উড়ে যায় সন্ত্রসী জালিমের গদী।

জনতার আক্রোশ নয় কোন বায়না।

 

উড়ে যায় ধোঁকাবাজ বোকারাজ সেনা

সাইক্লোন শোধ করে জালিমের দেনা।

মিছিল আসলে তারে আসতে দাও

জালিম ভাসলে তারে ভাসতে দাও।

গণরোষ ঘুষ দিয়ে যায় না কেনা।

 

রাজপথে গণরোষ যদি নেমে আসে

ভীতুরাজ চেয়ে দেখে কেউ নেই পাশে।

গণজোয়ার এলে তারে আসতে দাও

অবরুদ্ধ জনতাকে আবার হাসতে দাও।

০৫/০৬/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.