অচিরেই সূর্যোদয় ঘটবে - অপ্রকাশিত কবিতাঃ ২২০

                                                                                                        

কবিতা-২২০ : অচিরেই সূর্যোদয় ঘটবে

অবশেষে বধ্যভূমিতেই আমি উঠে দাঁড়ালাম।

চারদিক থেকে সুবেহ সাদিকের আবছা আলো আমাকে ঘিরে ধরলো।

বললো, হে আল্লাহর বান্দা,ওঠো, জাগো।

ফজরের সময় হয়ে এসেছে, আজান দাও।

আমি কি করবো ভাবতে পারছিলাম না।

আলো বললো, কই, আজান দাও।

আমি সম্মোহিত বৃক্ষের মত পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালাম।

দেখলাম, আমার কাটা হাত আস্তে করে আমার কানের লতি স্পর্শ করলো।

আমি আজান দিলাম।

দেখি, আধো আলো আঁধারিতে চারদিকে কারা যেন ফিসফাঁস করে কথা বলছে।

দেখতে দেখতে অনেকগুলো লাশ দাঁড়িয়ে গেল।

অবাক হলাম আমি। কে একজন বললো, আমরা না মারা গেছি? তাহলে কিসের নামাজ?

এবার এগিয়ে এলেন নেতা।

সবাই জানতো, তিনি অনেক আগেই ফাঁসিতে ঝুলে মারা গেছেন।

বললেন, কেন, তোমরা পড়োনি আল্লাহর কালাম? তিনি কি বলেননি, যারা আল্লাহর পথে শহীদ হয় তারা মৃত্যুহীন, তারা চিরঞ্জীব।

তোমাদের শাহাদাত আল্লাহ কবুল করেছেন। তোমরা মরোনি। তোমাদের মরণ নেই। তাই তোমাদেরকে এখন সৎ কাজ করতে হবে।

আমরা কি সৎ কাজ করবো? ভীড়ের মধ্য থেকে কেউ একজন জানতে চাইলো।

তোমরা লড়াই করছিলে স্বৈরাচারের বিরুদ্ধে

তাকিয়ে দেখো, মানুষের মনে বাসা বেঁধেছে স্বৈরাচার।

ঘরে স্বৈরাচার, জনপদে জনপদে স্বৈরাচার,শহরে স্বৈরাচার, মসনদে বসে আছে স্বৈরাচার।

স্বৈরাচার মুক্ত পৃথিবীর জন্য তোমাদের আবার পথে নামতে হবে।

ফজরের পর বধ্যভূমি থেকে একটি বিরাট মিছিল এগিয়ে গেল সূর্যোদয় ঘটানোর দাবী নিয়ে।

হয়তো অচিরেই সূর্যোদয় ঘটবে।

২৭/০৮/২০২২ - বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.