উত্তর আধুনিক - অপ্রকাশিত কবিতাঃ ২২১
কবিতা-২২১ : উত্তর
আধুনিক
রাতগুলো কাত হয়ে শুয়ে থাকে খাটে
নির্ঘুম আত্মারা পথে পথে হাঁটে।
নেটে ঘুরে পরমায়ু, আনন্দ নহর
হতাশায় ডুবে থাকে ম্রিয়মান শহর।
দীর্ঘশ্বাস ঘাস কাটে পুকুরের জলে
এটাকেই লোকে আজ আধুনিক বলে।
আশা নাই, ভাষা নাই, স্বপ্ন কেঁদে মরে
লাশ হয়ে পড়ে থাকে প্রগতিরা ঘরে।
কেউ কেউ হয়ে যায় উত্তর আধুনিক
নিজের আঙুলকে ভাবে গরাদের শিক।
জীবনটা রোদে ভাজা তেজপাতা যেন
মাঝে মাঝে মনে হয় বেঁচে আছি কেন?
এইসব নিয়ে বাঁচে উত্তর আধুনিক
জীবন বিষন্ন চরের সাদাকালো পিক।
২৯/০৮/২০২২ বাদ ফজর
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments