মেঘের খাতায় - অপ্রকাশিত কবিতাঃ ৩১৭

           

কবিতা-৩১৭ : মেঘের খাতায়

কবি,

ওঠো, জাগো, লেখো কালের অক্ষর।

বাতাসের গায়ে রাখো সময় স্বাক্ষর।

জীবিত মানুষের দেখো মৃত অন্তর।

কেউ কারো প্রিয় নয়, সকলেই পর।

 

সময়টা চলে যায়, কাল বেঁচে থাকে

বিভৎস ঘৃণার ছবি সে কেন আঁকে।

প্রাণের ভেতর কেন ঢুকে যায় প্রাণ

মেধার দুর্ভিক্ষে কে ভাসায় সাম্পান।

 

এইসব কথা লেখো কালের খাতায়

মাটিতে কৃষক ও পোকারা পাতায়।

তছনছ করে কারা ফুলের বাগান

ভুলে গেছে কারা কারা দীপ্ত আজান।

 

এইসব কথা লেখো কালের খাতায়

যে কথা লেখা আছে গাছের পাতায়।

মহাকাল ডাকে কবি আয় ছুটে আয়

জনতার কান্না লেখো মেঘের খাতায়।

২০/০৫/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.