বাঁচার জীয়নকাঠি - অপ্রকাশিত কবিতাঃ ৩১৬

           

কবিতা-৩১৬ : বাঁচার জীয়নকাঠি

পাহাড়ের পর পাহাড় করেছি পদানত

সাগরের পর সাগর দিয়াছি পাড়ি

থামাতে পারেনি ঝঞ্ঝা ও প্রলয়

বাতিলের কোন তরবারী।

 

কতো বদর আর কতো যে ওহোদ

আমরা করেছি পার

লড়েছি আমরা প্রাণপন তবু

কখনো মানিনি হার।

 

মরুভূমি থেকে শস্যশ্যামল সবুজাভ প্রান্তর

সর্বত্র তাই গড়েছি অধিবাস, সর্বত্র আমার ঘর।

সাম্রাজ্যবাদ যদি আসে কভু বসাতে এখানে থাবা

ভাববো শকুন ভাঙতে এসেছে আমার মনের কাবা।

 

শকুন তাড়াতে উঠে এলে কভু আমার হস্তে লাঠি

বুঝবে ওটা লাঠি নয়, ওটা বাঁচার জীয়নকাঠি।

১৯/০৫/২০২৩ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.