হাসবে সবুজ বন - অপ্রকাশিত কবিতাঃ ৩১৮

           

কবিতা-৩১৮ : হাসবে সবুজ বন

ঘূর্নিঝড়ের দাপট দেখেছি,

স্বৈরাচারের মুঠি

আমরা দেখেছি কি করে হয়

কাসিম বাজার কুঠি।

 

আমরা দেখেছি সাতচল্লিশ

একাত্তুরের রণ

আমরা দেখেছি স্বৈরাচারের

কঠিন দুঃশাসন।

 

পরাজয় নয় আমরা ছিঁড়েছি

কূটচক্রের জাল

আমরা ছিলাম, আমরা আছি

কাল থেকে মহাকাল।

 

আমরা দেখেছি রক্তচক্ষু

তিয়াস মিটানো জল

দেখেছি আমরা খোদার রহম

সতত অবিরল।

 

মুক্তির মিছিল থামেনি তবু

এগিয়েছে শুধু সামনে

বলেছে জালিম, এই নে তোর

জুলুমবাজির দাম নে।

 

যতোই আঁধার আসুক ধরায়

রাত শেষে ভোর আসবেই

হাস্নাহেনা, জুঁই চামেলী

গোলাপ বেলী হাসবেই।

 

হাসবে আবার আকাশ বাতাস

হাসবে বিরহী মন

হাসবে আবার নদীর জেয়ার

হাসবে সবুজ বন।

২১/০৫/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.