পরাণপাখি - অপ্রকাশিত কবিতাঃ ২০১

                                                                                                     

কবিতা-২০১ : পরাণপাখি

আকাশে অই চাঁদ উঠেছে

ফুল বাগানে ফুল ফুটেছে

বইছে বাতাস ধীরে

তবু তুমি চাইলে নাতো

আমার দিকে ফিরে।

পাল তুলে যায় পানসি নাও

ভিড়ল নাতো তীরে।

কবুল বলে এসেছিলাম

যেদিন তোমার নীড়ে

বলেছিলে বাসবে ভালো

খোদার কসম, কীরে।

সেসব কথা পড়ছে মনে

আসতে কাছে সংগোপনে

বলতে কথা স্বপ্নমাখা

সবই আমায় ঘিরে।

আজো আছে আকাশে গোল চাঁদ

তবু কেন বুকের মাঝে করুণ আর্তনাদ

পানসি কি আর ভিড়বে নারে

মন মহুয়ার তীরে

মাঝি, তুমি নৌকা চালাও ধীরে।

সাক্ষী ছিল তরুলতা, সাক্ষী ছিল নদী

বলেছিলে তুমি ভাল বাসবে নিরবধি।

কাজী ছিল, সাক্ষী ছিল আমার পিতামাতা

কালবোশেখি ভাঙলো কিরে

সোহাগ রাতের ছাতা।

 

উড়ে গেলো পরাণপাখি

আমার পাজর ছিঁড়ে।

তবু তুমি চাইলে নাতো

আমার দিকে ফিরে।

২৭/০৪/২০২২ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.