ত্রিভুজ পাপ - অপ্রকাশিত কবিতাঃ ২০০

                                                                                                    

কবিতা-২০০ : ত্রিভুজ পাপ

বাসটা আটকে আছে মগবাজার জ্যামে।

তুমি যাচ্ছো বায়তুল মোকাররম, জুমা পড়তে।

সীট না পেয়ে দাঁড়িয়ে আছো তুমি, ঘামছো।

সেলফোনটা হঠাৎ বেজে উঠলো।

আর কতদূর?

 

এই তো এসে গেছি, শান্তিনগর।

 

তুমি একজন মুসল্লী। অথচ কী সুন্দর করে একটা মিথ্যা কথা বলে দিলে।

 

বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছো আর চা খাচ্ছো মোড়ের দোকানে। হঠাৎ ক্রিং ক্রিং। আব্বার ফোন, তোর মাকে একটু দে তো।

বাবা আমি স্যারের কাছে পড়তে যাচ্ছি।

পৃথিবীতে আরেকটা জঘন্য মিথ্যাচারের বোমা ফাটলো।

 

এই, তুমি কই?

ইমাম সাহেব হুজরায় বসে

অবলীলায় বলে দিলেন, আসতেছি।

 

তুমি কি করছো?

বিবি খাটে শুয়ে বলে দিল, তোমার প্রিয় তরকারী রান্না করছি।

মানুষ কি দারুণ অভিনেতা। অবলীলায় মিথ্যা বলে।

২১/০৪/২০২২  বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.