অপেক্ষার দিনগুলো - অপ্রকাশিত কবিতাঃ ২০২

                                                                                                     

কবিতা-২০২ : অপেক্ষার দিনগুলো

কী এক তুফান এলো!

লন্ডভন্ড হয়ে গেল ঘরবাড়ি।

তছনছ হয়ে গেল ফসলের ক্ষেত।

উড়ে গেল পাড়ার মসজিদটির চালা।

আমরা নিরাশ্রয় হয়ে গেলাম।।

বৃষ্টিতে ভিজে গেল আমাদের বিছানা বালিশ।

ঝড়ো হাওয়ায় উড়ে গেল বাসন কোসন।

প্রিয়ার শাড়ি, ব্লাউজ।

খোকার জামা। স্কুলের বই খাতা।

কাজের মেয়েটার ওড়না।

জঘন্য তুফান আমাদের অসহায় ও উদ্বাস্তু করে ফেলল।

 

হঠাৎ দমকা হাওয়া এসে নিভিয়ে দিল চেরাগদানের ওপর জ্বলন্ত কুপিটা।

নিভে গেল আমাদের বাতিঘরগুলো।

বিদ্যুৎ চলে গেল। অন্ধকার গ্রাস করলো আমাদের।

 

হঠাৎ একদল দস্যু এসে ছিনিয়ে নিল আমাদের অবশিষ্ট আলোটুকুও।

আমরা অন্ধকারে ডুবে গেলে মশাল ধরাতো যে আলেমগুলো, ডাকাতরা

তাদের ধরে ধরে ঢুকিয়ে দিল কারাগারে।

 

আমরা আলোহীন হয়ে পড়লাম। আলেমহীন হয়ে পড়লাম।

আমাদের বিপদে পাশে দাঁড়ানোর আর

কেউ রইলো না।

আমরা বিভ্রান্ত হলে যারা আমাদের পথ দেখাতেন, তারা যেদিন আটকা পড়লো চারদেয়ালে, আমরা দৃষ্টিহীন হয়ে পড়লাম।

 

বুঝলাম, আমরা অভিভাবকহীন হয়ে গেছি। আমরা পথের ফকির হয়ে গেছি।

আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি।

লোকে বলে, আমরা এতীম হয়ে গেছি।

রাজপথে ঘুরে বেড়ানো টোকাই হয়ে গেছি।

 

আমরা ক্ষুধায় কাতর হয়ে গেলাম।

অন্নহীন বস্ত্রহীন হয়ে গেলাম। কিন্তু আশাহীন হলাম না।

মানুষ যখন সবদিক থেকে নিরাশ হয়ে যায়, তখন যিনি হন তাদের আশ্রয়দাতা, আমরা তাকে স্মরণ করলাম।

 

তিনি আমাদের আশ্রয় দিলেন।

আমাদের মাথাগোঁজার জন্য পাঠিয়ে দিলেন ভেঙেপড়া অশ্বত্থের ডাল।

উল্টেপড়া ছনের ঘর।

এখন আমরা বুলেট খেয়েও হজম করতে পারি।

বারুদ আর আলুভর্তা আমাদের কাছে সমান।

জেলখানা আমাদের থাকার ঘর।

জালিম যখন মারতে থাকে, মনে হয় কেউ খুব আদর করে গা চুলকে দিচ্ছে।

সোনার খাটে শুয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে গারদের নোংরা মেঝেতে শুয়ে জান্নাতের মেহমান হওয়া অনেক তৃপ্তিকর।

 

আমরা জেনে গেছি, বেলালের আজানের ডাকেই ঘুম ভেঙে জমায়েত হয় মুসল্লিরা।

আল্লাহু আকবর আওয়াজের সামনে মুখ থুবড়ে পড়ে উদ্যত কামান।

বিজয় দুর্বলেরই হয়।

অতীতেও তাই হয়েছে।

অস্ত্রবাজদের বিরুদ্ধে জয়ী হয়েছে নিরস্ত্র তিনশো তেরো।

হানাদারদের পরাভুত করেছে অস্ত্রহীন বাঙালি।

 

আমরা কান পেতে অপেক্ষা করছি,

কখন ভেসে আসবে আজানের ধ্বনি।

কখন আমাদের সম্মানিত ইমামরা আবার মিম্বরে দাঁড়াবে।

কখন চতুর্দিক ভেসে আসা আজানের ধ্বনির সাথে শুনবো মোরগের ডাক।

কখন ভেসে আসবে সেই বিপ্লবী আওয়াজ, আল্লাহু আকবার।

আল্লাহু আকবার। আল্লাহু আকবার।

০১/০৫/২০২২ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.