যেদিন স্বপ্ন হবো - অপ্রকাশিত কবিতাঃ ০৮৭

                                                                           

কবিতা-০৮৭ : যেদিন স্বপ্ন হবো

স্বপ্ন দেখতে দেখতে একদিন

আমি নিজেই স্বপ্ন হয়ে যাবো।

তখন হাত বাড়ালেই আমাকে ধরতে পারবে না।

চোখ বাড়ালেও আমাকে দেখতে পাবে না।

মুখ বাড়ালেও আমাকে আদর করতে পারবে না।

 

সেদিন আমি আর কবিতা লিখবো না।

সেদিন আমি কোন গানও লিখবো না।

আমার ছড়া পড়ে কেউ বলবে না,

উফ, অপূর্ব, অপূর্ব।

 

না, আমি কারো হৃদয়েই আর আবেগের ঢেউ তুলবো না।

কারো সাথে চোখে চোখে কথা বলবো না।

স্বপ্ন দেখতে দেখতে আমি নিজেই সেদিন

স্বপ্ন হয়ে যাবো।

 

আমাদের কেউ কেউ স্মৃতি হয়ে বেঁচে থাকার

স্বপ্নে বিভোর থাকে।

কিন্তু কেন

মানুষ বোঝে না, পঁচা আপেল কেউ খায় না।

না। স্মৃতি হয়ে বেঁচে থেকেও কোন লাভ নেই।

যদি দোয়া না পাওয়া যায়।

 

মানুষের ঘৃণা ও অভিশাপ নিয়ে

বেঁচে থাকার কোন মানে হয়?

মিরজাফর হয়ে বেঁচে থাকার কোন মানে হয়?

একজন লোভী, নিষ্ঠুর ও অত্যাচারীর পরিচয় নিয়ে বেঁচে থেকে কী লাভ?

সেই তো ঘৃণা, সেই তো অভিশাপ,

সেই তো ক্ষোভের থুতো।

তাহলে মানুষ পাপ করে কেন?

কেন সে অত্যাচারী হয়?

৩০/০৪/২০২০ ৯টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.