আকুতি - অপ্রকাশিত কবিতাঃ ৩১২

          

কবিতা-৩১২ : আকুতি

খ্যাতির কাঙাল নই, নই পাগল ধনের

এইটুকু চাই শুধু তোমার মনের

হই যেন প্রিয়তর বান্দা খোদা

মান যেন রেখে চলি তব খলিফার।

 

না করি কারো ক্ষতি, মন্দ কারো

ভাল কাজ করি যেন আরো বেশী, আরো।

সকলের কল্যাণ করি যেন আমি

এতটুকু দয়া তুমি করো অন্তর্যামী

 

ক্ষুধার কষ্ট তুমি দূর করে দাও

কারো মুখাপেক্ষী যেন না হই কভু

তোমাকেই মানি মালিক, মুনীব

এইটুকু দয়া তুমি করগো প্রভু।

 

তোমার প্রেমের ফসল এ অবুঝ নাদান

মেনে যেন চলি সদা তোমার ফরমান।

আমি যেন ভালবাসি সৃষ্টি তোমার

এতটুকু রহম তুমি করো পরোয়ার।

 

আর কিছু চাই না শুধু দয়াটুকু চাই

জীবনে মরনে যেন ক্ষমা প্রভু পাই।

১৮/০৫/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.