আবার আসবে জোয়ার - অপ্রকাশিত কবিতাঃ ৩১১

          

কবিতা-৩১১ : আবার আসবে জোয়ার

আবার আসবে জোয়ার প্রমত্ত পদ্মায়

আবার আসবে জোয়ার মেঘনার মোহনায়।

ফুঁসে ওঠা জনতারা নামবে পথে।

রাজপথ প্রকম্পিত হবে।

স্বৈরাচারের বিরুদ্ধে গর্জে উঠবে বিপ্লবী জনতা।

আবার পথে পথে নামবে মিছিল।

আল্লাহু আকবার রবে মুখরিত হবে দশদিক।

 

ঘরে ঘরে উঠবে রব, ওঠো, জাগো।

দেখো, দেখো, ডাকাত এসেছে।

স্বৈরাচারের হাত ধরে এসেছে সাম্রাজ্যবাদ।

ওরা চায় আমার ভিটেমাটি।

আমার সাজানো বাগান।

ডাকাত, ডাকাত রবে জেগে উঠবে সারা পাড়া।

যুবকরা মহল্লায় মহল্লায় বসাবে তল্লাশী চৌকি।

আবার মানুষ লাঠি হাতে ছুটে যাবে একটু স্বাধীনতার স্বপ্ন নিয়ে।

ভয়ার্ত বন্দুকগুলো ঠা ঠা করতে করতে নিস্তেজ হয়ে যাবে।

গণজোয়ারের ঢেউয়ে ডুবে যাবে মহাজনের গদীঘর।

 

আবার কিশোরেরা নামবে পথে বিজয় নিশান হাতে।

মায়েরা বুকে ফুঁ দিয়ে বলবে, যা বাবা, যা।

আল্লাহর রহম নেমে আসুক তোদের ওপর।

বধুরা চিড়ার পোটলা হাতে দিয়ে বলবে, সময় করে খেয়ে নিয়েন।

 

আবার জোয়ার আসবে পদ্মায়।

আবার জোয়ার আসবে মেঘনায়।

আবার জনতার জোয়ারে ভাসবে পল্টন।

বায়তুল মোকাররম মসজিদ হয়ে যাবে জেহাদের ময়দান।

জায়নামাজে বসে দুহাত তুলবে বৃদ্ধা দাদী, নানী।

 

আবার আসবে আবাবিল পাখি।

আবরাহার হাতি লুটিয়ে পড়বে জমিনে।

হোদায়বিয়ার ভগ্নপ্রাণ মুজাহিদরা মক্কা বিজয় করবে।

রক্তপাতহীন অবিশ্বাস্য বিজয়।

ঘরে ঘরে ছড়িয়ে যাবে কোমল জোস্নার স্নিগ্ধতা।

বেলালী আজানে প্রশান্তির সুবাতাস ছড়িয়ে যাবে সবুজ প্রান্তরে। আবার মোয়াজ্জিনের কন্ঠে উচ্চারিত হবে ,

এসো, কল্যাণের পথে এসো।

মঙ্গলের পথে এসো।

এসো শান্তির ছায়াতলে।

১৭/০৫/২০২৩ বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.