ক্রুর চামচিকা - অপ্রকাশিত কবিতাঃ ০০৪
কবিতা-০০৪ : ক্রুর চামচিকা
আকাশে মেলেছে পাখা কৃষ্ণ শকুন
দানব মেতেছে দেখো মৃত্যুর উৎসবে
বাতাসে বেড়ায় ভেসে কান্নার রোল
ঘরে ঘরে আজ তাই লাশের মিছিল।
হিংসার অনলে পোড়ে প্রেমের পুরাণ
সন্ত্রাস দাপিয়ে বেড়ায় গ্রাম
জনপদে
দানবের রাজ্যে মানব বড় অসহায়
নাগিনীর জিভ নাচে ক্রুর হিংসায়।
এ জীবন হয়ে গেছে কচুপাতা পানি
চারদিকে শঙ্কা-ভয় ত্রাস আর গ্লানি
স্বাধীন স্বদেশে কাঁদে
পরাধীন প্রাণ
বাঁচে না যুবক বুড়ো পেটের
সন্তান।
চারদিকে গুম, ফাঁসি, মৃত্যুর উৎসব
চারদিকে আতঙ্কের নীল বিভীষিকা
দানবের রাজ্যে মানব বড় অসহায়
সিংহের পিঠে নাচে ক্রুর চামচিকা।
২০/০৯/২০১৭
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments