শুধুই তোমার জন্য - অপ্রকাশিত কবিতাঃ ০০৩

  

কবিতা-০০৩ : শুধুই তোমার জন্য

অনেকদিন কবিতা লিখি না।

ভাবছি একটি কবিতা লিখবো।

 

কবিতা লেখা অনেক কষ্টের।

প্রথমে ভ্রুণ আঁকতে হয়,

এরপর বুকের গভীরে লালন করতে হয়

দশমাস দশদিন।

তারপর হেসে ওঠে প্রসন্ন সকাল।

 

ঘুম ভেঙ্গে তোমরা দেখো সবুজ মাঠের জাজিম, লীলায়িত বনানী।

বাগানে লাল গোলাপের সমারোহ।

দেখো গন্ধরাজ বা বেলীর স্নিগ্ধতা।সন্ধ্যায় হাস্নাহেনার ঘ্রাণও নাও।

 

জানি, পৃথিবীর এ মমতা দেখেই তোমরা কবিকে ভালবাসো।

তোমরা অবাক হয়ে যাও প্রভুর সেই অমূল্য নেয়ামত দেখে, যাকে আমরা বলি মায়া, মমতা, স্নেহ আর প্রেম ও ভালবাসা।

 

কিন্তু এই ভালবাসায় কি কবির পেট ভরে?

তোমাদের ভালবাসায় ভিজে ভিজে

কবি নজরুলকে হোটেলে বাসন মাজতে হয়

ফররুখকে পাড়ি দিতে হয় নিরন্নতার অথৈ দরিয়া।

পুরনো জামা পড়েই ঈদের জামাতে যেতে হয় একজন কবিকে।

 

তারপরও কবি কবিতা লেখে।

কেন?

একটু ভালবাসার জন্য।

শুধুই ভালবাসার জন্য।

আজকাল সেটারও খুব আকাল।

 

প্রিয়তম রাসূল আমার।

শুধু তুমি ভালবাসো বলেই আজো কবিতা লিখি।

আজীবন লিখে যাবো।

লিখে যাবো প্রেমের কবিতা

শুধুই তোমার জন্য।

১৯/০৯/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.