নারী আছে বলেই - অপ্রকাশিত কবিতাঃ ০০৫

 

কবিতা-০০৫ : নারী আছে বলেই

মাকসুদা, আমি তোমার ওপর সন্তুষ্ট।আল্লাহও

তোমার ওপর সন্তুষ্ট হয়ে যাক। আর আমার ওপর তুমি।

 

জানি, আমার ওপর তোমার সন্তুষ্ট হওয়ার আপাত কোন কারণ নেই। আমার সাথে জীবন জুড়ে দেয়ার পর না তোমাকে দিতে পেরেছি বিত্তবৈভব, না সুখ ও আনন্দ।

বরং দুংখ ও কষ্ট, অভাব ও অনটন দিয়ে ভরিয়ে দিয়েছি তোমার জীবন।

 

কিন্তু তোমার প্রেমপূর্ণ হৃদয়ের উদারতা এতই বিশাল, যা আমার অক্ষমতা ঢেকে দেয়ার জন্য যথেষ্ট।

 

যেদিন তুমি জেনেশুনে একজন কবির ঘরে আসতে রাজি হলে সেদিনই বুঝেছিলাম তোমার কপাল পুড়েছে।

কারণ কবি সভ্যতার বাগানের

মালিক নয়, মালী।

তারা ফুল ফোটায়, মালিক তার ঘ্রাণ ও সৌন্দর্য উপভোগ করে।

আর মালী না খেতে পেরে বিনা চিকিৎসায় মারা যায়।

 

পৃথিবী কী নিষ্ঠুর, সভ্যতা কী নির্মম।

মাকসুদা, তোমার মত নারী আছে বলেই কবিরা আজো বেঁচে আছে। আল্লাহ তোমার মঙ্গল করুন।

ইবনে সীনা হাসপাতাল ; ২১/০৯/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.