ঘোরলাগা মুগ্ধতা - অপ্রকাশিত কবিতাঃ ১৪৭

                                                                                          

কবিতা-১৪৭ : ঘোরলাগা মুগ্ধতা

সত্যি করে বলতো কেমন লাগছে এখন?

 

ভাল। খুব ভাল। যেন, অনাবিল আনন্দ সায়রে ভাসছি এক জলকুমারী।

চোখ মেললেই দেখতে পাচ্ছি

শরতের শুভ্র মেঘ, মেঘের ওপাশ থেকে নীল শাড়িপরা আকাশ অবাক চোখে দেখছে আমাকে।

দৃষ্টি যেন মায়াহরিণ।

 

আমি তো চলেই গিয়েছিলাম।

প্রভুর কি নিখাদ ভালবাসা, আবার তিনি ফিরিয়ে দিলেন। তাঁর এ বদান্যতায় আমি এখন তোমাকে দেখতে পাচ্ছি।

সোনামুখগুলো দেখতে পাচ্ছি।

দেখতে পাচ্ছি অষুধের শিশি।

আপেল, কমলা, আঙুর।

তাহলে আমি মরিনি?

হে রাব্বুল আলামীন, কয়জন বুঝতে পারে তোমার মাহাত্ম?

 

সত্যি তোমার ভাল লাগছে?

 

তো আর বলছি কি!

আইসিইউ শব্দটার মানেই এখন আমার কাছে পাল্টে গেছে।

যতবার এ শব্দটা শুনি ততবারই মনে হয় "আমি তোমাকে দেখছি".

 

জীবন মানেই তো এক অমূল্য নিঃশ্বাস।

ঘোরলাগা মুগ্ধতার ভেতর দিয়ে অবিরাম বিস্কিট দৌড়। বেলীফুলের ঘ্রাণ।

 

আমি ক্রমাগত ছুটছি।

মুগ্ধতার ভেতর দিয়ে অবিরাম ছুটে চলার নাম জীবন।

প্রতিটি নিঃশ্বাসে নতুন করে উজ্জীবিত হওয়ার নাম জীবন।

এই যে তোমাকে ছুঁয়ে বলছি,

সত্যি, ঘোরলাগা মুগ্ধতার নামই জীবন।

আমিও বলে উঠলাম,সত্যি,

ঘোরলাগা এক মুগ্ধতার নাম জীবন।

ঘোরলাগা মুগ্ধতার নামই জীবন।

১১ /১১/২০২১ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.