গরম হচ্ছে চাঁদি - অপ্রকাশিত কবিতাঃ ১৪৮

                                                                                          

কবিতা-১৪৮ : গরম হচ্ছে চাঁদি

মাটি, মানুষ, দেশের জন্য কাঁদি।

এই কারণে আমারে তুই বানাস অপরাধী?

এই কারণে তোরে আদর

করেছি আহলাদী?

নষ্টা মেয়ে?

যার হাত ধরে ঘুরে বেড়াস,

সেকি তোরে আদৌ করবে শাদী?

ওরে পান্না লালের দাদী,

কবে থেকে হলিরে তুই এমন হারামজাদী?

 

আমার নামে এত যে তুই বলিস অপবাদ

মিথ্যা দিয়ে সত্য ঢাকিস, পাতিস নানা ফাঁদ

তাতে আমার পাপ বাড়ে না

পাপ তো বাড়ে তোর

কে জানে না তুই যে ডাকাত,

নিজেই রিলিফ চোর?

 

বলতো কার খাটের তলে থাকে তেলের টিন?

কোথায় যায় এতো এতো সাহায্য আর ঋণ?

গাড়ি থেকে নেমে দেখ, পাবলিকে কি কয়?

কার জন্য দেশের মানুষ জুতার মালা লয়?

 

কয় না মানুষ যদিও ত্রাসে

মন তো জানে কারে বাসে

পরাণ দিয়ে ভালো

মন খালি কয় এই গদীতে

জ্বালো আগুন জ্বালো।

 

আল কোরানের আলো দিয়ে

আঁধার করো দূর

রক্তনদী পাড়ি দিয়ে

আনবো আলোর ভোর।

 

বিল্পবী বীর কয়,

জাগো জাগো স্বদেশবাসী

তাড়াও মনের ভয়।

দেখছি যতো ভন্ডামী বাপ,

গরম হচ্ছে চাঁদি।

ঘুঘু দেখছে, ফাঁদ দেখেনি,

নষ্টা হারামজাদী।

 

মাটি, মানুষ, দেশের জন্য কাঁদি।

এই কারণে আমারে তুই বানাস অপরাধী?

নষ্টা হারামজাদী।

টের পাবি তুই দেখবি যখন

আমার গরম চাঁদি।

১৯/০৯/২০২০ রাত সাড়ে ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.