ইতি তোমার নাকফুল - অপ্রকাশিত কবিতাঃ ১৭৬

                                                                                                

কবিতা-১৭৬ : ইতি তোমার নাকফুল

প্রিয় নাকফুল

কেমন আছো। চোখে দেখা যায় না এমন একটা ভাইরাস এসে দুনিয়া পাল্টে দিল। আজ তুমি গ্রামে আমি শহরে।  কতদিন দেখা হয় না। এই করোনাকাল কি শেষ হবে না? আর কোনদিন দেখা হবে না আমাদের?

 

আমার চাকরীটা চলে গেছে।

করোনা জেলে বন্দী না থাকলে আসতে পারতাম। ভালো থেকো।

ইতি

তোমার কোমরের বিছা।

 

ওগো কোমরের বিছা,

কেমন আছো? ঘরে কোন খাবার নাই। তোমার রাজা রানী এখন পানি খেয়ে দিন কাটায়। খাবার দিতে পারিনি বলে ময়নাটা মরে গেছে শনিবার রাতে। আমি ভালো আছি। তুমি ভাল থেকো।

ইতি তোমার নাকফুল।

১৭/০৭/২০২১   ৫টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.